আসসালামো আলাইকুম! আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজেই Galaxy S4 (I9500) কে রুট করবেন। আসুন শুরু করি... প্রথমে Galaxy S4 (I9500) এর জন্য রুট প্যাকেজটা ডাউনলোড করেনিন এখান থেকে।
১) ডাউনলোড করা ফাইলটা এক্সট্রাট করুন, এখানে তিনটি ফাইল পাবেন এবার ফাইল গুলকে আমি 1.2.3 নাম দিয়েছি সুবিধার জন্য।
২) 1নং ফোল্ডার (ODIN) এর ভিতর থেকে ODIN.exe টা ওপেন করুন। এবং আপনার মোবাইল কে ডাউনলোড মোডে নিয়ে জান, VOL DOWN KEY + HOME KEY + POWER KEY এক সাথে চেপে ধরে।
৩)এবার VOL UP KEY চাপুন এবং পিসি এর সাথে যোগ করুন। এবার দেখুন ODIN এ ID:COM অংশ টা রঙ্গিন হবে ।
৪ ) এরপর ODIN থেকে PDA অপশন চাপুন এবং তারপর 2 নং ফাইল টাকে যুক্ত করুন তারপর Start অপশন চাপুন ১০-১৫ সেকেন্ড থামুন।
দেখুন মোবাইল Auto Restart হবে। তারপর দেখবেন আপনার মোবাইলে SuperSu APP চলে এসেছে । এখন আপনার মোবাইলটা রুট হল।
৫) এরপর 3 (GT-I9500-CWM-6.0.4.6) নং ফাইলটা কে উপরের ২,৩,৪ নং পদ্ধতিতে ইন্সট্রল করুন।
ব্যাস আপনার কাজ শেষ হল এবং মোবাইলটা সম্পুর্ন রুপে রুট হল।
কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
বিঃদ্রঃ-এই পদ্ধতি অবলম্বন করতে দিয়ে মোবাইল এর ক্ষতি হলে টিউনার দায়ী থাকবে না।
ফেসবুকে আমিঃ- Waqutiar Rahaman.
আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।