বাজারে আসছে গ্যালাক্সি অন৫ ও অন৭ এর আধুনিক সংস্করণ

আরো একটি News Share করছি আজ, যারা Samsung এর নুতন প্রোডাক্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর !!! " বাজারে আসছে গ্যালাক্সি অন৫ ও অন৭ এর আধুনিক সংস্করণ " জেনে নিন Handset গুলোর মূল্য সহ সব features.

 

দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং বাজারে আনতে চলেছে জনপ্রিয় Galaxy On5 ও On7 মডেল দুটির আধুনিক সংস্করণ৷যা Already India তে অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং Sales Ratio ও অনেক ছিল, শুক্রবার একটি চিনা ওয়েবসাইটে হ্যান্ডসেট দু’টির স্পেসিফিকেশন ‘লিক’ হয়ে গিয়েছে৷ নতুন হ্যান্ডসেট দু’টির সঙ্গে পুরনো মডেল দু’টির অবশ্য বিশেষ ফারাক নেই বলেই দাবি চিনা ওয়েবসাইটটির৷

Galaxy On5(2016) মডেলের ডিসপ্লে ৫ ইঞ্চির, তবে সম্ভবত সুপার অ্যামোলেড নয়৷ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ৩ জিবি র‍্যাম৷ নতুন এডিশনে ইনবিল্ট স্টোরেজ বাড়াচ্ছে সংস্থা৷ ২০১৬ ভার্সনে ইনবিল্ট মেমোরি ৩২ জিবি৷ সঙ্গে রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি-র৷ ব্যাটারি ২৬০০ এমএএইচ-এর, মডেলটির ওজন ১৪২ গ্রাম৷

অন্যদিকে, Galaxy On7 (2016) মডেলটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির৷ ব্যাটারি ৩৩০০ এমএএইচ-এর৷ অন্যান্য স্পেসিফিকেশন অবশ্য একই থাকছে৷ আপাতত দুটি মডেল মিলবে সাদা ও সোনালি রংয়ে৷ পরে অন্যান্য রংও যুক্ত হতে পারে তালিকায়৷ স্মার্টফোন দুটি কবে বাজারে আসবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি প্রস্তুতকারক সংস্থার তরফে৷ এখন ভারতের বাজারে Galaxy On5 Pro মডেলটির দাম ৯,১৯০ টাকা ও Galaxy On7 Pro মডেলটির দাম ১১,১৯০ টাকা৷

News Source : [Online Bangla Newspaper]

 

Level 0

আমি সোহান দেওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস