-বিস্মিল্লাহির রহমানির রহীম -
Peace Tv বাংলাতে শুক্রবারে জাকির নায়েকের নামাজ পড়া দেখলাম- জামায়াতবদ্ধভাবে ঈমামের পিছনের বা'দিকে । একটা বিষয় দেখে খুশি হলাম যে, আমার আর জাকির নায়েকের বা সেই ঈমামের নামাজ পড়ার মধ্যে কোন পার্থক্য নেই । আর তাই সাহস বেড়ে ১০০ তে ৯৯ হয়ে গোল । আর আমি আপনাদের সামনে হাজির হলাম সহীহ নামাজের পদ্ধতি নিয়ে যা জাকির নায়েক তার Lecture-এ বলেছিল - আর আমিও এই পদ্ধতিটাকে সহীহ বলেই জানি । জাকির নায়েকের উত্তর ছিল এইরকম-
"সঠিক নামজ শিক্ষা পেতে হলে The Prophet's prayer-by Naasir-ud-Deen Albaani এবং A guide to SALAT-by Muhammad Abdul Karim Saqib পড়তে পারেন ।"
আর তাই নেটে সার্চ করে খুজে বের করলাম এ মূল্যবান দুট বই । ডাউনলোড করে পড়ে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব । আর যদি কোন দ্বিমত থাকে তাহলে কুরআন এবং সিহাহ সিত্তাহর আলোকে ব্যক্ত করবেন - আমি সবসময় নিজের ভূল সংশোধন করতে/পরিবর্তিত হতে প্রস্তুত থাকি । এতে Flash আকারে একটি Video দেয়া হয়েছে যেটা সম্পূর্ণ নামাজ না-তবে যথেষ্ঠ
ডাউনলোড করুন Mediafire থেকে
(বি:দ্র: এ টিউনটি Mukut ভাইকে উৎসর্গ করে লেখা )
আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin
Tanjamin ভাই,ধন্যবাদ টিউনের জন্য।।।।।।।।