আজ শুধুই হতাশা…নেশা কখনও ভাল নয়…

জানি না আজ কি লিখব বা কেনই বা লিখছি আজ ।  দিনগুলো আর আগের মত নেই । আজ শুধুই হতাশা...কোন কিছু করার অদম্য আগ্রহ আর পাই না।
এই কম্পিউটার ইন্টারনেটের জগতে খুব বেশি দিন নয়।  মাত্র ২ বছর।  কোন ভার্সিটিতে cse পাওয়ার পর কিনে দিয়েছিল একটা ডেক্সটপ কম্পিউটার।  সারাদিন এটাই নিয়েই ছিলাম। তারপর আবিষ্কার করলাম কম্পিউটারে আর কিছুই নেই। নিলাম ইন্টারনেট।  ইন্টারনেটের বিশাল জগতে এত কিছু দেখে প্রচন্ড আগ্রহ জাগল সব কিছু জানার।  সারাটা দিন ইন্টারনেট নিয়েই থাকতাম। দিন নেই রাত নেই, প্রতিটি সময় প্রতিটি মূহূর্ত । ফেসবুকের প্রতি কখনই আগ্রহ তেমন ছিল না।  সব সময় টেকনোলজির প্রতিটি বিষয় জানতে ইচ্ছে করত। আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে লাগলাম বন্ধুদের থেকে । ফ্রেন্ড সার্কেল থেকে আমি বিচ্ছিন্ন । এমনও হয়েছে ঈদের নামাজ পড়ে সারাদিন পিসিতে বসে আছি বন্ধুদের সাথে দেখা করা তো দূরের কথা একটা এসএমএস দিয়ে wish করারও টাইম হয় নি। ইন্টারনেটের খরচ প্রতি মাসে আরো বাড়তে থাকল। এত পাগলের পাগলও হয়েছি যে ৭০০ মেগাবাইটের উবুন্টূ ডাউনলোড করা কোন ব্যাপার না, ফলে ৩৫০ টাকা দিয়ে ১ জিবি শেষ হতে বেশি টাইম লাগত না।  টাকার জন্য সিগারেট বা এই জাতীয় কিছু ধরতে পারি নি। কারন আমার প্রতিটি হিসাব মেগাবাইট দিয়ে হয়। আমি হিসাব করতাম এইটা না নিলে এর দ্বারা কত মেগাবাইট পাওয়া যেতে পারে।  ফুটবল বা ত্রিকেট ও আজ দেখা হয় না।  জানি না কেন মানুষ মেসি মেসি করে, বার্সোলনা কোন দেশের ফুটবল টিম।  ১২০ মিনিটের বিশ্বকাপ ফুটবলও ঠিকমত দেখি নি।  নেশার এই দুই বছরে মুভি বা নাটক দেখা হয় নি বললেই চলে , পিসিতে কিছু নেই বললেই চলে।  চোখের অবস্থা মাঝে মাঝে এত খারাপ হয়েছিল যে পিসির দিকে তাকালেই চোখ থেকে অটো পানি ঝরে।  ঘন্টার পর ঘন্টা একটানা কাটিয়ে দিতে পারতাম।  একটা পিসি থাকার পরও কারেন্ট থাকে না এই অযুহাতে ল্যাপটপ কেনার জন্য পরিবারকে প্রচন্ড পরিমান চাপ দিয়েছি।  অনেক কষ্ট করেও কিনে দিয়েছিল । খুব কষ্ট হয় এ কথাটা ভাবলে।  চোখ থেকে পানি ঝরছে...... কম্পিউটার নেটের সাথে সাথে মোবাইল ইন্টারনেট না হলে যে আমার দিনই কাটে না...মেমরী সারাক্ষনই হ্যাং থাকত এই টেকনোলজির সব কিছু নিয়ে ভেবে ভেবে...

আজ আর কিছুই পারি না।  যে ইন্টারনেট আমার নেশা ছিল আজ বড় বিরক্ত লাগে।   আগে পিসির কোন প্রবলেম সলভ করার যে একটা আগ্রহ পেতাম আজ তা আর পাই না।  আমার মাঝে আজ শুধু হতাশা।  কিছুই আজ ভাল লাগে না ... আমি শুধু কষ্ট পাই......এ ভেবে কষ্ট পাই যে ইন্টারনেট আমার এত কাছের ছিল, তা আজ এত দূরে কেন?  আবার শুরু করতে ইচ্ছে করে নতুন করে কিন্তু থেমে যাই......যে আমি বিশ্বাস করতাম অনেক কিছু করতে পারব সেই আমি আজ প্রচন্ড হতাশায়......আসলে আমি কারো দোষ দেই না জীবন তার নিজস্ব নিয়মে চলে......মানুষের প্রতিটি দিন এক রকম যায় না......

এ লেখাটা লিখেছি একটা কারনে।  প্লিজ কোন কিছুকে নেশা হিসেবে নিবেন না।  যে কম্পিউটারকে আজ আপনার অনেক কাছের মনে হয়, সেই একদিন আপনার সাথে প্রতারনা করবে।  প্লিজ কখনও যান্ত্রিক হবেন না , বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হবেন না, একটা সময় আপনার সাথে কেউ থাকবে না। আপনি হবে একা শুধুই একা......আমার মত......

Level 0

আমি শেষ হয়ে যাচ্ছি আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ভাই খুব সুন্দর একটা লেখা লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
সতি একটা কথা ভাই ” কোন কিছুকে নেশা হিসেবে নিবেন না প্লিজ কখনও যান্ত্রিক হবেন না ” আমার কাছে কথা গুলো অনেক অনেক ভালো লাগলো 🙂

Level 0

ধন্যবাদ ভাইজান, আমি আপনার সাথে একটু ভিন্ন মত পোষন করছি। আমি ইন্টারনেট ব্যবহার করা শিখেছি ২০০৯ থেকে। এই ইন্টারনেট কে জানার পর আমার মাথার মধ্যে ঘুরতে থাকে কি ভাবে আমি এটা আমার আদর্শের জন্য ব্যবহার করতে পারি। অবসর সময় ফেলে তা আমি করে যাওয়ার চেষ্টা করছি । আমার কখনো বিরক্ত লাগে না কারন আমি জানি আমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। আমি এগুলো আপনাকে এজন্য বলছি আপনি লক্ষ্য বিহীন ইন্টারনেট কে নেশা বানিয়েছেন তাই আপনার বিরক্ত লাগছে আর আমি আমার লক্ষ্যে পোছার জন্য এটাকে নেশা বানিয়ে তাই আমার বিরক্ত লাগে না। এটা আমার মতামত ।

অনেকেই বলে ” An idea can change someone’s life ” তবে আমি বলি ” An good idea can change someone’s life ” আপনি ইন্টারনেটকে সঠিক পথে লাগাতে পারেন নি তাই এমন টা হয়েছে বলে আমার মনে। কারো আদর্শ ফলো করুন। যেকোন একটি কাজে পারফেক্ট (প্রফেশনাল) হওয়ার চেষ্টা করুন। দেখবেন সফলতা আসবে। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে আপনার কথাগুলো শেয়ার করার জন্য।

Level 0

Its a good writings indeed. But you have said something is not correct. You must know what you are doing. Aimless using of internet can be harmful and you are the real prove of it. I can suggest you to use net for better purpose or to help people who are the learner from it. There are many options have in internet to choose a life career’s but you have to find out it yourself.

এই একই অবস্থা আনেকেরই
😐

Level 0

আমাদের এই আবস্থা থেকে বের হবার উপায় কি ?

Level 0

ভাই খুব সুন্দর
একটা লেখা লিখেছেন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

Amio apnar moto hote jacchilam,
tai http://WWW.BONDHU.IN
baniechi,
jakhon kharap lagbe okhame time pass korbo, moner kotha share korbo.

Apnake BONDHU.IN
a ashar amontron roilo.

আপনার লেখাটার সাথে আমার হুবহু মিল আছে এক কথায় বলতে পারেন আমার অভ্যাসের সবটুকুই আপনার এই লেখাতে আছে। শুধুমাত্র কয়েকটি বাদ দিয়ে। যেমন আমার নিজস্ব কোন পিসি নাই।
তবে আমি এই জগতে প্রবেশ করেছি ৩ বছর হয়। এখনো আমার তিল পরিমান আগ্রহ কমেনি এখান থেকে। আমাকে যদি একটা হাই স্পীড আনলিমিটেড নেট কানেকশন আর একটা গেমিং পিসি দেওয়া হয়। তাহলে আমি সবকিছু ভুলে থাকতে পারব।
আমার এই জগতে প্রবেশ করার একমাত্র উদ্দেশ্য এর থেকে জ্ঞানঅর্জন করা আর আমি জানি এটি আজিবন অর্জন করেও শেষ করা যাবেনা। তাই …

তবে হয়তবা আমিও একদিন এই জগৎকে তেতো অনুভব করব; পার্থক্য শুধু সময়ের ! 🙁

aapnar lekha pore amar khub valo laglo,onek kichui bolte ischa korce but akhane likhte valo lagce na ,eai bapare amar dairir onek gulo page amar songo debe,onek dhannyobad aapnake,tobe hotas hoben na vai,apni chesta korun dekhben aapnar bondhura aapnake onek kache deke neace…….

“এমনও হয়েছে ঈদের নামাজ পড়ে সারাদিন পিসিতে বসে আছি বন্ধুদের সাথে দেখা করা তো দূরের কথা একটা এসএমএস দিয়ে wish করারও টাইম হয় নি।”
“ইন্টারনেট না হলে যে আমার দিনই কাটে না…মেমরী সারাক্ষনই হ্যাং থাকত এই টেকনোলজির সব কিছু নিয়ে ভেবে ভেবে…”
“চোখের অবস্থা মাঝে মাঝে এত খারাপ হয়েছিল যে পিসির দিকে তাকালেই চোখ থেকে অটো পানি ঝরে। ঘন্টার পর ঘন্টা একটানা কাটিয়ে দিতে পারতাম।”
আমারও একই অবস্থা। কিন্তু একটু ভিন্ন। আমি বন্ধুদের, ফেসবুককে প্রচুর সময় দেই, টিভি দেখি, নামাজও পড়ি। এইসব কিছুর পিছনের একমাত্র কারন আমার মা-বাবা। তাঁদের ঝাড়ির ভয়ে কোন কিছুই অতিরিক্ত করা হয়ে উঠেনি। 😛
আপনার জন্য শুভকামনা। জানার আগ্রহ আর নেশা এক না।

আপনার লেখা পড়ে বুঝলাম আপনি বর্তমানে বেশ ফ্রাসট্রেশনে ভুগছেন। শুধুমাত্র অধিক পরিমানে কম্পিউটার ব্যবহারের জন্য নয়, বরং পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন, বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন সর্বপরি অনেক একাকী হয়ে যাওয়ার করনে এই ফ্রাসট্রেশনের সৃষ্টি।
.
এটাই মানুষের জীবন। সব মানুষের জীবনে এরকম একটি সময় আসে যেটা ফ্রাসট্রেশনে ভরা থাকে। কিছু মনে না করলে আপনাকে একটা সাজেশন দেই। আপনি আপনার বন্ধুদের সাথে নিয়ে কোথাও হতে ঘুরে আসুন। পাহাড়, সমুদ্র, চা-বাগান যেখান থেকে খুশি। বন্ধুদের সাথে হারিয়ে যান কোথাও। ফিরে এসে পরিবারের সাথে বেশি করে সময় দেন। আপনার ফ্রাসট্রেশন কেটে যাবে। Believe me. It works, really really works.

আপনার সাথে একমত হতে পারলাম না। আপনার বর্ণনা করা প্রায় সবকিছুই আমার মধ্যে আছে, বন্ধুদের সাথে যোগাযোগ নেই প্রায় ৩ বছর। স্রস্টার অপার ক্রিপাই চাকুরীটাও পেয়েছি আইটি নিয়ে। এখনও সবসময় পিসি আর পিসি, সময় কিভাবে কাটে তাও খেয়াল থাকেনা।অনেক সময় মনেহয় দিনটা ২৪ ঘঃ না হয়ে ৪৮ ঘঃ হলে ভাল হত। তবে একটাই ব্যাতিক্রম আমি মাঝে মাঝে টিভি দেখি।

amar shathe mil ase onekta ,.,.,.

Level 0

ভাই আপনার জীবনের যে কোন লক্ষ্য নেই তা বুঝা গেল।আমি আমার পুরানো খাতা বিক্রি করে নেট ব্যাবহার করার জন্য ক্যাফে যেতাম।জীবনের লক্ষ্য ঠিক করেন আর হ্যা বন্ধুদের সাথে যোগাযোগ রাখেন।

Level 0

আমার ও একই অবস্থা রে ভাই । আজ আমি বড় একা । অনেক খারাপ লাগে ।

Level 0

চমৎকার একটি পোস্ট ।
কিন্তু দুঃখ জনক হলেও সত্যি আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারেন নাই ।
শুধু এক track থেকে অন্য track ছুটে বেরিয়েছেন । এরই মধ্যে পার হয়ে গিয়াছে অনেক সময় ।
আপনি যেহেতু আপনার দুর্বলতা বুঝতে পেরেছেন তাই আমি মনে করি ঘুরে দাঁড়ানোর এখনই সময় ।
নিজেকে সাহায্য করুন , দেশ ও উপকৃত হবে । ধন্যবাদ ……………

আপনার লেখা পড়ে মনে হচ্ছে আপনি ‘Depressive illness’ এ ভুগছেন। আপনি অতি সত্তর একজন ভাল Psychiatrist এর সাথে যোগাযোগ করুন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা এ যোগাযোগ করতে পারেন। মানসিক সুস্বাস্থ্য শাররীক সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। আপনার জন্য শুভকামনা রইল।

onek mil pelam amar sathe

Level 0

আমি এই টিউন স্টিকি করার আবেদন জানাচ্ছি ……………… আমরা সবাই মনে করি জ্ঞান অর্জন করব কিন্তু ভেবে দেখেছেন কি আপনি কতটুকু পেরেছেন …… আমি মুখেই বলছি আনেক কিছু করব…… আসলে আমার লাভ কিছুই হয়নাই 🙁

এটাই বাস্তবতা, আমরা কিছুই Properly Utilize করতে পারিনা, হয় কম করি, না হলে বেশি করি, 95% Net users are this kind of victim… I myself in the same list… ;(

dhonnobad. prio tt te ei type er lekha birol. sticky korar abedon janachchi. Mudrar ei pith ta onekei deckeche & hoyto onekei vuktovugi. Adhunik prai shob deshe gaming & internet addict der jonno rehabilitation centre ache. Amader kotha na hoy bad dilam. We only create awarness about dis. Hope admin will cast it as a serious concern. (sorry 4 english)

বসে আছি ল্যাপটপ নিয়ে, বউ একটু আগে বলল চল ছাদে যাই । আমার কাছ থেকে রেস্পন্স না পেয়ে একলাই চলে গেছে ।। আমি ও ছাদে যাচ্ছি । বিদায়

Level 2

টিউন স্টিকি করার আবেদন জানাচ্ছি।

post ta valo laglo.akhan theke onek kichu shikar ache.amar life ta o same condition.but ami sob kichui kori.jemon class,coaching,namaz,work.but problem holo without net i can’t do anything.tai jokoho shop a thaki thokon dekstop jokhon home a thaki thokon notebook r jokhon on the way thaki thokon on mobile.friend der time dite pari na so what?monthly 1 bar sobai mile 1ta journey kori.sob kichu chole.shudu smossa holo exam chara basay study kori na.ki korbo bolen to.ata ki internet nesa naki??????

Level 0

ভাই, গত দুই মাস বা তারও বেশি দিন ধরে যদি আপনার এই অবস্থা থাকে তাহলে দেরী না করে আপনি একজন Psychiatrist বা Clinical psychologist এর কাছে যান | Psychiatrist আপনাকে antidepressant drugs বা তার diagnosis অনুসারে medicine দিবেন আর Clinical psychologist কোনো drug দিবে না, তারা psychotherapy techniques ব্যবহার করে | Drugs গুলোর problem হলো এগুলোর অনেক side effects আছে এবং অনেককে এর উপর dependent করে তোলে | তাই বেস্ট হলো psychiatrist এর drugs এবং clinical psychologist এর psychotherapy- র combination. আপনি বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (যেটাকে আমরা pg বলি) এর psychiatry department এর outdoor এ যেতে পারেন অথবা ডাঃ সৈকত যে suggestion দিয়েছেন তা follow করুন | যত দেরী করবেন তত সমস্যা বাড়তে পারে | আপনার সুস্হতা কামনা করছি |

Level New

u r wr8 bro..thank u,,

প্লিজ কোন কিছুকে নেশা হিসেবে নিবেন না। যে কম্পিউটারকে আজ আপনার অনেক কাছের মনে হয়, সেই একদিন আপনার সাথে প্রতারনা করবে। প্লিজ কখনও যান্ত্রিক হবেন না , বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হবেন না, একটা সময় আপনার সাথে কেউ থাকবে না। আপনি হবে একা শুধুই একা……আমার মত……

Level 0

nirbachito kora hok.