Samsung মোবাইলের এর কান্টিলক, নেটওয়ার্ক আনলক করুন ৫ মিনিটে। ১০০০% ওয়ার্কিং টিপস এর সাথে ভিডিও টিউটোরিয়াল

আসসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন। টেকটিউন থেকে অনেক ধরনের সাহায্য নিয়েছি।আজ আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র টিউটরিয়াল।আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং এটা ১০০% পরিক্ষীত। অনেক সময় দেখা যায় আমরা দেশের বাইরে শখ করে স্যামসাং মোবাইল নিয়ে আসি কিন্তু দেশে আনার পর সাধের ফোনে কান্ট্রি লক পড়ে যা খুলতে পকেট থেকে ৩০০-১০০০ টাকা খরচ করতে হয়। আজ আপনাদের দেখাবো কি করে খুব সহজে এই খরচ বাচিয়ে নিজেই কান্ট্রি লক আনলক করা যায়।অনেক কথা বললাম তো শুরু করা যাক। আসলে আমি যে টুলস টি শেয়ার করবো সেটি একটি পেইড টুলস কিন্তু আপনাদের আমি ফ্রীতে দিব।আপনারা আমার ইউটিউব চেনেল ডিসক্রিপশন থেকে দয়া করে ডাউনলোড করে নিবেন।

  • স্টেপ ১ঃ এডিবি ড্রাইভার এবং স্যামসাং ইউ এস বি ড্রাইভার গুগলে সার্চ করে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন।
  • স্টেপ ২ঃ এরপর আমার দেয়া টুলসটি ডাউনলোড করে জিপ ফাইলটি আনজিপ করে ডেস্কটপে রাখুন।
  • স্টেপ ৩ঃ আপনার কম্পিউটারে ইন্টারনেট এবং এন্টিভাইরাস অবশ্যই বন্ধ করে নিবেন।
  • স্টেপ ৪ঃ স্যামসাং টুলপ্রো ফোল্ডারটি অপেন করে copy de gsm-magic.exe ফাইলটি run as administrator দ্বারা রান করিয়ে এনাবল ক্লিক করেন।
  • স্টেপ ৫ঃ এবার z3x 24.3 loader.exe ফাইলটি রান এস এডমিনিস্টেটর দ্বারা রান করেন।একটু সময় লাগতে পারে বা ইন্টারনেট কানেকশন ইরর দেখাতে পারে,ভয় পাবেন না শুধু ওকে করবেন আর ধর্য ধরে অপেক্ষা করবেন টুলস্টি অপেন হওয়া পর্যন্ত। টুলস অপেন হলে আপনার ফোনের মডেল সিলেক্ট করেন আর উপরের অপশন থেকে আনলক ক্লিক করেন।
  • স্টেপ ৬ঃ এবার আপনার ফোনের ডেভেলপার অপশন অন করে ইউএসবি ডিবাগিং অন করেন। ইউএসবি কানেক্ট করেন। কোন মেসেজ এলে ওকে করেন। টুলসটীর adb select করেন।এবার টুলসটির বাম পাশ থেকে রিড কোড অথবা আনলক ক্লিক করেন সব ঠিক থাকলে ফোনের imei,verson etc দেখাবে এবং ২-৩ মিনিটের মধ্যে কান্ট্রি লক কোড দেখাবে।

এরপর ও যদি বুঝতে সমস্যা হয় তবে আমার ভিডিও টিউটরিয়ালটি দেখতে পারেন:

আর আমার ভিডিও টি যদি আপনাদের কোন কাজে আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, কোথায় না বুঝলে টিউমেন্ট করবেন। তো ভালো থাকেন সবাই, পরবর্তিতে আবার আপনাদের মাঝে নিয়এ আসবো নতুন কোন টিউটরিয়াল।

Level 0

আমি মোঃ মোজাম্মেল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

software link kothay?

Vai Eita Dia Sob Mobile Ok Hoyna……Kichu Mobile Ok Hoy Setao Onek Jamelar Kaj
Sobai Parbe Na…….Samsung Mobile Country Lock…….Ok Korte Gele
Z3x Box Lage……….. Jeitar Dam Onek।

vai eta onk phone a 100% kaj kore, eta porikkhito

Vai, Latest Version Den?