প্রথমে টেকটিউনকে ধন্যবাদ জানাই কারন নতুন করে রেজিঃ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর এই আমার প্রথম টিউন তাই কোন ভুলক্রটি হলে বলবেন।
আমি আজকে যেই টিউনটি করবো সেটা টাইটেল দেখে বুঝতে পারছেন। আসুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আপনার মোবাইলটি কিটকেট করবেন। তার আগে কেউ যদি এই টিউনটি করে থাকেন আমি সেই জন্য দু:খিত। আপনার মোবাইলটি অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। আমার লিখা বুঝতে সমস্যা হলে স্কিনসট দেখে
নিবেন। প্রথমে সেটিং এগিয়ে about যান। তারপর নিচের মত software update এ ক্লিক করুন।
update now তে ক্লিক করুন। তার আগে নিচের ছবির মত টিক চিহ্ন টা তুলে দিন।
এরপর ok করুন। মোট ৩৫০ এমবি লাগবে । আপডেট নেওয়ার পরে রিস্ট্রাট চাইবে রিস্ট্রাট দিন।
আপডেট হয়ে গেলে ২য় চিত্রের মত android version 4.4.2 হয়ে গেছে। আপনার মোবাইলটি অনেক ফাস্ট কাজ করছে। কাষ্টম রুম থেকে অফিসিয়াল অনেক ভাল ওয়ারেন্টি পাবেন । আর একটি কথা version kitkat হলেও আপনার থিম, আইকোন, ইত্যাদি কোন পরিবর্তন হবে না।
আমি মোঃ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আমার তো শো করতেছে “You have latest version installed”. অথচ আমার সেল ফোনের ভারসন ৪.৩