samsung galaxy grand 2 root 100% না হলে ঠিক করার টাকা ফেরত


samsung galaxy grand 2 root sm-g-7102

সবাই কেমন আছেন, অনেকদিন পর টিউন করতে বসলাম আজকে samsung galaxy grand 2 sm-g-7102 কিভাবে CF Auto Root (Only Root, no CWM recovery) করবেন তা বিস্তারিত আলোচনা করবো । প্রথমে আপনার কম্পিউটারে Samsung USB drivers install করতে এই লিংক এ ক্লিক করুন ‍click here তারপর ইনস্টল করে নিন। এখন এই লিংক থেকে ডাউনলোড করে নিন CF Auto Root  তারপর আনজিপ করে নিন। এরপর আপনার মোবাইল টি ডাউনলোড মোডে নিন সেজন্য মোবাইলটি বন্ধ করুন। বন্ধ হলে মোবাইলটি পাওয়ার বাটন, ভলিয়ম ডাউন কি, এবং হোম বাটন টিপে ধরে রাখুন এরপর কিছু লেখা আসবে নিজের ছরিব মত

তারপর ভলিয়ম আপ বাটনে ক্লিক করুন। দেখবেন ডাউনলোড মুডে চলে আসছে। নিচের ছবির মত

তারপর CF Auto Root আনজিপ ফাইলটা open করুন এবং Odin3-v3.07  টা open করুন তারপর ID:com লিখার নিচের ঘরে নীল রং আসলে বুঝবেন আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট হইছে। তারপর PDA লেখাতে ক্লিক করুন এবং আপনার আনজিপ ফাইটা থেকে CF-Auto-Root-klte-klteduosxx-smg900fd.tar.md5 এই ফাইটা সিলেক্ট করে দিন। সর্ব শেষ START এ ক্লিক করুন ও বাম পাশে বক্সে remove লিখা আসবে এবং আপনার মোবাইলটি অফ হয়ে অন হবে ভয় পাবেন অপেক্ষা করুন তারপর দেখবেন যে supersu নামে একটা application পাবেন সেইটা ওপেন করুন ok দিন এরপর normal এ ক্লিক করুন অপেক্ষা করুন আর enjoy root user. তারপর অফ করে অন করুন। 

samsung galaxy note 2 shv-e250k CF-Auto-Root click here

টিউনটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি মোঃ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

System Ta Kaj Kore. Ami Agei Korechi.

ধন্যবাদ শুনে ভাল খুশি হইলাম।

ভাই এন্ড্রয়েড 2.3.5 কে রুট করব কি ভাবে??

এক ভাইয়ের ফোন পেয়ে ‍samsung galaxy note 2 shv-e250k এর CF Auto Root ডাউনলোড লিংক উপরে পোষ্টে দিলাম।