দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি গ্যালাক্সি নোট ৯ নামের একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। নোট ডিভাইসের সপ্তম সংস্করণের ফোনটিতে ব্যবহৃত হয়েছে অনন্য এস-পেন স্টাইলাস, ৬ দশমিক ৪ ইঞ্চি কিউএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি সম্প্রতি নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ঘোষণা দেওয়ার সময় স্যামসাং কর্তৃপক্ষ বলেছে, এটি কালো (ব্ল্যাক), তামাটে (কপার), বেগুনি (পার্পল) ও সামুদ্রিক নীল (ওশান ব্লু) রঙে পাওয়া যাবে। কিন্তু যাঁরা সোনালি রং পছন্দ করেন? স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা সোনা পছন্দ করেন, তাঁদের জন্য আকর্ষণীয় সুযোগ।
রাশিয়ার ক্যাভিয়ার নামের একটি প্রতিষ্ঠান গ্যালাক্সি নোট ৯ স্মার্টফোনটি ‘ফাইন গোল্ড এডিশন’ নামের বিশেষ একটি সংস্করণ বের করেছে। এ ফোনের পেছনের প্যানেলে এক কেজি ‘ফাইন গোল্ড ৯৯৯.৯’ ব্যবহার করেছে তারা। অবশ্য ফোনটির অন্যান্য নকশা ও ফিচার একইরকম রয়েছে। ১২৮ জিবি স্টোরেজ মডেলের ফোনটির দাম পড়বে ৩৮ লাখ ৭০ হাজার রুবল বা প্রায় ৪৮ লাখ ৮০ হাজার টাকা। আর ২৫৬ জিবি মডেলটির দাম ৪৯ লাখ ৫ হাজার টাকার মতো।
অবশ্য স্যামসাং এ বছরের জুনে বাজারে আনা তাদের এস৯ প্লাস মডেলের স্মার্টফোনটির সানরাইজ গোল্ড এডিশন বাজারে ছেড়েছিল। বিশেষ ওই সংস্করণের দাম ছিল ৮৩ হাজার ৫০০ টাকার মতো।
গ্যালাক্সি নোট ৯ স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে অক্টাকোর এক্সিনোস ৯৮১০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত ফোনটিতে ৬ জিবি র্যাম রয়েছে। আইপি ৬৮ রেটিংয়ের ফোনটি ধুলা ও পানি প্রতিরোধী। ডুয়েল ক্যামেরা সেটআপের ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহৃত হয়েছে। ফোনটির সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি চার হাজার মেগাপিক্সেলের।
Collected From: Ajker Prosongo
আমি আতোয়ার রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।