হাসান সাহেব বই সংগ্রহে বেশ আগ্রহী। নিজের চেষ্টায় সে 1টি ছোট লাইব্রেরি তৈরি করেছে।
লাইব্রেরির দরজায় তিনি বেশ পুরনো রাজকীয় ছবির ফ্রেমে 1টি ছবি টাঙ্গিয়ে রেখেছেন। আর সমস্যাটা সেখানেই।
যখন নতুন কেউ লাইব্রেরিতে বই পড়তে আসে, তখন ছবি দেখে তার (হাসান সাহেব) কাছে জানতে চায় ছবিটি কার।
হাসান সাহেব তখন সেই প্রশ্নকর্তাকে উত্তর দেবার পরিবর্তে নিজেই 1টি প্রশ্ন করেন।
প্রশ্নটি হলো- ''আমার কোনো চাচা এবং ভাই নেই। কিন্তু ছবির মানুষটির বাবা হলো আমার বাবার সন্তান। এখন বলুন ছবিটি কার ?''
আপনারাও বলুন ছবিটি কার ?
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছবিটি আমার সন্তানের।