রুট করেনিন আপনার Galaxy S4 (I9500) কে খুব সহজেই !

আসসালামো আলাইকুম! আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজেই Galaxy S4 (I9500) কে রুট করবেন। আসুন শুরু করি... প্রথমে Galaxy S4 (I9500) এর জন্য রুট প্যাকেজটা ডাউনলোড করেনিন এখান থেকে।

১) ডাউনলোড করা ফাইলটা এক্সট্রাট করুন, এখানে তিনটি ফাইল পাবেন এবার ফাইল গুলকে আমি 1.2.3 নাম দিয়েছি সুবিধার জন্য।

২) 1নং ফোল্ডার (ODIN) এর ভিতর থেকে ODIN.exe টা ওপেন করুন। এবং আপনার মোবাইল কে ডাউনলোড মোডে নিয়ে জান, VOL DOWN KEY + HOME KEY  + POWER KEY এক সাথে চেপে  ধরে।

৩)এবার VOL UP KEY চাপুন এবং পিসি এর সাথে যোগ করুন। এবার দেখুন ODIN এ ID:COM অংশ টা রঙ্গিন হবে ।

৪ ) এরপর ODIN থেকে PDA অপশন চাপুন এবং তারপর 2 নং ফাইল টাকে যুক্ত করুন তারপর Start অপশন চাপুন ১০-১৫ সেকেন্ড থামুন।

দেখুন মোবাইল Auto Restart হবে। তারপর দেখবেন আপনার মোবাইলে SuperSu APP  চলে এসেছে । এখন আপনার মোবাইলটা রুট হল।

৫) এরপর 3 (GT-I9500-CWM-6.0.4.6) নং ফাইলটা কে উপরের ২,৩,৪ নং পদ্ধতিতে ইন্সট্রল করুন।

ব্যাস আপনার কাজ শেষ হল এবং মোবাইলটা সম্পুর্ন রুপে রুট হল।

কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

বিঃদ্রঃ-এই পদ্ধতি অবলম্বন করতে দিয়ে মোবাইল এর ক্ষতি হলে টিউনার দায়ী থাকবে না।

ফেসবুকে আমিঃ- Waqutiar Rahaman.

Level 0

আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ, আপনার পোষ্টটি পড়ে একটু হলেও আশ্যস্থ্য হলাম আমার সেটটি সামসাং গেলাক্সি (samsung glaxy s2 SHW-M25OS Korean inport mobile phone) অনেকবার চেষ্টা করেও রুট করতে পারি নাই, যদি স্বঠিক এবং সহজ কোন পদ্ধতি জানা থাকে তাহলে একটু কষ্টকরে জানালে ভিষন ভাবে উপকৃত হব কারন, সেটটিতে কোিয়ান ভাষায় কিছু অপশন থাকায় বেশ সমস্যায় পড়ে যাই।
ধন্যবাদ।

vai ami apnar jonno ekta TUNE korechi Dekhte paren… Thnx for comment…

Tune LINK:- https://www.techtunes.io/samsung-galaxy/tune-id/291972

ভাইজান,
আপনার দেয়া তথ্য ও উপত্ত দিয়ে আমার সমস্যা সমাধান হয়েছে, আমি বর্তমানে খবই খুশি যদি আপনাকে কাছে পেতাম সবার আগে আপনাকে আমাদের কুড়িগ্রামের খীরমোহন দিয়ে মিষ্টি মুখ করাতাম, ধন্যবাদ আপনাকে এবং আপনার জানার পরিধীকে দোয়া করি আপনি নিজেকে জ্ঞানে গুনে আরো সমৃদ্ধি হোন। আপনার সম্পর্কে জানার আগ্রহ আমার অনেক বেড়ে গেছে পরবর্তিতে যদি বলতেন আপনার বাড়ি কোথায় এবং কি করেন ইত্যাদি।
বাবু কুড়িগ্রাম।

    @Enamul haque Babu: আমিও খুব খুশি হলাম কারন আমি আপনার সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি তাই । আর আপনাকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি মুখ করানোর কথার জন্য। জানিনা আপনাদের কুড়িগ্রামের খীরমোহন মিষ্টি কেমন তাও ভেবে নিলাম নিশ্চয় খুব সুস্বাদু হবে,আর আমার সেরকম সৌভাগ্য হলে অবশ্যই আপনাদের কুড়িগ্রামের খীরমোহন মিষ্টি খাব।সেই সৌভাগ্য হবে বলে মনে হয় না , কারন আমি আপনার দেশে থাকি না ।আর দোয়া করবেন যাতে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করতে সক্ষম হয়। আমার কাছে আপনার দোয়ায় আমার কাছে অনেক।
    আমি ভাইজান, থাকি ভারতবর্ষের, পশ্চিম বঙ্গ রাজ্যের, সিঊড়ী জেলাতে । আমি এখন সাইন্স এর ছাত্র।আমি কাজ তেমনি কিছুই করিনা পড়াশুনা ছাড়া।

    @Enamul haque Babu: আপনি নিশ্চই এখন আপনার মোবাইলটিকে রুট করতে পেরেছেন??

না ভাই এখনও রুট করিনি পরে আবার চেষ্টা করব ইনশাল্লাহ আগে এর তো মজা উপলদ্ধি করি তার পর, রুট করলে অবশ্যই জানাব।
ধন্যবাদ ভালো থাকবেন।

    @Enamul haque Babu: যাক আমার সাহায্য আপনার কাজে লাগলো ! আমি খুব খুশি আপনাকে সাহায্য করতে পেরে!
    ঠিক আছে রূট করবার পর জানিয়েন কেমন চলছে!

    ধন্যবাদ আপনিও ভালো থাকবেন।

আমার samsung galaxy core plus(sm-g350) সেটটা রুট করার কোন প্রসেস জানা থাকলে দয়া করে জানান। আর ড্রাইভার টা কি পাওয়া যাবে?

    @পলাশ: ami apnar comment er reply amar ager tune er comment section e diyechi ami apnar jonno tune korchi sekhane apni sob kichu peye jaben..
    thnx

Level 0

ভাইজান রুট করলেকি আগের ডাটা সব মুছে যাবে?

Level 0

আমার মোবাইল samsung s4(19515)কাজ হবে কি? জানালে উপকৃত হব। ধন্যবাদ

@ওয়াক্তিয়ারঃ আমার গ্যালাক্সী এস৪ (GT-I9505) এর IMEI নং চলে গেছে, এটাকে কি ঠিক করার কোন রাস্তা আছে? দয়াকরে জানালে খুশি হব। ধন্যবাদ।