আসসালামো আলাইকুম! আমার গত টিউনে “রুট করেনিন আপনার Galaxy S4 (I9500) কে খুব সহজেই !” Enamul haque Babu একটা Comment করেন এবং তিনি তার একটা সমস্যা সেখানে জানান তিনি জানান যে –
“ধন্যবাদ, আপনার পোষ্টটি পড়ে একটু হলেও আশ্যস্থ্য হলাম আমার সেটটি সামসাং গেলাক্সি (samsung Galaxy s2 SHW-M25OS Korean inport mobile phone) অনেকবার চেষ্টা করেও রুট করতে পারি নাই, যদি স্বঠিক এবং সহজ কোন পদ্ধতি জানা থাকে তাহলে একটু কষ্টকরে জানালে ভিষন ভাবে উপকৃত হব কারন, সেটটিতে কোরিয়ান ভাষায় কিছু অপশন থাকায় বেশ সমস্যায় পড়ে যাই।”
তো বিশেষত উনার জন্য এবং আপনাদের মধ্যে কেউ এরকম সমস্যায় পড়লে তাদের জন্যই আজ লিখতে বসলাম ।
আজকে আমি যেটা লিখতে চলেছি সেটা হল আপনি কিভাবে আপনার Galaxy s2 SHW-M25OS Korean টাকে International version (GT-i9100) এ রুপান্তর করবেন ।
এবার আপনি ভাবছেন যে রুট করার জন্য এতকিছু করবার কি দরকার! আমার মতে দরকার আছে কারন International version হল Common। যেটার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু আপনি খুব সহজেই খুজে পাবেন। আপনার কোনো Problem হলে সেটার সঠিক সমাধান খুজে পাবেন সহজেই, আর এই সব Korean ভারসনের জন্য খুজে পেতে একটু মুস্কিল আছে । এবং এর ফলে আপনি খুব সহজেই আপনার এস ২ কে রুট করতে পারবেন ।
এই DMB-T TV শুধু মাত্র Korea তেই চলে। আপনি তো আর Korea তে থাকেন না তাই ভুলে জান এটাকে ।
টিউটরিয়ালটা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ফাইল গুলো নীচের লিঙ্ক গুলো থেকে নামিয়ে নিন ।
এবার আমি আপনার পিসি তে একটা ফোল্ডার বানান আপনার ইচ্ছা মতো নাম দিয়ে আমার মতে 'Samsung Galaxy S2' দিলে ভালো হয় , এবং ডাউনলোড করা সমস্ত ফাইল ওখানে রাখুন।
একসাথে HOME button+ VOL DOWN button +POWER button চেপে ধরুন । যদি আপনি ঠিকঠাক ভাবে করেন তাহলে আপনি একটা warning screen দেখতে পাবেন নিচের মত ।
এরপর VOL UP button চাপুন এবং ডাউনলোড মোডে যান এবার আপনি নীচের মত দেখতে পাবেন ।
F. Reset Time এ টিক দেওয়ায় থাকে তাই Re-partition টাতে টিক দিন (টিক দিয়ে কিছুক্ষন wait করুন ১০-১৫ সে:) আর Auto Reboot, এবং F. Reset Time এ টিক না থাকলে সেটা দিন।
Don't touch the phone while flashing
এইটা সম্পন্ন হতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগতে পারে। তাই একটু বসুন। কাজ চলাকালীন নিচের মত হবে ।
Flashing Complete হবার পর এতা দেখাবে PASS। (নিচের ছবি দেখেন)পাস এর আগে RESET দেখাবে তখন কোনো মতেই যেন
মোবাইলটা Remove করবেন না ।
এবার সবকিছু ঠিকঠাক ভাবে হলে আপনার মোবাইল Reboot হবে GT-i9100 এ। মানে এবার আপনার Korean Galaxy s2 SHW-M25OS টা International version (GT-i9100) এ রুপান্তর হয়েগেছে।
বিঃদ্রঃ এটা জানিয়ে রাখি যে International version (GT-i9100) পর আপনি যখন আপনার মোবাইলটা কে অফ করবার জন্য পাওয়ার সুইচ চেপে ধরে থাকবেন তখন মোবাইলে আপনি কোনো পাওয়ার সুইচ মেনু দেখতে পাবেন না মোবাইলটা ডিরেক্ট অফ হয়ে যাবে ।
আর আপনাদের যদি এটাতে খুব অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন আমি এত Power Key Menu ফিক্স করা সংক্রান্ত একটা টিউন করবো।
আজ এই পর্যন্ত লিখলাম। এর পরের টিউনে আমি লিখব এবার কিভাবে এই International version (GT-i9100) টিকে Root করবেন ।।
বিঃদ্রঃ- কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।।
ফেসবুকে আমি – Waqutiar Rahaman.
আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhai, torrent-ar normal link , please