আসসালামুয়ালাইকুম । ভাইয়েরা কেমন আছেন? অনেক দিন পর এলাম টিউন করতে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যেটা নিয়ে লিখতে চলেছি সেটা অনেকেই হয়তো জানেন তাও যারা জানেন না তাদের জন্য এইটা অনেক কাজে আসবে।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার Galaxy S4 (I9500) কে KITKAT এ আপডেট করবেন। প্রথমে নিচের উনলোড হবার পর Firmware টি Extract করুন।লিঙ্ক থেকে Firmware টি ডাউনলোড করে নিন, Firmware টার Size 1.42 GB.
ডাউনলোড হবার পর Firmware টি Extract করুন।
এবার এখান থেকে ODIN নামক Soft টা ডাউনলোড করে নিন।
ডাউনলোড হলে Soft টা চালু করুন এবং তারপর আপনার Galaxy S4 (I9500) কে ডাউনলোড মোডে নিয়ে যান VOL DOWN KEY + HOME KEY + POWER KEY চেপে ধরে।
ডাউনলোড মোডে এলে নিচের মত দেখাবে তখন VOL UP KEY চাপুন এবং পিসি এর সাথে যোগ করুন।
এবার দেখুন ODIN এ ID:COM অংশ টা রঙ্গিন হবে ।
এরপর ODIN থেকে PDA অপশন চাপুন এবং তারপর ঐ Extract করা Firmware টিকে সিলেক্ট করুন।
এটা যুক্ত হতে কিছুক্ষন সময় লাগবে তাই একটু অপেক্ষা করুন। এই সময় ODIN is not responding ও দেখাতে পারে এতে ভয়ের কিছু নেই শুধু অপেক্ষা করুন।
তারপর দেখবেন ফাইল টা যুক্ত হয়ে গেছে । এবার START চাপুন।
এবার ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পর নিচের মত দেখতে পাবেন। এবং আপনার ফোন টা অটো-রিস্টার্ট হবে।
এখন আপনার Firmware Update Complete হল ।
এবার ফোন টার সেটিংস ঠিকঠাক করে দেখুন KITKAT এ আপডেট হয়ে গেছে। নিচে দেখুন।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ ।কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।
ফেসবুকে আমি -- https://www.facebook.com/waqutiar
বিঃদ্রঃ -- কারোর কোনো ক্ষতি হলে টিউনার দায়ী থাকবে না।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অন্য মোবাইলে কি করব??