স্মার্ট ফোনের বাজারে এখন iPhone কে পিছনে ফেলে Samsung এখন একক রাজত্ব করছে সেটা আমাদের সকলের জানা আছে। সম্প্রতি স্যামসাং এর নির্বাহীর এক ঘোষণায় স্যামসাং এর এই যাত্রায় নতুন মাত্রা যোগ হল Samsung Galaxy S5 এর আগমন বার্তা । সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামি এপ্রিল মাসের শেষের দিকে বাজারে আসতে যাচ্ছে সেই কাঙ্খিত ফোন Samsung Galaxy S5 , বিশেষজ্ঞদের মতে, স্মার্ট ফোনের বাজারে পরবর্তী পোত অর্থাৎ সবচেয়ে ফোনের বাজারে রাজত্ব করা ফোন গুলার মধ্য অন্যতম হবে, কেননা এতে রয়েছে আই ফোন ৫ এর থেকে ভাল কিছু ফিচার।
স্যামসাং এর প্রধান সহকারী নির্বাহী Mr. Chang জানান ক্রেতাদের কথা বিবেচনা করে তারা এই ফোনের ডিজাইন, কোয়ালিটি এবং বাজার মূল্য নির্ধারণ করবেন। তিনি আরও বলেন ফোন ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারির MWC সম্মেলনে বিস্তারিত সকল কিছু উন্মোচন করা হবে।
অতএব এখন দেখার বিষয় নতুন কি কি আছে এই Samsung Galaxy S5 এর মধ্যে ।
সব সময় নতুন নতুন সব প্রজুক্তির খবর সবার আগে পেতে ঘুরে আসতে পারেন আমার প্রজুক্তির আলো ব্লগে ।
এই লেখাটি পূর্বে প্রজুক্তির আলো ব্লগে প্রকাশিত হয় ।
আমি আমন্ত্রন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এর বাঁকানো স্ক্রীন যতটা ভাল হবে ভেবেচিলাম তা না- আমার মোটেই ভাল লাগে না- কনফিগারেশান ঠিক আছে কিন্তু বাঁকানো স্ক্রীন এর কারনে ভাল লাগে না-