আমার আজকের টিউন টি কিছু গানের লিংক নিয়ে। গান শুনতে কারনা ভাল লাগে। তবে প্রচলিত ধারার যে গান গুলা আমরা শুনছি তার বেশির ভাগই বলব অর্থহীন বাক্যব্যয়; যেন কেউ গায়ে পড়ে দায়িত্ব নিয়েছেন সবাইকে ব্যাস্ত রাখার এবং ভাল লাগাবার। তারা ভাল না লাগিয়ে আপনাকে ছাড়বে না । যেহেতু গান শুনতে আমাদের ভাল লাগে তাই একে অনেকেই অনেক ভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু সে বিষয়ে লেখার জন্য এ টিউন নয়।
ভাল লাগা এবং না লাগা আপনার ব্যক্তিগত ইচ্ছা এবং স্বাধীনতা। যেটা আপনাকে টানে সম্ভবত আপনি সে ধরনের গানই বেশি শুনে থাকেন। কাজেই আমি নিচে যে গানের লিংক গুলা দিয়েছি তা হয়তো আপনাকে নাও টানতে পারে আবার খুব ভালও লাগতে পারে। যা হোক কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি। নিচে খুব জনপ্রিয় ইসলামিক Anasheed এর YouTube লিংক দিলাম। আমার বিশ্বাস যারা নিজেকে ইসলামের ভিতর দেখতে ভাল বাসেন এবং মুসলিম ভাবতে গর্ভ বোধ করেন তাদের আশা করি ভাল লাগবে।
যারা ইসলামি Anasheed বা Nasheed এর সঙ্গে পরিচিত নন তাদের জন্য বলব Nasheed বলতে ওই ধরনের গান গুলা বুঝায় যাতে ইসালামের ইতিহাস, ধর্ম, বিশ্বাস কিম্বা তা বর্তমান প্রেক্ষাপটের ঘটনা হতে পারে ।এবং গানের কথাতে সত্য/বাস্তব বিষয় থাকবে । এবং তাতে বেশির ভাগ ক্ষেত্রে এতে এক ধরনের মিউজিকাল বাদ্য ব্যবহিত হয় (eg. daff)।
http://www.youtube.com/watch?v=4_lCRCpgVNo
http://www.youtube.com/watch?v=mMUcCjsxScc
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুআলাইকুম। আমি জাহিদ। Australia থেকে যা ভাল লাগে Islam, Quran, Hadith, Life of Rasulullah s.a.w, Travelling, IT, Telecommunication, Science, movie etc. বিশ্বাস করি "ঈমান মজবুত রাখতে প্রতিদিন কোরআনের চর্চা করা উচিত এবং তা বাংলাতেই শরু করুন, যদি আরবি অর্থ না জানেন" নিচের website টি কাজে লাগতে পারে। http://www.muminun.net/
Very good! Valo Laglo