আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই ? আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, আজকের বিষয় স্যামসাং মোবাইলে স্টক রম ফ্ল্যাশ দেয়া, অনেক সময় দেখা যায় আমাদের সাধের ফোনটি সফটওয়্যার ব্রিক করে, মোবাইল বুট মেনুতে আটকে থাকে,আবার কাস্টম রম দিতে গিয়ে অনেক ফোন ব্রিক করে ফেলে আর এই তখন স্টক রম ফ্ল্যাশ করা ছাড়া কোন উপায় থাকে না,সার্ভিসিং এর দোকানে গেলে খরচ হয় ৫০০-১০০০ টাকা আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার মোবাইল ফ্ল্যাশ দিতে পারেন,
এবার ফ্ল্যাশ টুলসের অপশন থেকে f reset time আর rebot mark করুন। সব শেষে স্টার্ট বাটনে ক্লিক করুন। ফ্লাশিং শুরু হবে এবং শেষ হলে ফোন অটো রিবুট নিবে। এবার ফোন ইউএসবি কেবল থেকে খেলে ফোনের ভলিউম আপ+হোম+পাওয়ার অন করে factory reset দিয়ে ফোন পুনরায় চালু করুন। এবার ৫-৬ মিনিটের মধ্যে ফোন চালু হবে। যদি কেউ না বুঝেন তবে আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন।
এর পর ও যদি কেউ না বুঝেন তবে টিউমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আবারো আপনাদের মাঝে হাজির হব নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।
আমি মোঃ মোজাম্মেল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai soft er link koi?