জানি না আজ কি লিখব বা কেনই বা লিখছি আজ । দিনগুলো আর আগের মত নেই । আজ শুধুই হতাশা...কোন কিছু করার অদম্য আগ্রহ আর পাই না।
এই কম্পিউটার ইন্টারনেটের জগতে খুব বেশি দিন নয়। মাত্র ২ বছর। কোন ভার্সিটিতে cse পাওয়ার পর কিনে দিয়েছিল একটা ডেক্সটপ কম্পিউটার। সারাদিন এটাই নিয়েই ছিলাম। তারপর আবিষ্কার করলাম কম্পিউটারে আর কিছুই নেই। নিলাম ইন্টারনেট। ইন্টারনেটের বিশাল জগতে এত কিছু দেখে প্রচন্ড আগ্রহ জাগল সব কিছু জানার। সারাটা দিন ইন্টারনেট নিয়েই থাকতাম। দিন নেই রাত নেই, প্রতিটি সময় প্রতিটি মূহূর্ত । ফেসবুকের প্রতি কখনই আগ্রহ তেমন ছিল না। সব সময় টেকনোলজির প্রতিটি বিষয় জানতে ইচ্ছে করত। আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে লাগলাম বন্ধুদের থেকে । ফ্রেন্ড সার্কেল থেকে আমি বিচ্ছিন্ন । এমনও হয়েছে ঈদের নামাজ পড়ে সারাদিন পিসিতে বসে আছি বন্ধুদের সাথে দেখা করা তো দূরের কথা একটা এসএমএস দিয়ে wish করারও টাইম হয় নি। ইন্টারনেটের খরচ প্রতি মাসে আরো বাড়তে থাকল। এত পাগলের পাগলও হয়েছি যে ৭০০ মেগাবাইটের উবুন্টূ ডাউনলোড করা কোন ব্যাপার না, ফলে ৩৫০ টাকা দিয়ে ১ জিবি শেষ হতে বেশি টাইম লাগত না। টাকার জন্য সিগারেট বা এই জাতীয় কিছু ধরতে পারি নি। কারন আমার প্রতিটি হিসাব মেগাবাইট দিয়ে হয়। আমি হিসাব করতাম এইটা না নিলে এর দ্বারা কত মেগাবাইট পাওয়া যেতে পারে। ফুটবল বা ত্রিকেট ও আজ দেখা হয় না। জানি না কেন মানুষ মেসি মেসি করে, বার্সোলনা কোন দেশের ফুটবল টিম। ১২০ মিনিটের বিশ্বকাপ ফুটবলও ঠিকমত দেখি নি। নেশার এই দুই বছরে মুভি বা নাটক দেখা হয় নি বললেই চলে , পিসিতে কিছু নেই বললেই চলে। চোখের অবস্থা মাঝে মাঝে এত খারাপ হয়েছিল যে পিসির দিকে তাকালেই চোখ থেকে অটো পানি ঝরে। ঘন্টার পর ঘন্টা একটানা কাটিয়ে দিতে পারতাম। একটা পিসি থাকার পরও কারেন্ট থাকে না এই অযুহাতে ল্যাপটপ কেনার জন্য পরিবারকে প্রচন্ড পরিমান চাপ দিয়েছি। অনেক কষ্ট করেও কিনে দিয়েছিল । খুব কষ্ট হয় এ কথাটা ভাবলে। চোখ থেকে পানি ঝরছে...... কম্পিউটার নেটের সাথে সাথে মোবাইল ইন্টারনেট না হলে যে আমার দিনই কাটে না...মেমরী সারাক্ষনই হ্যাং থাকত এই টেকনোলজির সব কিছু নিয়ে ভেবে ভেবে...
আজ আর কিছুই পারি না। যে ইন্টারনেট আমার নেশা ছিল আজ বড় বিরক্ত লাগে। আগে পিসির কোন প্রবলেম সলভ করার যে একটা আগ্রহ পেতাম আজ তা আর পাই না। আমার মাঝে আজ শুধু হতাশা। কিছুই আজ ভাল লাগে না ... আমি শুধু কষ্ট পাই......এ ভেবে কষ্ট পাই যে ইন্টারনেট আমার এত কাছের ছিল, তা আজ এত দূরে কেন? আবার শুরু করতে ইচ্ছে করে নতুন করে কিন্তু থেমে যাই......যে আমি বিশ্বাস করতাম অনেক কিছু করতে পারব সেই আমি আজ প্রচন্ড হতাশায়......আসলে আমি কারো দোষ দেই না জীবন তার নিজস্ব নিয়মে চলে......মানুষের প্রতিটি দিন এক রকম যায় না......
এ লেখাটা লিখেছি একটা কারনে। প্লিজ কোন কিছুকে নেশা হিসেবে নিবেন না। যে কম্পিউটারকে আজ আপনার অনেক কাছের মনে হয়, সেই একদিন আপনার সাথে প্রতারনা করবে। প্লিজ কখনও যান্ত্রিক হবেন না , বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হবেন না, একটা সময় আপনার সাথে কেউ থাকবে না। আপনি হবে একা শুধুই একা......আমার মত......
আমি শেষ হয়ে যাচ্ছি আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই খুব সুন্দর একটা লেখা লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
সতি একটা কথা ভাই ” কোন কিছুকে নেশা হিসেবে নিবেন না প্লিজ কখনও যান্ত্রিক হবেন না ” আমার কাছে কথা গুলো অনেক অনেক ভালো লাগলো 🙂