ধরুন, আপনি এবং আপনার 3 বন্ধু ফয়সাল, ফরহাদ, ফাহিম মিলে আপনার 4 সিটের ছোট গাড়িতে করে বেড়াতে বের হয়েছেন। গাড়িটি ছোটতো তাই 4 জনের বেশি বসা যায় না এবং এটির তেলের ট্যাংকে সর্বোচ্চ 100 লিটার তেল ধরে। আর ঘন্টায় গড়ে 50 কি.মি. পথ যায়। গাড়িটি কেনা হয়েছে আজ থেকে 5 বছর আগে। অর্থাৎ গাড়ির বয়স 5 বছর। আপনি জানেন আপনার বন্ধু ফয়সালের বয়স আপনার থেকে 2 বছর বেশি। ফাহিমের বয়স আপনার থেকে 1 বছর কম। আর ফরহাদ আর আপনি সমবয়সী। এখন বলুন ড্রাইভারের বয়স কত ?
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফরহাদের বয়সের সমান