আসসালামো আলাইকুম!
আমি আজ আপনাদের জানাতে চলেছি যে কিভাবে আপনার প্রিয় Galaxy S4 কে Galaxy S5 এ রুপান্তর করবেন ।
যারা এখন বর্তমানে এস৪ ব্যবহার করছেন আর এস৫ কেনার কথা এখনো ভাবেননি কিন্তু ঐ এস৪ এই এস৫ এর মজা নিতে চান তাদের জন্যই এই টিউন । আমি কি কোন ম্যাজিক করতে চলেছি, যে ম্যাজিক দ্বারা আপনার Galaxy S4 টি Galaxy S5 এ রুপান্তর হয়ে যাবে ? অবশ্যই তা নয়। তাহলে?? হ্যাঁ! আজ আমি এই টিউনে দেখাব কিভাবে আপনারা আপনার Galaxy S4 টিকে Galaxy S5 করবেন । এই কাজটা আপনি ছোট্ট কিছু কাজ করেই সম্পন্ন করতে পারবেন । এবার আপাদের বলি আপনি এই রকম অনেক পদ্ধতি পাবেন যেখানে বলা হয়েছে যে “Galaxy S4 কে Galaxy S5 এ রুপান্তর” কিন্তু এগুলো শুধু মাত্র আপনি আপনার wallpaper and icons গুলো কে customize করতে পারবেন । কিন্তু এই টিউন Follow করে যদি আপনি কাজটি করেন তাহলে সম্পূর্নভাবে আপনি Galaxy S4 কে Galaxy S5 এ রুপান্তর করতে পারবেন ।
যদি এখনো পর্যন্ত আপনার Samsung galaxy S4 টাকে রুট করতে পারেননি তাহলে আমার এই টিউনটি দেখতে পারেন ।
বিঃদ্রঃ- এই টিউটরিয়ালটা আপনি সম্পূর্ন নিজ দায়িত্বে করছেন, কোনো রকম ভাবে মোবাইল এর ক্ষতি হলে আমি দায়ী থাকবো না ।
প্রথমে আপনি Es File Explorer File Managerটি ওপেন করুন । এখান থেকে Root ফোল্ডারে যান এই Root ফোল্ডারের ভিতর থেকে Build.prop টি খুঁজুন , এবং ওপেন করুন । এখানে আপনি আপনার এস৪ সংক্রান্ত অনেক ইনফরমেশান পাবেন । এগুলোকে এড়িয়ে যান এবং এখান থেকে ro.product.name এবং ro.product.deviceটাকে খুঁজে বার করুন । এবং এই দুটোকে Remane করুন SM-N900S এ। তারপরBuild.prop টাকে সেভ করে মোবাইলটা রিস্টার্ট করুন ।
মোবাইলটা রিস্টার্ট করার পর দেখবেন এস৫ এর Icon চলে এসেছে আপনার এস৪ এ।
এছাড়া আপনি এস৫ এর ওয়ালপেপার ডাউনলোড করে লাগাতে পারেন ।
এবার এস৪ এর সেটিংস মেনুটা এস৫ এর মত করবো আর এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে একটা APK File কে রিপ্লেস করতে হবে তার পুরোনো ভারসানের সাথে আসুন দেখি কিভাবে করবেন ।
APK File টি এখান থেকে ডাউনলোড করে নিন ।
Es File Explorer File Managerটি ওপেন করুন এখান থেকে ঐ APK File টি System/priv-app folder এ কপি করুন । কপি হলে এবার এটাকে রিনেম করুন SecSettings2.apk তে । এবার পারমিশান গুলো পালটিয়ে নিন নীচের চিত্র এর মত করে ।
যখন আপনি এটা সম্পন্ন করবেন তখন সাধারন ভাবেই original SecSettings.apk and SecSettings.odex রিমুভ করে দিবেন ( যদি আপনার ইচ্ছা হয় তবে ) , কিন্তু ডিলিট করবেন না । এখন রিস্টার্ট করুন।
এবার আপনি এস৪ App Drawer এ দুটি সেটিংস আইকন দেখতে পাবেন । প্রথম টা হল আপনার পুরোনো এস৪ এর সেটিংস মেনু আর দ্বিতীয়টা হল এস৫ এর স্টাইলিস মেনু ।
এখানে বলি এস৫ এর সেটিংস মেনুতে কিছু সেটিংস Crash করবে যেমন Finger Print Scanner এবং ইত্যাদি, কিন্তু অন্যদিকে আপনি এস৫ এর কিছু মজাদার ফিচারস ব্যবহার করতে পারবেন এখান থেকে যেমন , ডাউনলোড বুস্টার এবং আরও অনেক কিছু ।
যদি আপনি বড়ো আইকন পছন্দ না করেন তাহলে লিস্ট ভিউ করে ছোট করে নিতে পারবেন ।
উপরের পদ্ধতি মেনে আপনি আপনার এস৪ কে এস৫ এ রুপান্তরিত করতে পারবেন ।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য ।
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন ।
ফেসবুকে আমিঃ- Waqutiar Rahaman
আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।