সবার মঙ্গল কামনা করে শুরু করছি আজকের টিউন। হেড লাইন দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করবো। কথা না বারিয়ে চলুন মূল কাজে। আমরা বিভিন্ন কোম্পানির মোবাইল সেট ইউস করে থাকি। তার মধ্যে symphone, walton, samsung ইত্যাদি। তবে samsung মোবাইলে এই সমস্যাটা বেশী। hd game গুলোর data ফাইল ইনটারনাল মেমোরীতে রাখতে হয়, না হলে games গুলো চলে না। এতে যাদের ইনটারনাল মেমোরী কম তারা ১/২ টার বেশী গেমস install করে রাখতে পারেন না। তাই samsung এ অনেক গেমস install করতে হলে প্রথমে আপনার মোবাইলটি রুট করতে হবে। রুট করতে না পারলে আমাকে কমেন্টস করবেন ও মোবাইলের মডেল নাম্বারটা দিবেন। এখন আপনার মোবাইলটা রুট করার পর GL TO SD প্লে-স্টোর থেকে নামিয়ে নিন। তারপর নিচের লিংক থেকে বাংলা ভাষায় তৈরি টিউটোরিয়াল ভিডিওটি দেখে নিন আশা করি সব বুঝতে পারবেন। এই খানে ক্লিক করুন Click here
যারা youtube থেকে ডাউনলোড করতে পারেন না তারা কম্পিউটারে youtube থেকে ভিডিও ডাউনলোড করতে হলে www. এই অংশটুকু কেটে ss লিখে এন্টার দিন ডান পাশে বিভিন্ন কোয়ালিটির অপশন পাবেন আপনার পছন্দেরটা ডাউনলোড করে নিন। আর android মোবাইল ইউসকারীরা paly store এ গিয়ে tubemate লিখে এন্টার দিন apps টা পেয়ে যাবেন আর youtube থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। কিভাবে মোবাইল ফোন রুট করবেন এই পোষ্টটি দেখতে পারেন শুধু samsung userclick here
আমি মোঃ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।