আগামি ৫ মিনিট এই পোস্ট আপনাদের সবাইকে স্তব্ধ করে দেবে

এই পোস্ট ফেসবুকের এক আপুর লেখা । সম্পূর্ণ লেখাটি কপি পেস্ট করলাম ।

এটি কোন ওয়ালপেপার বা ক্র্যাক সফটওয়্যারের টিউন নয় । এটি এমন একটি পোস্ট যা পড়ে একজন মানুষ সঠিক পথের সন্ধান পাবেন। তাই মডুদের বলছি টিউনটি যেন পেন্ডিং না হয় ।

এই নোট পড়ে খারাপ লাগলে নির্দ্বিধায় আমাকে আনফ্রেন্ড করতে পারেন

আমার ভেতর থেকে প্রচন্ড তাগিদ না পেলে আমি লিখতে বসিনা। ওটা আমার কাজও না। ঘন্টার পর ঘন্টা কথা বলতেও আমার আপত্তি নেই যতটা আপত্তি এই লিখার ক্ষেত্রে। এই লিখা যখন লিখছি তখন প্রচন্ড রাগে আমার গা জ্বলছে।

আমি এত ভূমিকা না করে সরাসরি আসল কথায় আসি। স্পা না করলে কি মেয়েরা মরে যাবে? বাঙ্গালী মেয়ারা যথেষ্ঠ রূপবতী। এই রূপ গত কয়েক বছরে ধুম করে জেগে ওঠেনি। তারা আগেও রূপবতী ছিল এখনো আছে। আমি জানিনা যে স্পা তে এমন কি আছে যে তার রূপে এমন বিশেষ কিছু অ্যাড করবে যা না থাকলে তার জীবন চলবেনা? যার কারনে অন্য একজন মানুষের সামনে আধা নগ্ন হয়ে body message করাতে হবে। লজ্জা শরমের মাথা কি কাঁচাই খেয়ে ফেলছি আমরা?

আমাদের মায়েরা ,দাদীরা,নানীরা তো কোনদিন এইসব করেনি। তাতে কি আমাদের বাবারা, নানারা,দাদারা তাদের ছেড়ে চলে গেছে? না তাদের বিয়ে হয়নি? কি ক্ষতি হয়েছে তাদের যারা নিজেদের অন্যের সামনে কাপড় খুলে শরীর মর্দন করান নি?

আমি নিজে মেয়ে মানুষ। আমি খুব ভাল করেই জানি মেয়েরা এত সাজ গোজ কেন করে। খুবই সিম্পল উত্তর। মানুষ তাদের দিকে তাকাবে , প্রশংসা করবে। কার না ভাল লাগে প্রশংসা শুনতে! আমারো ভাল লাগে।কিন্তু আপারা দুনিয়ায় খালি আমরা মেয়েরাই নাই। আমাদের ভাইরাও আছে। সৃষ্টিগতভাবে যারা আপনাদের উপর এবং আপনারা তাদের উপর দূর্বল। কিন্তু এইটা ভাইদের ক্ষেত্রে একটু না অনেক বেশি। এই কথাগুলা বলতে আমার খুবই খারাপ লাগে। অনেক বেশি লজ্জা লাগে এই জন্য যে এত ব্যাখ্যা করে আমার বোনদেরকে এসব আমার বলতে হয়। আমি বাংলায় এসব লিখতে পারবনা।

Most of the man gets sexually aroused when---

আপনি টাইট ফিটিং কাপড় পরেন।
আপনি ওড়না পরেন না/ গলায় ঝুলায় রাখেন/ একপাশে ঝুলায় রাখেন।
আপনি যখন অর্ধস্বচ্ছ কাপড় পরেন।
আপনার পেট/পা/পীঠ যখন দেখা যায়।
আপনি যখন ঠোঁট রাঙ্গান।
আপনি যখন চোখে স্মোকি সাজ পরেন।

আরও শত শত কারন থাকতে পারে।

কি ? মনে হচ্ছে যে ছিঃ ছিঃ ছেলেরা এত খারাপ! তাইনা? The fact is that they are CREATED like this. Do you understand my dear sisters? THEY ARE CREATED BY ALLAAH LIKE THIS.

শুধু আল্লাহ্‌র ভয়/সমাজের ভয়/ ভালত্ব/ সুস্থ বিবেক আছে দেখেই এখনো কোন ভাই এই ধরণের আপাদের রাস্তায় ধরে কষে কষে কয়েকটা চড় বসান নি।[আল’হামদুলিল্লাহ। এই বিপদ আমার উপর আসার আগেই আল্লাহ্‌ আমাকে রক্ষা করেছেন।একবার কি হল, তখনো আমি ঠিকমত হিজাব করিনা, মাথায় একটু আধটু কাপড় দেই। একদিন প্রচন্ড গরমের মধ্যে ক্লাসে গেছি। মাথায় কাপড় দেইনি। আমাদের সাথে সিনিয়র অফিসাররাও ক্লাস করতেন। এঁদের মধ্যে একজন ভাই পুরো ক্লাসের মধ্যে আমাকে এমন ঝাড়ি দিলেন! টিচার ছিল, সব স্টুডেন্ট ছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম, ক্লাস থেকে বের হয়ে গেছি। অনেক কান্নাকাটি করেছি। ভাইয়া আমাকে বলেছিলেন, "The Jews know our scriptures better than us, but they do not follow.[Inspite of knowing about hijab you don't wear it properly,so] Do you think you are better than that Jew?" এই একটা কথা আমার ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম হিজাব পরলে আমার কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, এ সি রুমেও ঘামতে থাকি। উনি বললেন, " Did you ask Allaah to help you with this?" আসলেই তো, যার জন্যে হিজাব করছি তাঁর কাছেই তো সাহায্য চাইনি। আমি আর কোন উত্তর দিতে পারিনি ভাইয়াকে। উনি ঠিক কথাই বলেছিলেন আমাকে। হয়ত রুক্ষভাবে বলেছেন,কিন্তু ওই সময় আমার জন্য ওগুলো থাপ্পড়ের কাজ করেছে, আল'হামদুলিল্লাহ এখন তীব্র গরমেও মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখলেও আমার কোন অসুবিধা হয় না। আমি গরম লাগার দোহাই দিই। কিন্তু ওইদিন কি হবে যেদিন সূর্য মাথার এক হাত উপরে থাকবে। আল্লাহ্‌ মাফ করুন। ]

আপারা,আরো কয়েকটা uncensored কথা বলি। এটা জানেন তো যে মানুষ(অধিকাংশ) খুব সহজেই বোর হয়ে যায় আর নতুন কিছু খুঁজতে থাকে যা তাকে আনন্দ দেবে। পশিমাদের মধ্যে হোমসেক্সুলালিটি এত বেশি এর কারন নিয়ে কখনো চিন্তা করেছেন? কেন যেখানে চাইলেই মানুষ আপনার বিছানায় আসতে রাজী সেখানে কেন মেয়ে মেয়ের সাথে ছেলে ছেলের সাথে যেতে চায়? এরা নারী দেহ দেখতে দেখতে ক্লান্ত। এদের রূচি আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে। এখন তারা নিজেদের মধ্যে থেকেই সংগী খোঁজে। আল্লাহ্‌ মাফ করুন। হেদায়েত দিন।

আপারা, আমার লেখা এলোমেলো হচ্ছে আমি জানি। রেগে আছি তো তাই।
একটা কথা বলি শোনেন। আপনি মানুষকে যা দেখাবেন তা দেখেই তারা আপনার মূল্যায়ন করবে। মানুষের শরীরের সৌন্দর্য এক সময় শেষ হয়ে যায়। তাই আজকে যারা আপনাকে বলছে, তোকে তো দারুন লাগছে/ আপনার ফেসবুকের ছবিতে প্রশংসার পর প্রশংসা করে যাচ্ছে...... আর এই সব দেখে আপনি খুশিতে ডগমগ করেন।।আজ থেকে ২০ বছর পরের কথা চিন্তা করেন...এই ছেলেরা তখন ৩৮/৪০ ....তখন আপনার প্রশংসা করবেনা। তারা কিন্তু ঠিকই ১৬-২৫ দেরকেই খুঁজবে।

কিন্তু আপারা, একটা কথা জানেন? মনের সৌন্দর্য শেষ হয় না। মন জরাগ্রস্ত হয়না। একটা সুন্দর মন, শালীন দেহ সর্ব কালে সর্ব যুগে প্রশংসিত। আজকের বোরকা পরা মেয়েকে দেখলে যেমন আপনার যারা প্রশংসা করে সেই ছেলেরাও মাথা নামিয়ে নেয়,আমার দাড়ি টুপি ওয়ালা ভাইরাও নামিয়ে নেয়। আজ থেকে ২০ বছর পর দেখলেও তারা দৃষ্টি নামিয়ে নিবে, ইনশা’আল্লাহ। আমার এই বোনেরা আজকেই সম্মানিত। কালকেও থাকবে ইনশাআল্লাহ্‌। আর আপনাদের কি হবে? আজকে আপনারা যাদের চোখ জুড়াচ্ছেন কাল তারা আপনার দিকে তাকাবেই না। আর সম্মান??? সেটা আজকেও কেউ আপনাদের করেনা, ভবিষ্যতে করবে কি আল্লাহ্‌ ভাল জানেন।

আপারা, চাকরানী চেনেন??? দাসী চেনেন??? আপনার হলেন পুরুষদের চাকরানী নয়তো মেকাপের দাসী। ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে এত সাজ গোজ যে করেন...পরে তো সেগুলো তত কষ্ট করেই ঘষে ঘষে তুলে ফেলতে হয়। কি লাভ এই কৃত্তিমতার?

এই যে একেকজন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং , ভার্সিটিতে পড়ছেন অথচ নিরেট মূর্খের মত আচরণ কেন করছেন?

আপনার এত এত বিদ্যা আপনাকে কেন রঙ চঙ্গের আশ্রয় নেয়া থেকে বাঁচাতে পারেনা???

কেন অফিসে/অফিসিয়াল কনফারেন্স/কনভোকেশন/নবীন বরণ/ ফেয়ারওয়েলে যাবার আগে আপনার নিজের চেহারায় এত ঘষা মাজা করতে হয়? এসব যায়গার তো আপনি আপনার লেখাপড়ার কল্যানেই যাচ্ছেন তাই না? তাহলে কেন সব কিছু ছাপিয়ে আপনার সাজ গোজ সেখানে প্রাধান্য পাবে???

কি করলেন এত লেখাপড়া করে যা আপনার মানসিকতাকে বদলাতে পারেনি?

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েও কেন আপনাকে ছোট ছোট কাপড়, কিছু রঙ চঙ্গের উপর নির্ভরশীল হতে হয়। বলতে পারেন?

আপারা বলেন তো দেখি আপনার এক মাসের পার্লারের খরচ দিয়ে কয়জন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো যায়? আচ্ছা ধরলাম চালের কেজি ৫০ টাকা। ২০০০ টাকা হলে এক মণ চাল হয়। একটা ছোট পরিবারের ১৫-২০ দিনের খাবার ব্যবস্থা হয়ে যায়। কোনদিন ৫০০ টাকা খরচ করে ১০ কেজি চাল কিনে কোন দরিদ্র মানুষকে দেয়ার কথা ভেবেছেন কখনো? অথচ আপনার পা ঘষে দিলেই আপনি ৫০০ টাকা পার্লারে দিয়ে আসেন। কি আশচর্য! আপনি যখন পা দলাই মলাই করে নিচ্ছে তখন কোথাও কোন সনাবরু না খেতে পেয়ে গলায় দড়ি দিচ্ছে।

আপনি যখন সেজে গুজে বন্ধু বান্ধবের সাথে নবীন বরণ বা ফেয়ারওয়েল এ নাচানাচি করছেন তখন আপনার বোন আফিয়া সিদ্দিকা/ফাতিমেকে প্রতি রাতে ১০ জন মার্কিন সৈন্য ধর্ষন করছে।RAPE. কখনো এদের জন্য আপনার চোখে পানি এসেছে? একবার চিন্তা করুন তো, আপনাকে বানরের মত খঁচায় রাখা হয়েছে যেখানে আপনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না, আপনার গায়ে কাপড় পর্যন্ত রাখা হয় নি, আপনার সামনে আপনার দুই সন্তানকে জবাই করা হয়েছে,আপনার একটা একটা করে চুল টেনে টেনে উপড়ে ফেলা হয়েছে, আপনার পেটে গুলি করা হয়েছে, ইলেক্ট্রিক শক দেয়া হয়েছে, তার সাথে সাথে যখন তখন আপনাকে ধর্ষন করা হচ্ছে। কি ...বেশি বলে ফেললাম???

__________________________________________________________

[ফাতিমার চিঠি।][কপি পেষ্ট করলাম]

একটি হাতে লেখা দলিল সম্প্রতি ইরাকের আবু গারীব কারাগার থেকে উদ্ধার হয়। ফাতেমা ঐ এলাকার একজন খ্যাতিমান মুজাহিদের বোন। আমেরিকান সৈন্যরা কিছুদিন পূর্বে ঐ মুজাহিদের বাড়িতে হটাত হামলা চালায়। কিন্তু তাকে পায় না। তারা তার বোনকে জোরপূর্বক ধরে নিয়ে যায় যেন ঐ মুজাহিদ নিজ থেকে ধরা দেয়।ফাতেমার মূল চিঠিটি এখানে দেয়া হল যা মাফকারাট আল ইসলামে(আরবী নিউজ এজন্সি) ইংরেজী অনুবাদসহ আরবীতে ছাপা হয়েছিল।

ফাতেমার চিঠি

“পরম করুনাময় আল্লাহতা’য়ালার নামে

(হে মুহাম্মদ) তুমি বলো, তিনিই আল্লাহ তিনি এক একক। তিনি কারোর মুখাপেক্ষী নন, তার থেকে কেউ জন্ম নেয়নি, আর তিনিও কারো থেকে জন্ম গ্রহন করেননি। আর তার সমতুল্য দ্বিতীয় কেউ নেয়।(সূরা আল-এখলাস)

আমি আল্লাহর গ্রন্থ আল-কোরআন থেকে হতে এই পবিত্র সূরাটি পছন্দ করেছি কারন এর দারুন প্রভাব পড়েছে আমার উপর এবং আপনাদের সবার উপরে ও বিশ্বাসীদের হদয়ের এক প্রকার ভয় ও শ্রদ্ধা মিশ্রিত বোধের জন্ম দেবে। আমার ভাই মুজাহীদিন আল্লাহর পথে আছে।আপনাদের আমি কি বলবো?

আমি আপনাদের বলছি : আমাদের গর্ভ বানর ও শূকুর জাতীয় লম্পটদের সন্তানে ভর্তি হয়ে আছে। যারা আমাদের ধর্ষণ করেছে। অথবা (আমি) আপনাদের বলতে পারি যে, তারা আমাদের দেহকে বিকৃত করেছে। আমাদের মুখমন্ডল জলসে দিয়েছে এবং আমাদের ঘাড়ে ঝোলানো কোরআনের ছোট কপিটি অযথা ছিড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাহু আকবার, আপনারা কি পরিস্থিতি অনুদাবন করতে পারছেন না? এটা সত্য আপনারা জানেন না আমাদের সাথে কি ঘটেছে। আমরা আপনাদের বোন। আল্লাহ হিসাব নিকাসের সময় ভবিষ্যতে এ সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করবে। আল্লাহর কসম কারাগারে আসা পর্যন্ত আমাদের এমন কোন রাত কাটেনি যে রাতে বানর ও শুকুর জাতীয় অমানুষরা আমাদের উপর ঝাপিয়ে পড়েনি। তারা তাদের পূর্ণ স্বাদ মিটিয়ে নিস্তেজ হওয়া অবধি আমাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে। আমরাই তারা যারা আল্লাহর ভয়ে সব সময় সতীত্বকে কে রক্ষা করে এসেছি। আল্লাহকে ভয় করুন। আমাদের মেরে ফেলুন। আমাদের ধংস করে দিন। তাদের আনন্দ উপকরন হিসাবে আমাদের রেখে যাবেন না। এভাবে সর্বশক্তিমান আল্লাহর মহাকৃতিত্ব মর্যাদা সম্পন্ন করা হবে। আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। তাদের কামান ও উড়োজাহাজ গুলো বাইরে রেখে আসুন। আবু গারীব কারাগারে আমাদের কাছে আসুন। আমি আপনাদের ধর্ম বোন। তারা আমায় একদিন নয়বারেরও বেশী ধর্ষন করেছে। আপনারা কি অনুধাবন করতে পারছেন? চিন্তা করুন আপনাদের এজন বোন ধর্ষিত হচ্ছে। আপনারা কেন ভাবতে পারছেন না আমি আপনাদের বোন? আমার সাথে আরো ১৩ জন মেয়ে আছে। সবাই অবিবাহিত। সবাই সবার সামনে প্রকাশ্য ধর্ষিত হচ্ছে। তারা আমাদের নামায পড়তে দেয় না। তারা আমাদের পোশাকগুলো নিয়ে নিয়েছে। আমাদের কাপড় পরতে দেয়না। আমাদের মধ্যে একজন মেয়ে আত্নহত্যার প্রতিজ্ঞা করেছে। তাই আমি এই চিঠিটি লিখছি। সে নৃশংসভাবে ধর্ষিত হয়েছে। একজন সৈনিক তাকে ধর্ষনের পর তার বুক ও উরুতে আঘাত করেছে। সে অবিশ্বাস্য অত্যাচারের দ্বারা তাকে ভোগ করেছে। মেয়েটি তার মাথা জেলের দেয়ালে সাথে আঘাত করতে লাগল যতক্ষন না তার মৃত্যু হয়, মেয়েটি নিজেকে আর ধরে রাখতে পারলো না। যদিও ইসলামে আত্নহত্যা নিষিদ্ধ। কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আশা করছি আল্লাহ তাকে ক্ষমা করবেন। কারন তিনি(আল্লাহ) সবার প্রতি অসীম দয়ালু। ভাই আপনাদের আবারও বলছি আল্লাহকে ভয় করুন। আমাদের মেরে ফেলুন। তাহলেই আমরা হয়ত শান্তি পাব। সাহায্য করুন। সাহায্য করুন। সাহায্য করুন।

ড. আফিয়া সিদ্দিকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্নায়ু বিজ্ঞানী। অসামান্য ধীসম্পন্ন পি.এইচ.ডি ডিগ্রীধারী এ মহিলার সম্মানসূচক অন্যান্য ডিগ্রী ও সার্টিফিকেট রয়েছে প্রায় ১৪৪টি। যুক্তরাষ্ট্রের ব্রন্ডেইস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাঁকে Neurology বিষয়ে ডক্টরেট ডিগ্রী প্রদান করে। তিনি হাফিযে কুর‘আন ও আলিমা। পবিত্র কুর‘আন ও হাদীসে পারদর্শিনী এ মহিলা ব্যক্তিগত জীবনে অত্যন্ত দ্বীনদার ও পরহেযগার। ইসলামী আদর্শ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি রয়েছে তাঁর স্ট্রং কমিটমেন্ট। মার্কিন গোয়েন্দা সংস্থা এফ.বি.আই পাকিস্তানী কর্তৃপক্ষের সহযোগিতায় আল কায়েদার সঙ্গে যোগাযোগ থাকার কথিত অভিযোগে ২০০৩ সালে ড. আফিয়াকে তাঁর তিন সন্তান আহমদ, সুলায়মান, ও মরিয়মসহ করাচীর রাস্তা থেকে অপহরণ করে। পাকিস্তানের কোন কারাগারে না রেখে এবং পাকিস্তানী আদালতে উপস্থাপন না করে পাঁচ বছর ধরে তাঁকে আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটিতে বন্দী করে রাখা হয়। এরপর চলে তাঁর উপর অমানুষিক শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। বাগরামে কুখ্যাত মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা বলেছেন, ‘নির্যাতনের সময় একজন নারী বন্দির আর্তচিৎকার অন্য বন্দিদের সহ্য করাও কষ্টকর ছিল.........।

দেখুন আফিয়ার ছবি। অত্যাচারের আগের ও পরের ছবি।

জি, আফিয়া ,ফাতিমাদের সাথে এরকমই করা হচ্ছে। যেখানে তারা নিজেদের আব্রু বাঁচাতে পারছেনা সেখানে আপনি নিজের আব্রু বিলিয়ে দিচ্ছেন?

বোন...লজ্জা কর, ভয় কর আল্লাহকে।

Collected From
Sister
Shabnaj Mithila

যারা কষ্ট করে লেখাটি পড়লেন সবাইকে ধন্যবাদ । সবার কাছেই আমার অনুরোধ আপনার সব বন্ধুদেরও লেখাটি পড়ান। জোর করে হলেও পড়ান । কারন শুধু আপনি ভাল হলেই হবেনা, ঘুণে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকেই জানাতে হবে। যারা ভুল পথে ছিলেন তারা সঠিক পথের দিশা পাবেন লেখাটি পড়ে। তাই লেখাটি আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারেন, কিংবা নিজের নাম দিয়ে অন্য কোথাও পোস্টও করতে পারেন, কারো কোন আপত্তি নাই। কারন লেখিকা হাততালি পাওয়ার আশায় পোস্টটি লেখেন নাই। লেখেছেন মানুষকে ভুল পথ থেকে ফেরাতে। তাই সবাই লেখাটি শেয়ার করেন, প্রিয় মানুষকে সঠিক পথের সন্ধান দিন।

 

আমাদের ফেসবুক গ্রুপে প্রকাশিত....... ইসলাম সম্পর্কে নানা রকম প্রশ্নের উত্তর জানতে আমাদের ফেসবুক গ্রপে জয়েন করু্ন

ফেসবুক গ্রুপ

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি বোকা মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Duniar sob kisue ulte jasse vai. Akhnkar manus ALLAH bidhan manena bollei chole. Narira bilie disse tader soundorjo, r amra purushera tader mohe korci shoto shoto pap. ISLAM nia kisu bolte gelei tara amaderk arae chole, amra jeno unsmart hoe jai r tara nijeder khub smart vabe. ALLAH amader nd amader ma bonder rokkha korun.
R arokom post er jonno THANX

    @tusher3365: ধন্যবাদ । কমপক্ষে ১০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন ।

Assalamualaikum. post ta pore khub e valo laglo. karon bortoman mae der obostha khub sundor vabe tule dhoresen. r monta khrap laglo ghotona te pore. r rag hosse markene sonno der upor. Allah apnake aro gan dan koruk. r sokol mae der upr Allahr rohomot hok.Ameen,

@abdullah: ato sundor kore banglae lakha apne kisu bujhlenna?
bibak thakle obossoe bujhben.

    @তরিকুল: ওয়ালাইকুম সালাম । কমপক্ষে ১০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন ।

আল্লাহর বিধান ছাড়া কোথাও শান্তি আসতে পারে না। যারা নারী অধিকার নিয়ে মাতামাতি করে তারাও ঠিক মত যানে না নারী অধিকারটা কি? ইসলাম যে নারীদেরকে শ্রেষ্ঠ অধিকার দিয়ে রেখেছে তারা তা লক্ষ্যই করে না। তারা নারীদেরকে অধিকারের নামে বাজারের পণ্য বানিয়ে রেখেছে। কোন পণ্য বাজারে প্রবেশ করাতে হলে একজন সুন্দরী মেয়েকে দিয়ে উপস্থাপন করাতে হয় । কেন মানুষ কি পণ্য টা কিনবে না মেয়েটাকে কিনবে? এসলে ‍এগুলো লক্ষ্য করার কেউ নেই।

    @Faysal ahamed: আল্লাহর বিধান ছাড়া কোথাও শান্তি আসতে পারে না। কমপক্ষে ১০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । ধন্যবাদ ।

চমৎকার একটি সংগ্রহ ।
পড়লাম এবং সংগ্রহ করলাম …।
এরকম কিছু আরও আশা করি …।

ভাইয়া প্রথমেই আপনাকে ধন্যবাদ দেবো এই ধরনের ব্যতিক্রমী অথচ যুগোপযোগী একটি লেখা পড়ার সুযোগ আমাদের দিলেন বলে । আসলে আমার বিশ্বাস – মানুষের আচার আচরন থকে সবকিছুই নির্ভর করে তার সোসালাইজেশন বা সামাজিকীকরণের উপরে , অর্থাত তারা যে পরিবেশে মানুষ হচ্ছে , তার উপর নির্ভর করে ,
আর সুস্থ ও নিজ ঢর্মীয় সংষ্কৃতির আবহে বা পরিমন্ডলে তাদের বাড়তে সুযোগ করে দেওয়ার দায় টা আমাদের সকলের ,
আপনার এই পোস্ত অন্তত একজন নারীর ও যদি বোধোদয় ঘটাতে পারে -মহান আল্লা পাকের কাছে সেই প্রার্থনাই করি ।
পরিশেষে – আপনার সমন্ধে আজ শ্রদ্ধা অনেক বেড়ে গেলো , যারা নিজে খুব হাসতে পারে , তারা যখন আপনালে ভাবায় – সি ভাবনা সত্যি -অনেক স্রিয়াস হয় , ধন্যবাদ । অনেক ভালো থাকবেন ।

    @apu.westbengal: ধন্যবাদ । আপনিও অনেক ভালো থাকবেন । আর আপনার সচেতনতা বৃদ্ধিমূলক টিউনগুলো সুখপাঠ্য । ভাল কাজ করতে থাকুন ।

Level 0

অন্তরে খুব আঘাত লাগল। খুবই কষ্টকর একটা সত্য কাহিনী।” আল্লাহ রাব্বুল আলামিন” আপনি, আপনার অনুগত সকল বান্দা এবং বান্দীদের কে সর্বউত্তম হেফাযত করুন। ( আমীন )

আল্লাহকে ভয় করুন।
অনেক বেশি লজ্জা লাগে এই জন্য যে এত ব্যাখ্যা করে আমার বোনদেরকে এসব আমার বলতে হয়। আমি বাংলায় এসব লিখতে পারবনা।

Most of the man gets sexually aroused when—

আপনি টাইট ফিটিং কাপড় পরেন।
আপনি ওড়না পরেন না/ গলায় ঝুলায় রাখেন/ একপাশে ঝুলায় রাখেন।
আপনি যখন অর্ধস্বচ্ছ কাপড় পরেন।
আপনার পেট/পা/পীঠ যখন দেখা যায়।
আপনি যখন ঠোঁট রাঙ্গান।
আপনি যখন চোখে স্মোকি সাজ পরেন।

আরও শত শত কারন থাকতে পারে।

আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করুন।
আল্লাহকে ভয় করুন।
আল্লাহকে ভয় করুন।

    @ledaiye4242: ধন্যবাদ । কমপক্ষে ৩০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন ।

এ আমাদের সকলের লজ্জা। এর চাইতেও বড় লজ্জার কথা হলো আমাদের বোনেরা ,ভাইদের চেয়েও নির্লজ্জতা দিক থেকে অনেক এগিয়ে। এটি একটি চিরন্তন রীতি,যদি আমাকে কোন আল্ট্রামডার্ন নারীবাদী এ বিষয়ে দোষারোপ করে বলেন যে,এসব পুরুষশাসিত সমাজের রীতিনীতি,আমারা মানবো না,তবে আমি একটি কথাই বলবো যে,না এটি সৃষ্টির শুরু থেকে মেয়েদের সাধারণ মানসিক বৈশিষ্ট্য যে, তারা পুরুষদের চেয়ে অপেক্ষাকৃত বেশী ব্রীড়াশীল।কিন্তু আপনারা লক্ষ্য করুন অশ্লীল পোশাকের দিক থেকে মেয়েরা ছেলেদেরকে অনেক বেশী ছাড়িয়ে গেছে।লজ্জা…

    @কল্পতরু: কিন্তু আপনারা লক্ষ্য করুন অশ্লীল পোশাকের দিক থেকে মেয়েরা ছেলেদেরকে অনেক বেশী ছাড়িয়ে গেছে। লজ্জা… আসুন সেই সব মানুষদের বোঝানোর চেষ্টা করি । কমপক্ষে ৩০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । জাজাকাল্লাহু খায়রান।

অসংখ্য ধন্যবাদ সাইফ ভাই পোস্টটি করার জন্য, দোয়া করি আমাদের মুসলিম মেয়েরা যেন ইসলামের সুন্দর জীবনটাকে বেছে নেয় এবং বেহায়াপানা থেকে দূরে থাকে। আর মার্কিনীদের যেন আল্লাহ নিজ হাতে বিচার করেন। হে আল্লাহ পৃথীবির সকল মুসলমান নর-নরীকে কাফেরদের হাত থেকে রক্ষা কর।

    @নুরুল ইসলাম: দোয়া করি আমাদের মুসলিম মেয়েরা যেন ইসলামের সুন্দর জীবনটাকে বেছে নেয় এবং বেহায়াপানা থেকে দূরে থাকে। ধন্যবাদ । কমপক্ষে ১০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । জাজাকাল্লাহু খায়রান।

Level 0

Allah help us.

    @Abdullah: ধন্যবাদ । কমপক্ষে ৫০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । জাজাকাল্লাহু খায়রান।

Level 0

মুসলিমদের প্রধান সমস্যা হচ্ছে, তারা আজ বিভিন্ন দল ও মতবাদে বিভক্ত, এর সাথে যোগ হয়েছে রাষ্ট্র ভিত্তিক বিভক্তি। অমুসলিমরা যখন কোন মুসলিম দেশ আক্রমণ করে তখন তারা বিভিন্ন দেশ মিলে জোটভুক্ত ভাবে আক্রমণ করে। আর মুসলিমরা দল, মত অথবা রাষ্ট্র ভিত্তিক বিভক্ত হয়ে তাদের অত্যাচার, জুলুম ভোগ করে। অন্যরা মনে করে এরাতো আর আমাদের দেশের নয়, তাই এদের জন্য আমাদের কিছু করণীয় নেই। অথচ হাদীসে মুসলিমদের একটি একক দেহের মত তুলনা করা হয়েছে। আর তাই আমাদের উচিৎ সকল দল, মতবাদ ও রাষ্ট্র ভিত্তিক বিভেদ ভুলে রাসূল (সাঃ) এর সময়ের মত শুধুমাত্র মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এইসব অমুসলিমদের আক্রমনের উচিৎ জবাব দেয়া। যতদিন মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিন তাদের এই জুলুম, অত্যাচার সইতে হবে। মহান আল্লাহ্‌ আমাদের এ বিষয়ে সহায়তা করুন। আমীন

    @SamuraixBD: যতদিন মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিন তাদের এই জুলুম, অত্যাচার সইতে হবে। মহান আল্লাহ্‌ আমাদের এ বিষয়ে সহায়তা করুন। আমীন।কমপক্ষে ৩০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । জাজাকাল্লাহু খায়রান।

Level 0

ki bolbo bujtacia

ভাই একবারে স্তভধ হইয়া গেলাম…আর কি বলব বুজতাসিনা…আল্লাহ সবাইকে মাফ করুক…

    @MD.MASUDUR RAHMAN: আল্লাহ সবাইকে মাফ করুক…লেখাটি আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারেন, কিংবা নিজের নাম দিয়ে অন্য কোথাও পোস্টও করতে পারেন।

ধন্যবাদ এই ধরনের সত্যি এবং বাস্তব ঘটনা উপস্হাপন করার জন্য। আসলেই মানুষ কেনো যে, কোন পথে ছুটছে, তা মানুষ নিজেও জানে না। মানুষ প্রতিযোগিতা করতে করতে এমন অভ্যাসে পরিণত হচ্ছে যে,সবকিছুই এখন প্রতিযোগিতায় দ্বারে পৌঁছায়ে গিয়েছে।আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং হেদায়ত দান করুক

আমার নীজের বোন আছে আল্লাহ আমার বোন্ দের হেফাজতে রেখ আর আমাদের সবাই কে হেফাজতে রেখ।

ফেইসবুকে-ই পড়ে ফেলছি গত রাত্রে 😀 অনেকে হয়তো জানেন না… যে মেয়ে এইটা লিখছে সে নিজেও শর্ট কাপড় পড়ে ফেইসবুকে ছবি শেয়ার করে 😛 যাইহোক, সবার প্রতি অনুরোধ – আগে নিজে ঠিক হোন, পরে অন্যকে ঠিক হওয়ার জন্য উৎসাহিত করুন। তবে লিখাটি অনেক সুন্দর হয়েছে, যা পড়ে অনেক মেয়ের বিবেক কিঞ্চিত হলেও নাড়া খাবে। এ জন্য অবশ্য মেয়েটি প্রশংসার দাবীদার। মূল লিঙ্কটা দেখতে পারেন, সেখানে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে http://www.facebook.com/notes/collected-notes-and-discussion/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8/298203060195615

    @এস, আই, রাজু: নিজে ঠিক হতে হতে অন্যকে বলতে হবে । আপনি যদি একটি আয়াত ও জানেন তবে সেটা যে জানেনা তাকে জানানো আপনার কর্তব্য (আল-কোরআন/ হাদিস এর কথা)।

    Level 0

    @এস, আই, রাজু: নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ ভিজে গেল। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এ বোন হয়ত বুজতে পেরেছেন, আশা করি ফেসবুক থেকে তার আকর্ষণীয় ছবিগুলো মুছে ফেলবেন।

Level 0

assalamualikum..sobi buzlam,sobi dekhlam ebong sunlam.asolei meyeder soceton howa ucit.kintu esomporke ami kono comments korte cacchi na.karon e niye onek kotha,onek lejha holeo kono reaction hoy na.ami sudhu ekta kotha bolte cai,je mujahid ra (sob mujahid na) maush zobai kore sei video clip diye prothibite atonker srriti korche seguloke keno amra sodrate cacchi na?islam zihad korte boleche,amio tate ek mot.kintu tar mane to ei na je maush ke nirmom vabe hotta korte hobe.kew jodi islamer pothe din er pothe kata hoye daray tar sasti to amader Prophet Hazrat Mohammad (SM) nirdharon kore gechen.
ar apuder boli,sob apu to ar ek rokom na.ei post e je Afia madam er kotha bola hoyeche doya kore tar shikkha jibon er somoy kar jibon brittanto ta jene neben.
sob sese boli amar ei comments ta dekhe plz kew parsonally niben na.ami nijeo islam er adorso ke palon kori.kintu tar mane ei na je,ekhon ja hocche tar sob kichui thik hocche.ALLAH hafez.

    @sajidsohag: লেখাটি আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারেন, কিংবা নিজের নাম দিয়ে অন্য কোথাও পোস্টও করতে পারেন।

Level 0

আল্লাহ ! তুমি আমাকে ক্ষমতা দাও, আমি এই মার্কিন কুত্তাদের অনেক বেশি কষ্ট দিয়ে মারব

আল্লাহ আমাদের সঠিক পথে চলার শক্তি দান করুন (আমিন)

A agree with you. Allah sob Nari der Porda korar towfik dan korun. (Amen)

    @Md. Delwar Hossain: লেখাটি আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারেন, কিংবা নিজের নাম দিয়ে অন্য কোথাও পোস্টও করতে পারেন।

fb te je meyer ata lekha,she short dress na pore abar pic e upload korena.je meye boltece ata tar lekha amr dharona ata tar na,karon ai meye boltece j she hijabe thake,ami baktigoto vabe ai meye k chini,ok ak side a orna n jeans fotua chara khub kom e dekhci.r borkha,ha akbar ak ghotonar jonne 1 ghontar jonne porcilo,tar por ota khule felay diye bole ata ki manush pore na onno keu.tai tuner vai lekha theke oi apur lekha ta kete shongrihito likhe din.or moto meye j ata lekheni ta ami valo jani.

    @shopno_sharthok: ভাই, এসব কথা বাদ দিয়ে কি বলা হয়েছে সেটার দিকে নজর দিলে ভাল হত 😀

!!!

Level 0

ভাইয়েরা, মিথিলা আপুকে আমি চিনি। যারা বলছেন লেখক নিজেই হিজাব করেন না, তাদের বলছি, কোন জিনিস সম্পর্কে সিওর না হয়ে কথা বলবেন না। খুব খারাপ অভ্যাস।

    @viqiz.mob: কমপক্ষে ৩০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । জাজাকাল্লাহু খায়রান।

ore chinen valo katha,bt or personal life somporke j apni janen na ta bujhlam.or sathe amr 12yr dhore khub valo porichoy.asa kori or somporke apnar theke amr kisu jante hobena.apni nije age sure hoye tar por boilen.khali chinlei hoyna.

Level 0

vai jhamela bondho korun, techtunes technology er jonyo, eta dharma niye alochona korar jaega noy. techtunes jehetu internet e ache sehetu eti international ebong eta karur dhormio sompod noy, ekhane dhormo nie alochona korar kono mane hoy na, sudhu sudhu gorom hoy otha ebong TT er man kharap kora,

but সাইফ bhai er tune bhalo hoyche, chaliye jan, technology nie tune korar chesta korun,

sorry for advising

    @Jonty: সবাই টেকনোলজি বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেন , আরে ভাই সমাজ ধ্বংস হলে আপনে টেকনলজি দিয়া কি করবেন শুনি ? সব দিকই ঠিক রাখতে হবে। টিটি তে লোকজন বেশি আসেন তাই সবাইকে সচেতন করার এটাই ভালো প্লাটফর্ম । মাইন্ড কইরেন না কিন্তু ভাইজান। জাজাকাল্লাহু খায়রান।

Level 0

Ki porlam. Speechless. Etai nishthur bastob. Keu fastfood e 200 tkr Burger kahi ar pashei
footpath e khudhar taronai manush more. ei hocche bortoman SHOMAJER MANUSH. Shame..

    @Tomal: Keu fastfood e 200 tkr Burger kahi ar pashei
    footpath e khudhar taronai manush more. ei hocche bortoman SHOMAJER MANUSH. Shame.. জাজাকাল্লাহু খায়রান।

লেখাটা অসাধারণ….আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমীন

    @আসিফ রেজা: @আসিফ রেজা: দোয়া করি আমাদের মুসলিম মেয়েরা যেন ইসলামের সুন্দর জীবনটাকে বেছে নেয় এবং বেহায়াপানা থেকে দূরে থাকে। ধন্যবাদ । কমপক্ষে ১০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । জাজাকাল্লাহু খায়রান।

Level 0

@shopno mama, moja pailam apnar nosihot shuina. 12 bosor kedare chinna ashtasen apnei janen.

    @viqiz.mob: দোয়া করি আমাদের মুসলিম মেয়েরা যেন ইসলামের সুন্দর জীবনটাকে বেছে নেয় এবং বেহায়াপানা থেকে দূরে থাকে। ধন্যবাদ । কমপক্ষে ১০০ জনের সাথে লেখাটি শেয়ার করুন । জাজাকাল্লাহু খায়রান।

let us all prey to ALLAH to send a leader , who will save muslim sister from these disaster.

nice writing.
JZK. Khr.

সবার সাথে শেয়ার করলাম।

Level 0

bhai ami ses hoye gese akhone porasse sobai ke amio copy past korbo apu ta amer salam deben r apnake to ki bollo r really marvelous

Level 0

সাইফ, অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর বিষয়টি নিয়ে টিউন করার জন্য।

আমি সব সময়ই বলি যে কেই ধার্মিক সেই ভাল মানুষ,সে যেই ধর্মের লোকই হোকনা কেন,কারন সাধারন ভাবে কোন ধর্মেই কোন নোংরামি বা খারাপির কথা নাই।সব ধর্ম গ্রন্থেই ভাল ভাল কথার সমাহার,পার্থক্য শুধু ইমান বা আল্লাহর একাত্ব নিয়ে।
তাই ধার্মিক শিক্ষাই একজন মানুষকে সঠিক ও সুন্দর করে গড়ে উঠতে সাহায্য করে।আর ইসলাম এর মাঝে সর্বশ্রেষ্ট।আর এর মাঝে আপনাকে সবচেয়ে উপকারে যেই বিষয়টা দিবে সেটা হল আখেরাতের চিন্তা,আপনি যদি মাথায় রাখেন আপনি একদিন আল্লাহর সম্মুখ্যে দাড়াতে হবে এবং সব কিছুর জবাবদেহি করতে হবে এবং ভাল মন্দের শাস্তি বা পুরুষ্কার গ্রহন করতে হবে তাহা হইলে অবস্যই আপনি যেই কোন খারাপ কাজ করতে একবার হলেও ভাববেন।
আর এই ভাবাটাকে সবচেয়ে বেশি সাহায্য করবে আল্লাহর বিধান গুলু যদি আপনি সঠিক ভাবে জানেন,একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যিনি সৃষ্টি করেন তিনিই তাঁর সৃষ্টির ভাল বা মন্দের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন।তাই আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি কর্তা তাই উনি আমাদের কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন পবিত্র ক্বোরানে এবং নবী(সঃ) সুন্নাহ দ্বারা।আমরা যদি সেই নিয়ম কানুন গুলু মেনে চলি তাহলে অবশ্যই আমাদের ব্যাক্তি,সমাজ ও রাষ্ট্রিয় জিবনে শান্তি আসবে নিশ্চিত ভাবে এবং নারিদেরকে যেই মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তায়ালা আর যেই ভাবে তাদের জীবন যাপন করার নির্দেশনা দিয়েন সেই টাতেই নারিদের প্রকৃত সম্মান ও শান্তি নিহিত এতে সন্দেহের কোন অবকাশ নাই।
**আজ কাল এই সব কথা বললে অনেক মৌলবাদি কিংবা সেকেলের বলে টিটকারি মারেন,তারপরেও একটু চিন্তা করে দেখবেন আপনার ভাল কোনটায় নিহিত,আর চিন্তাশিলরাই সমাজের শ্রেষ্ট।,
*সম্মানিত টিউনারকে অনেক অনেক ধন্যবাদ বাস্তবধর্মি এবং খুবই প্রাশংগিক বিষয় এখানে শেয়ার করার জন্য।

Level 2

আল্লাহ, আমাদের একজন ভালো নেতা দাও। আমরা নিজেদের উপর আনেক জুলুম করেছি, এবং করছি।

জটিল
ভাই আপনার লেখা দেখে বিস্মিত হলাম
সত্যি আপনার লেখা জটিল

পৃথিবীর বিবিন্ন প্রান্তে নারীরা তাদের ন্যূন তম অধিকার পাচ্চে না,আর বাংলাদেশের মত দরিদ্র দেশে নারীরা spa হয়ে আছে…
চিন্তা করা যাই
কিসসু বলার নেই
……………………………………………..

১০০, ৩০০, ৫০০ বুঝিনা… যতদিন আমাদের বিবেক থাকে এসকল পোস্ট আমাদের সকলের মাঝে ছরিয়ে দেয়ার আপ্রান চেষ্টা করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য । ধন্যবাদ

Level 0

@saif vai jotil akta kaj korsen, vai amader very smart meyder ata jana ucit . pora ucit ami Facebook er maddhome sorie dissi……thnx vai……

Level 0

Apu ke amamr pokkho hote mon theke somman janachhi….at least eta pore jodi amader desher meyder sei harie jawa lojja phire ase……aro obka bepar holo je amader Honourable High Court ‘Meyder ke Borka Porte baddho kroa jabe na ‘ emon judgement pass korle meyder shameless hote ke badah dei…..bolte paren ?

Level 2

“শান্তি প্রতিষ্ঠাকারী” নামের পশুর জন্য আর কত ধার্মিক বোনের জীবন দিলে শান্তি প্রতিষ্ঠিত হবে?

Level 0

valo laglo. i appreciate such activity and want to encourage you to continue.

ধন্যবাদ । লিখাটি আমার ফেসবুকের দেয়ালে সেঁটে দিলাম ।

Level 0

থাঙ্কসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস

Level 0

নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ ভিজে গেল। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এ বোন হয়ত বুজতে পেরেছেন, আশা করি ফেসবুক থেকে তার আকর্ষণীয় ছবিগুলো মুছে ফেলবেন।

ভাই অনেক সুন্দর হয়েছে। চালিয়ে যান,

আপনার টিউনটি অনেক তথ্যবহুল ও তাতপর্য বহন করে।এটা আমাদের উচিত ফেসবুকে শেয়ার করা।প্রত্যেক মেয়েদের অন্তত বিশেষ করে টিনেজদের জানা উচিত এগুলো।

vai asonkho dhonnobad.

আল্লাহর বিধান ছাড়া কোথাও শান্তি আসতে পারে না। ধন্যবাদ । লিখাটি আমার ফেসবুকের দেয়ালে সেঁটে দিলাম ।

Level 0

লেখাটি অসাধারণ । আর সব ভাইদের মত সুন্দর করে কমেন্ট দিতে না পারলেও এতটুকু জোর দিয়ে বলতে পারি যে লেখাটি আমার ভেতরের আরেক জনকে প্রচণ্ড শক দিয়েছে । চেষ্টা করব লেখাটি সবার সাথে শেয়ার করতে ।

Level 0

Onek Onek donnobad

Level 0

bhai apni j udyog ta niyechen seta sobaikei nite hobe noyto konodin e er somadhan hobe na, sobar mon soman noy,

apni aaj ekti gorib manush ke sahajyo korlen r paser lokti apnake chete dilo, bollo taka besi hoy gache, abar jedin oi lokti jedin hoyto bhikka debe apni onyorokom bhabe takaben tar dike, sutorang bhikya diye keu e sukhi noy, manusher mon bichitra dharoner, TT te jehetu onek manusher somagom hoy sehetu agey dorkar TT er sob manushke ak kora , sobar mon ke 1 kora, tar por ja kaj korar dorkar sobai aksathe korbo, tobei amra successfull habo

স্পা জিনীসটা কি আমি জানিনা বা এ ব্যাপারে কোন ধারণা নেই। তবে পুরো পোষ্টটি পড়ে যা বুঝলাম তাতে নিশ্চিত হতে পারি তা মেয়েদের রূপচর্চার কোন বিষয়। ইসলাম ধর্মমতে মেয়েদের রূপচর্চা তার স্বামীকে দেখানোর জন্য যাতে স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, অন্য নারীর প্রতি দুর্বল না হয়। আর পুরো পোষ্টটিতে অবশ্য আজকালকার সমাজের একটি সত্য চিত্র উঠেছে যা থেকে উঠতি প্রজন্ম রক্ষা পাচ্ছেনা। সাথে মার্কিন সৈন্যদের নির্যাতনের বর্ণনাটা খুবই কষ্ট দিল। আমি চাইনা আমাদের কোন বোন (হোক মুসলিম কিংবা অন্য ধর্মের) এ ক্ষতির সম্মুখীন হোক। আর পর্দা বা হিজাবের ব্যাপারে লেখকের সাথে সহমত থাকলেও বেশি কিছু লিখতে গেলে বলা হবে ইসলামী জঙ্গী বা মৌলবাদী। তাই উনার কথা সমর্থন করা ছাড়া আপাতত আর কোন পথ নেই। আর লেখককে অত্যন্ত ধন্যবাদ জানাই যোগউপযোগী অত্যন্ত কার্যকরী একটি পোষ্ট কষ্ট করে লেখার জন্য।

onek valo likha. sobar pora uchit.

Level 0

valo laglo abar kharap laglo

Level 0

ইরাকী বোনদের অবস্থা পড়ে কান্না েকাথায় রাখবো বুঝতে পারছিনা।
ভাই আমাদের বোনদের আরো বুঝােনার দরকার, এই লেখাটি দেখানো দরকার তাহলে তাদের বোধোদয় আসবে।

Level 0

খুবই সুন্দর টিউন… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

@Abdullah: ভাই, আপনার ব্লগ স্পটের লিংকটা এখানে না প্রকাশ করলেই কি চলত না ??

আপনার নাম পবিত্র একটি নাম । প্রার্থনা করি যিনি যে উদ্দেশ্যে আপনার নামটি রেখেছিলেন তাঁর সেই উদ্দেশ্য (চিন্তা) যেন সফল হয় । আপনার নামটি এমন কেন রাখা হয়েছে জানেন ?? কেননা, আপনি একজন মুসলমান । এবং যিনি আপনার নামটি রেখেছেন, আমার বিশ্বাস তিনিও একজন প্রকৃত ধার্মিক ব্যাক্তিই হবেন, আর আশা করি আপনিও তাই । আর তাপনি যদি একজন মুসলমানই হয়ে থাকেন তবে ধর্ম সংক্রান্ত এত সঠিক এবং গুছিয়ে একটি লেখাও কেন আপনার বোধগম্য হবেনা ??

যাই হোক, আমার মনে হচ্ছে না যে আপনি এই পোষ্টটি পড়েছেন । হয়ত, কমেন্ট এর যায়গায় আপনার নিউজলাইন২৪ টাই মুখ্য ছিল ।।

শুধু, একটা কথাই বলতে চাই “যদি উপরের লেখাটা না পড়ে থাকেন, তবে পড়ে দেখবেন । “

@Abdullah: add মারার জায়গা পান্না… অবুঝ কোথাকার 🙁

Level 0

@রুমার: sorry brother…
I’m relay sorry. Please forgive me.
And tell Allah to bless me.

Level 0

@নীলদাঁত: why u put bad comment !! Did u think ever if it could be happen in ur sister !! U have no sense.If he put this tropic we never know.Remember that if u respect people u get respect.