Galaxy SIII (GT-I9300) এর কতিপয় কাস্টম রম

শুভেচ্ছা নিবেন। নিশ্চই ভালো আছেন সবাই।

আপনি হয়তো Samsung Galaxy SIII (GT-I9300) এর স্টক রম (4.3 - JellyBean) এ অনেকদিন পরে আছেন। অনেকদিন ধরে হয়তো ভাবছেন স্টক JellyBean বাদ দিয়ে কাস্টম KitKat অথবা Lollipop রম আপগ্রেড করবেন। যদি এমনটি ভেবে থাকেন তাহলে এই টিউনটি আপনার কাজে লাগবে আশা করি।

SIII এর অনেক রম পাওয়া যায়। এর মাঝে কয়েকটি রমের লিংক দেয়া হয়েছে। ডাউনলোড করার সময় অবশ্যই Latest Stable Version ডাউনলোড করবেন।

# Cyanogen Mod 12.1(Android 5.1.1).

# MIUI (Android 4.4.X).

# Back To Noot (Android 4.4.4).

স্ক্রিনশট পাওয়া যায়নি।

# Blekota S5 (Android 4.4.4).

# S5 Mini(Android 4.4.4).

SIII এর আরো অনেক রম। আপনার পছন্দমত ডাউনলোড করে নিতে পারেন।

রম ইন্সটল করার পূর্বে এই লিংক গুলো দেখে নিন কাজে আসবেঃ

* One Click Rooting App : King Root.

* কিভাবে কাস্টম রিকভারি Philz Touch ইন্সটল করবেন?

* Philz Touch Flashable Zip.

* কিভাবে রম ইন্সটল করবেন?

যেকোন কাস্টম রম ইন্সটল করার পূর্বে আপনার যা যা করতে হবেঃ

* Bettery ৮০% চার্জ করা থাকতে হবে।

* Root করা থাকতে হবে।

* কাস্টম Recovery (Philz Touch/CWM/TWRP) থাকতে হবে।

* স্টক রম হলে অবশ্যই Nandroid Backup রাখবেন।

* অতিরিক্ত সতর্কতার জন্য মোডেম এর Backup রাখতে পারেন।

কিভাবে রম ইন্সটল করবেনঃ

* ফোন অফ করার পর Recovery Mode(Volume Up + Home + Power) এ ফোন অন করুন।

* Full Wipe(Factory Reset, Wipe Cache, Wipe Dalvik Cache, Format System) করুন।

* Install Zip থেকে কাস্টম রম ফাইলটি সিলেক্ট করে ধৈয্য ধরে অপেক্ষা করুন।

* ইন্সটল শেষ হলে Reboot দেন।

কাজ শেষ।

কোন সমস্যা হলে গুগল তো আছেই।

রম ইন্সটল করার সময় কোন অবস্থাতেই মোবাইল বন্ধ করবেন না। তাহলে মোবাইল ব্রিক হতে পারে। আর যা করবেন তার জন্য শুধু আপনি দায়ী থাকবেন।

ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

আমি মুক্তাদির সাজেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কথা মত # Blekota S5 (Android 4.4.4 এই রম টা দিলাম কিন্ত সিম কার্ড পাই না, আমি কি করতে পারি হেল্প মি

    আপনি মনেহয় মোডেম এর Backup রাখেননি। আপনার উচিৎ ছিল মোডেম এর Backup রাখা। আপনার সেটের ডিফল্ট যে মোডেম(Baseband নাম্বার) টা ছিল সে মোডেম ফ্ল্যাশেবল ফাইলটা ডাউনলোড করে রিকভারি মোডে যেয়ে ফ্ল্যাশ করেন দেখবেন সব আগেরমত কাজ করছে। কাজ না হলে জানাবেন।

ভাই S3 I9300T এর মধ্যে কি এইগুলা কাজ করবে ?