Samsung সামনে MWC ২০১৩ এক্সিবিশন পর্যন্ত দেরী না করে বের করলো Galaxy Note 8.0। যেটা ধারণা করা হচ্ছে iPad এর যোগ্য প্রতিদ্বন্দি। এটি মার্কেট এ দ্বিতীয় কোয়ার্টার থেকে পাওয়া যাবে তবে দাম এখনো অজানা। এটি android ৪.১.২ চালিত ট্যাবলেট যার সিপিইউ ১.৬ GHz স্পিড এর quad প্রসেসর Cortex A9, RAM 2GB ফ্ল্যাশ মেমরি 16GB।
Galaxy Note 8.0 এর touch স্ক্রিন ৮ ইঞ্চি 1280x800 resolution, আরো আছে জিপিএস, Wi Fi, Bluetooth, ১.৩ MP ও ৫ MP ক্যামেরা, ডিজিটাল কম্পাস ও মাইক্রো সিম কার্ড। এর পূর্বের ভার্সন গুলোর মত এর সাথে আছে touch পেন S Pen যার বেশ কিছু বাগস ঠিক করা হয়েছে।
বই পড়ুয়াদের যেন অনেকক্ষণ বই পড়তে চোখের কোনো অসুবিধা না হয় সেভাবে এর ডিসপ্লে তৈরী করা হয়েছে। এর IR emitter দিয়া বিভিন্ন ইলেকট্রনিক পণ্য এর রিমোট এর কাজ করা যাবে।
3G আর ওয়্যারলেস সুবিধা সহ এর ওজন ৩৩৮ গ্রাম, যাতে রয়েছে ৪৬০০ mAh ব্যাটারী।
আমি মোঃ জাসিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple guy looking to earn money online so that i can quit my day job.
তো???