স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন বিস্তারিত জানতে টিউনটি দেখুন

সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালোই আছেন। আজকের টিউনটি কি নিয়ে তা তো হেডিং দেখে বুঝেই ফেলেছেন। যাইহোক কথা না বাড়িয়ে টিউন শুরু করি।

টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।

স্যামসাংয়ের যতগুলো স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পাতলা স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি এ৮। ফোনটির পুরুত্ব ৫.৯ মিলিমিটার। তবে স্মার্টফোনের বাজারে এটিই সবচেয়ে পাতলা স্মার্টফোন নয়। সবচেয়ে পাতলা স্মার্টফোনের দাবিদার অপ্পো, মাইক্রোম্যাক্স।

গ্যালাক্সি এ৮ এ আছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।

ফোনটিতে আছে ৬৪ বিটের স্যামসাং এক্সিনোস অক্টাকোর প্রসেসর (১.৮ গিগাহার্টজ কোয়াডকোর+১.৩ গিগাহার্টজ কোয়াড কোর), ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।

স্যামসাংয়ের এই পাতলা স্মার্টফোনটির রিয়ার ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেল। সঙ্গে আছে এলইডি ফ্লাশগান। সেলফি তোলার জন্য সামনে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ স্যামসাং টাচ উইজার্ড ইউআই চালিত। এটির ব্যাটারি ৩০৫০ মিলিঅ্যাম্পায়ারের।

ফোনটির বিশেষ ফিচার হিসেবে আছে ফিংগার প্রিন্ট স্ক্যানার।

এই পাতলা স্মার্টফোনটিতে থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস নেটওয়ার্ক সমর্থন করে।

ভারতের বাজারে গ্যালাক্সি এ ৮ স্মার্টফোনটির মূল্য ৩২ হাজার ৫০০ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩৯ হাজার ৪৬৫ টাকা।

 

Level 0

আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন এবং প্রয়োজন তথ্য এই তথ্যটি জানানো জন্য শাহিদ ভাই আপনাকে ধন্যবাদ।

আমি কিনব কাল

পছন্দ করার মত ফোন-

Using since 1 month, ek kothay bolte gele “just awesome”