আসসালামো আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন...এবার কাজের কথাই আসি, আজ আমি আপনাদের Galaxy S4 (I9500) এর Custom ROM এর কথা বলবো।
আমি আজ ৫টি Custom ROM নিয়ে আলোচনা করবো এবং এর মধ্যে থেকে একটা কে ইন্সট্রল করে দেখাবো এবং এর সম্পর্কে বিস্তারিত জানাবো যে কিভাবে ইন্সট্রল দিবেন।
বিঃদ্রঃ- Custom ROM ইন্সট্রল করবার আগে ভালো করে দেখেনিন আপনার এস৪ এর মোডেল নাম্বার। আজ আমি যে যে Custom ROM নিয়ে আলোচনা করবো সেগুলো সবই স্ট্যানর্ডাড ভার্সন এস৪ (I9500) এর জন্য। আর GT-I9505 হল 4G এর জন্য। আপনি যদি Incorrect ROM Flash করেন তাহলে আপনার Smartphone টি Brick হয়ে যাবে ।
PAC-MAN 4.4.2 এমন একটা Custom ROM যেটা খুব পপুলার। এই ROM টি বলতে গেলে কয়েকটি নাম করা ROM এর মিশ্রন যেগুলি হল ParanoidAndroid, CyanogenMod and AOKP, তাই আপানি এই রম থেকেই অন্য সব রম গুলোর স্বাদ পাবেন। এছাড়া এইটাতে শুধু ParanoidAndroid, CyanogenMod and AOKP, এই রম গুলোর অপশন গুলোই নেই, এই অপশন গুলোকে এই রম টাতে মডিফাই করা হয়েছে খুব সুন্দর ভাবে। এই রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে।
Lidroid তাদের জন্য যারা অফিসিয়াল TouchWiz কে খুব ভালবাসেন । এই রম এ আপনি সুন্দর সাজানো APP Drawer পাবেন এবং সবকিছু অফিসিয়াল এর মতন । রমটি ফাস্ট, স্মুথ, সিম্পল । রমটি তে বেশ কিছু অপশন আছে কাস্টোমাইজ করবার জন্য । এই রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে ।
হয়তো নাম শুনেছেন এই রমটির আগে । এই রমটিকে আমি তিন নাম্বারে রেখেছি কারন এই রমটাকে এস৪ এর স্ক্রিন এ খুব সুন্দর মানায়। কারন এই রমটির কালার ম্যনেজম্যান্ট অতিব সুন্দর লেগেছে আমার কাছে। এছাড়া যদি আপনি বড় আইকন এবং রংচঙ্গে APP Drawer পছন্দ করেন তাহলে এই রমটি আপনার জন্য কারন এটি আপনাকে এক সুন্দর স্বাদ দিবে। এই রমটি Chinese manufacturer Xiaomi এর দ্বারা developed করা ।
Prism Barebone এটা একটা খুব সুন্দর TouchWiz রম এবং সম্পূর্ন এন্ড্রয়েড এর ডিজাইন করা । রমটিতে প্রি-ইন্সট্রল করা অনেক কাজের APP আছে । রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে ।
আশা করছি এই রমটার বেপারে বিস্তারিত জানাতে হবে না, কারন এই রমটার নাম প্রায় সবাই শুনেছেন, রমটি একটি Standard রম । রমটির মধ্যে কিছু নতুননোত্যের স্বাদ আমি পেয়েছি যেটা আমার খুব ভাল লেগেছে। রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে ।
আমি Lidroid V2.0 তাকে ইন্সট্রল করছি আসুন দেখেনিন ।
Lidroid V2.0.zip ফাইল টিকে এস৪ এর ইন্টারনাল মেমারি তে রাখুন এই রমটির সাইজ ১.৭৬ GB।
বলে রাখি রম ইন্সট্রল করবার আগে আপানার প্রয়োজনীয় ফাইল এর ব্যাকাপ নিয়ে রাখুন ।
এরপর মোবাইলটাকে রিকভারি মোডে নিয়ে যান। VOL UP KEY + HOME KEY + POWER KEY এক সাথে চেপে ধরে
এরপর ইন্সট্রল From Sd থেকে Lidroid V2.0.zip টি ওপেন করুন । নীচের মতো আসবে ।
নীচের স্টেপ গুলো দেখে দেখে করে নিন ।
Facebook:- Waqutiar Rahaman
আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai Ami Lamar w68 a galaxy s5 er custom ROM install korechi kintu ekhon problem holo Ami ekhon r recovery mode a jete parchi na . er ki kono solution ache ? thakle pls ektu bolen.