মনে করুন দুটি দরজা( ১ ও ২) আছে যার যেকোন একটি বেছে নিতে হবে।কিন্তু এই দুটির যেকোন একটি আপনাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেবে আর অপরটি নিরাপদ।
দুটি রোবট( ক ও খ) দাড়িয়ে দরজা দুইটা পাহাড়া দিচ্ছে।রোবট দুইটি আপনাকে যেকোন একটি দরজা পছন্দ করতে বলছে, কিন্তু একবার সিদ্ধান্ত তাদের জানিয়ে দেবার পর ঐ দরজা দিয়ে আপনাকে যেতেই হবে।
রোবট দুইটার একটা সবসময় সত্যি কথা বলে আর অপরটি সবসময় মিথ্যা কথা বলে।আপনি জানেন না কোন রোবটটা সবসময় সত্যি কথা বলে আর কোনটা সবসময় মিথ্যা কথা বলে 😀 ।
এখন আপনাকে যেকোন একটা রোবটকে মাত্র একটা প্রশ্ন করে জেনে নিতে হবে কোন দরজাটা নিরাপদ B-) . প্রশ্নটি কি?
আমি স্বপ্নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চিন্তায় ফেলে দিয়েছেন।