নিজেকে যাচাই করুন – 6 : ছবিটি কার ?

হাসান সাহেব বই সংগ্রহে বেশ আগ্রহী। নিজের চেষ্টায় সে 1টি ছোট লাইব্রেরি তৈরি করেছে।
লাইব্রেরির দরজায় তিনি বেশ পুরনো রাজকীয় ছবির ফ্রেমে 1টি ছবি টাঙ্গিয়ে রেখেছেন। আর সমস্যাটা সেখানেই।
যখন নতুন কেউ লাইব্রেরিতে বই পড়তে আসে, তখন ছবি দেখে তার (হাসান সাহেব) কাছে জানতে চায় ছবিটি কার।
হাসান সাহেব তখন সেই প্রশ্নকর্তাকে উত্তর দেবার পরিবর্তে নিজেই 1টি প্রশ্ন করেন।
প্রশ্নটি হলো- ''আমার কোনো চাচা এবং ভাই নেই। কিন্তু ছবির মানুষটির বাবা হলো আমার বাবার সন্তান। এখন বলুন ছবিটি কার ?''
আপনারাও বলুন ছবিটি কার ?

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ছবিটি আমার সন্তানের।

Level 0

কিন্তু “বুদ্ধি পরীক্ষা – দুই দরজা” এর সঠিক জবাবটা ধাঁধাঁ দাতার কাছ থেকে আসলে ভাল হত। সঠিকভাবে জানা যেত প্রশ্নটি কি। এবং এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবেনের জন্যও। কোন সময় সত্য কি তা জানা অতি দরকারী হয়ে পড়ে। তাই জবাবটা দিয়ে দিলে আমার মনে হয় সবার উপকার হতো।

আপনার নিজের মনে হয়।

ওই লোক

হাসান সাহেবের ছবি। ১০০%। ভাই ঠিক হলে বলে দেন প্লিজ।

Level 0

আমার তো মনে হয় এটা খুব সহজ প্রশ্ন। আরও কঠিন হওয়া দরকার।

Level 0

আর ধাধার ফলাফল প্রকাশ না করা টা অন্যয়। এতে মানসিক চিন্তা আরও বেরে যেতে পারে।
আশাকরি এ ব্যপারে একটু ভাববেন।
———————————————————-ধন্যবাদ।

Level 0

ছবির মানুষটির বাবা হলো আমার বাবার সন্তান , তার মানে সে নিজেই।

ভাই খায়রুল, আমি একটু দেখছিলাম যে কে কে কি উত্তর দেয়। আর উত্তর আমি কি দিব, প্রথমজনই তো দিয়ে দিয়েছেন।

Level 0

কিন্তু “বুদ্ধি পরীক্ষা – দুই দরজা” এর সঠিক জবাবটা দিলে খুশি হতাম।

ভাই খায়রুল, সেটাতো আমি পোস্ট করিনি। সেটা পোস্ট করেছে স্বপ্নীল ভাই। https://www.techtunes.io/roundup/tune-id/8526/
আর আমি সেখানে আমার উত্তর দিয়েছি। প্রশ্নকর্তা এখনো উত্তর পোস্ট করেন নাই।

Level 0

আপনি যদি উত্তরটা জানেন তাহলে বলেন খুশি হব , আমি স্বপ্নীন ভাই কেউ বলেছি কিন্তু সারা পাইনাই।

ondecent ভাই ১০০% কারেক্ট।

হাসান সাহেব এর সন্তান….