চলুন আমাদের বিজ্ঞানী ড. মশিউর রহমান স্যারের পাশে দাঁড়াই

কখনও স্বার্থপরের মত এমন একটি চিঠি লিখতি হবে তা ভাবিনি। কিন্তু আল্লাহ মানুষকে এমন কিছু মুহুর্তের মুখোমুখি করায় যার জন্য সে প্রস্তুত থাকে না। সারাটি জীবন ভেবে এসেছি, কিভাবে মানুষের ও দেশের উপকার করা যায়। নিজের ব্যাক্তিগত প্রয়োজনে সবারকাছে হাত পাততে, সত্যিই খুব খারাপ লাগছে।

মার্চের শুরুতে জাপানের একটি গবেষনার কাজ গুছিয়ে যখন দেশে ফিরবার জন্য প্রস্তুত নিচ্ছি, তখন জানতে পারলাম আমার মুত্রথলিতে একটি পাথর ও টিউমার আছে। এর পর জাপানের সুনামি ও তেজস্ক্রিয়তার কারণে আর এটি নিয়ে ভাবার সময় পাইনি। জাপানের কাজ শেষ করে মে মাসে যথারীতি বাংলাদেশে আমার কর্মস্থল নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করার কথা। ভাবলাম বাংলাদেশে যাই, তারপরে সেখানেই অপারেশন করা যাবে। একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম পাথরের অপারেশন বাংলাদেশে নিয়োমিত হচ্ছে এবং খুব একটি সমস্যা হবার কথা নয়। বাংলাদেশে ফিরে পিজির প্রোফেসর সালামের কাছে গেলাম এবং এপ্রিলের ১০ তারিখে অপারেশন করে পাথর ও টিউমার সরানো হলো। তবে ভয়াবহ খবরটি জানতে পারলাম তার তিনদিন পরে, টিউমার এর কোষগুলি টেস্ট করে সেখানে ক্যানসার ধরা পড়েছে।

সবার পরামর্শে ব্যাংককে আসি উন্নত চিকিৎসা করার জন্য। ব্যাংককে এসে তারাও জানায় যে ক্যানসার আছে। ক্যানসার থেকে রক্ষা পাবার জন্য খুব দ্রুত একটি জটিল অপারেশন করে মূত্রথলিটি সরিয়ে ফেলতে হবে। এই অপারেশন বাবদ প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। হাতে আছে ১০ লক্ষ টাকা। এখন আমার আরো ১০ লক্ষ টাকার প্রয়োজন। এখন আমি আপনাদের কাছে হাত পাতছি, বাকি অর্থ সংগ্রহ করবার জন্য সহায়তা করার জন্য।

অনেকে হয়তোবা ভাবতে পারেন দীর্ঘদিন যে বিদেশে ছিল তার কি অর্থের প্রয়োজন? কিন্তু আমাকে যারা ব্যাক্তিগতভাবে চিনেন, আমি হলাম ঘরের খেয়ে বাহিরের মোষ তাড়িয়ে ফিরি, দিনরাত বিজ্ঞানি.org নিয়ে ভাবি, অর্থ জমিয়ে বিত্তশালি হবার কথা ভাবিনি। ভাবলে প্রবাসেই জীবনটা কাটিয়ে দিতাম, বাংলাদেশে ফিরার সাহস করতাম না। আমার যা সংগ্রহ হয়েছিলো তাও আমার স্ত্রীর তিলতিল করে সংসার থেকে জমানো অর্থ। অথচ ব্যংককে আসার আগে সব কিছুই সে আমার হাতে তুলে দিয়েছে। আর পাশে এসে দাড়িয়েছে আমার পরিবারবর্গ। ইতিমধ্যে চিকিৎসা বাবদ আমার ৭ লক্ষ টাকা খরচ হয়ে গেছে।

আমি আমার জীবনের সমস্ত পাপ-পূণ্য আল্লাহর হাতে তুলে দিয়েছি। তিনি যা করার তা করবেন। আর আমি এখন আপনাদের সহায়তার পাণে তাকিয়ে আছি। আপনাদের সহায়তা পেলেই আমি আবার সুস্থ জীবন ফিরে পেয়ে দশ ও দেশের জন্য কাজ করতে পারি।

ড. মশিউর রহমান
ব্যাংকক হসপিটাল, ২৯ এপ্রিল ২০১১

অর্থ সংগ্রহের জন্য নিম্নে লিখিত লোকজন কাজ করছেন

  • বাংলাদেশ: মাহফুজুর রহমান মিলন +8801740615720 [email protected]
  • আমেরিকা: মাসুদুর রহমান +1 (304) 840-5861 [email protected]
  • জাপান: AKMF Azam হেলাল 090 4258 3837 [email protected]

সরাসরি অর্থ প্রেরনের ঠিকানা

Prime Bank
Name: Dr. Mashiur Rahman
Account no: 16421030001480
Account type: Savings
Bank name: Prime Bank Limited
Branch: Pallabi Branch
Bank Address: 1/11 Pallabi, Mirpur, Dhaka, Bangladesh
Swift code of the Prime Bank: PRBLBDDH

লেখকের তরফ থেকে “এখন আপনি যা করতে পারেন কিছু আইডিয়া”

  • ১। এই পোস্ট টি মাত্র ফেসবুকে পেলাম, আমি কমেন্ট করেছি এটা “আপনার হাতে থাকা ১০লক্ষ টাকাও কনো এতিম খানায় দিয়ে দেন, কি হবে এত টাকা দিয়ে নিজের একটি জীবন বাচিয়ে?” কথাটা আমি বলতে পারছি কারন সে আমার কেউ না, এই পোস্ট পরার পরে আপনিও আমার মতন এমন কথা বলে ব্যাপারটা পাত্তাই দিয়েন না। কারন কেউ মরলেই আমাদের কি যায় আসে তাই না? যতক্ষন নিজের আপন কেউ না মরে ততক্ষন পপ কর্ণ খামু আর মজা নিমু। তাই না?
  • ২। ক্ষণিকের অনুভূতিতে হালকা কাইদাও দিতে পারেন, কিছুক্ষন পরে HBO তে মুভি দেখা স্টার্ট করেন। এ ছাড়া আর কি পারবেন তাই না? প্রতিদিন এমন কত কত মানুষ বিনা চিকিৎসায় মারা যায় আপনার হুস আছে? কেন মরে জানেন? আমাদের বিলাসিতার জন্য। এক দল মানুশ যদি নিজের স্বার্থের জন্য বিলাসিতার শীর্ষে উঠে না বসে থাকত তাহলে আমাদের মতন একটা দল বিনা চিকিৎসায় হয়ত মরে যেত না। হাহাহা আপনে আবার ভাববেন না আমি ইমোশনাল হয়ে গেছি। সস্থা ইমোশন আমার নাই ভাই। যা বলি চিন্তা ভাবনা করেই বলি।
  • ৩। আপনি সিগারেট খান? নেট উইস ত করেন? মোবাইল ইউস করেন না? প্রতিদিন চা এবং আড্ডায় খরচ ত করেন? পারবেন না একদিন একটু কষ্ট করে নিজের পকেট মানি থেকে কিছু সাহায্য করতে? সবাই বেশী না জাস্ট ১০০টাকা করেও যদি দেই তারপরেও কি পারবো না আমরা একটি সৃষ্টিকে বাচাতে?
  • ৪। কিছুই যদি না পারেন অন্তত্য এই খবর টা সবার সাথে শেয়ার করুন, আপনি না পারলেও হয়ত অন্যকেউ পারবে।
  • (তবুও বলছি আমাদের মাঝে একদল আছে অন্ধ, আর অন্ধকে কখনো সাদা রঙ চিনানো যায় না। জানি জানি এত কিছু বলেও লাভ নাই)

Level New

আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

……….

    Level New

    আসলেই ভাই কিছুই বলার নেই !!!

    Level New

    সব গুলো কমেন্ট পড়ার পর একটা জিনিস বুঝতে পারছি যে ,
    কেউ কেউ টিউনটি ভালো মতো না পড়ে তালগোল পাকিয়ে ফেলছেন ।
    @ তাদেরকে বলছি আমি মশিউর রহমান নই ।আমি শুধু মাত্র উনার ব্লগ http://www.biggani.org এর একজন পাঠক ।তবে এখানে অনেক টিউনার ও পাঠক আছেন যারা ব্যক্তিগত ভাবে উনাকে চিনেন ।

যেকোন প্রাইম ব্যাঙ্কে টাকা জমা দিলে হবে? রাজশাহী থেকে?

    Level New

    vai apni aktu kosto kore ekhane jogajog korun.বাংলাদেশ: মাহফুজুর রহমান মিলন +8801740615720 [email protected]

ধন্যবাদ আপনাকে। এই টিউনটি করেছেন পুদিনা পাতা ভাই এখানে – http://www.tunerpage.com/archives/7075 গত রাতেই পড়েছিলাম। শেষের ৪টি পয়েন্ট পুদিনা পাতা ভাই এর লিখা, বাকি লিখাটা Mashiur Rahman লিখেছেন।
প্লিজ সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ

    Level New

    g vai ami to bole diesi ata tuner page theke copy kora post.

অনেক খারাপ লাগতেছে। চেস্টা করবো আমি সাহায্য করার জন্য।

ooop………………..সবার এগিয়ে আসা উচিত। দোয়া রইল।

আপনি এটাকে হাত পাতানো বলছেন কেন?বরং আমাদের উচিৎ হাত বাড়িয়ে দেয়া।এটাই মানবতা।আমি ১০ ই মে'র মধ্যে টাকা পাঠাবো ইনশাআল্লাহ প্রাইম ব্যাংকে।দোয়া করি সুস্থ্য হয়ে উঠুন।
প্রতিটি টপ টিউনারের কিছু অন্ধ ভক্ত আছে।যার অপর নাম ফ্যান।আমি টপ টিউনারদের কাছে অনুরোধ করছি এখানে মন্তব্য রেখে যান যা দেখে আপনার অনুসারীরা সাহায্য করতে অনুপ্রানীত হবে।এ নৈতিক দায়িত্বআপনার ।
বিপদে যদি একে অপরকে না-ই দেখলাম তাহলে কি হবে শুধু সুখের দিনের সাথি হয়ে?বরং বন্ধ করা উচিৎ এই সব ব্লগ সাইট।শুধু নিতেই জানলাম,কিছু দিতে জানবো না?
আমি ব্যক্তিগত ভাবে সবাইকে আহ্বান করছি এগিয়ে আসার জন্য।বিন্দু থেকেই সিন্ধুর সৃষ্টি হবে।হাত বাড়ালাম।

    এডমিনকে অনুরোধ করছি লেখাটিকে ষ্টিকির মর্যাদা দেয়ার জন্যে।২/১ দিনের জন্য হলেও।

    আমিও প্রবাসি ভাইয়ের সাথে একমত ।

    প্রবাসী ভাইয়ের সাথে একমত। এডমিনকে অনুরোধ করছি টপটিউনারদের অনুরোধ রক্ষা করার জন্য।

    আমিও একমত । মডারেটর ভাইদের বলছি,প্লিজ আমাদের অনুরোধ রক্ষা করুন।

    ষ্টিকি করা হোক… প্লিজ এডমিন প্লিজ

    Level 0

    প্রবাসী ভাই, আপনার এই মানসিকতা দেখে আমার চোখে পানি এসে যাচ্ছে…! আজ সত্যিই টেকটউনসকে আমার পরিবারের মতো লাগছে… দোয়া রইল আমাদের বিজ্ঞানী ড. মশিউর রহমান স্যারের প্রতি।

    ami pray 1 years por comment korchi, Truthly ami lekhata parar por comment na kore ar thakte parlam na. Apnar vabben ami hoyto ai saite asina, regularly na asleo 2 days ar mordhe ak bar asi, and sokol post gula dekhi. But aj-ker post ta amake khub nara diyeche, ami present BKB( Bangladesh Krishi Bank ) te kaj korchi, ami amar sardho moto HELP korbo……….., Admin Vbhai ami Prabashi, Zahid, Bandha, Saon,Taher,Sayeam vhai der sathe ak mot ~^-^~
    aasha kori Sir tara tari vhalo hoye deshe firben……………..Doia railo,,,,,,,

প্রথমেই এডমিনকে অনুরোধ করছি লেখাটিকে ষ্টিকির মর্যাদা দেয়ার জন্যে।২/১ দিনের জন্য হলেও। আর তারাতারি সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি।

amar samanno puji ami apnar accounte pathabo. Asun sobai take sahajjer hat bariye dei.

Asun amader jototoko pari ta dea sahajjo kore.ALLAH take sostota dan korok Amin

আসুন আমরা সকলি তাকে সহযোগিতা করি।

এডমিন ভাইকে সবিনয় অনুরোধ করছি + দাবী করছি পোষ্ট অন্তত ১/২ দিনের জন্য
হলেও স্টিকি করার জন্য যাতে সকল পাঠকের দৃষ্টিগোচর হয় ।

আর্থিক ভাবে সাহায্য করার সামর্থ্য এই মুহূর্তে হয়তো আমার মত অনেকেরই নাই আসুন তারা প্রাণ খুলে আল্লাহ্‌র কাছে এই ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ্‌ এই অসহায় বান্দাকে বাঁচাও।

    ১০০% সহমত । সেই সাথে এডমিন কে অনুরোধ করি এই পোষ্ট স্টিকি করার।

ভাই ড. মশিউর রহমান আসেলই ঘরের খেয়ে বাহিরের মোষ তাড়ায়।উনি শেয়ার business এর technical analysis এর ওপর ভিডিও তৈরি করে u tube এ দিয়েছেন মানুষের উপকারের জন্য।খুবই ভাল মানুষ।খুব খারাপ লাগেছ ওনার জন্য।এডমিন ভাইকে পোষ্ট স্টিকি করার জন্য অনুরোধ করছি।http://www.youtube.com/user/drmashiur

প্রবাসী ভাই এর সাথে আমি একমত, ২/১ দিনের জন্য পোষ্টটি ষ্টিকির মর্যাদা দেওয়া হক।

ভাই সবাই একটু এডমিন ভাইকে পোষ্ট স্টিকি করার জন্য অনুরোধ করুন plz plz plz.আমি ওনার ভিডিও গুলো থেকে অনেক কিছু শিখেছি।খুবই খারাপ লাগেছ ওনার জন্য।

admin vai amader karor onurodh rakhlo na….ektu pore hoy to ai post ti 2nd page a chole jabe…….

ছোট মানুষ। তাই দোয়া করা ছাড়া আমি অন্য কিছু করতে অসমর্থ।

    Level 0

    ইনশাল্লাহ্, আমাদের দোয়াই হয়তো কারো হাত প্রসারিত করবে… অনেককে অনুপ্রাণিত করবে…

মশিউর ভাই আপনার যদি পেপাল একাউন্ট থাকে তাহলে একটু শেয়ার করুন। খুব তারাতারি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এই কামনাই করি।

    Level New

    vai apni akhane jogajog korun uni bolte parben……
    মাহফুজুর রহমান মিলন +8801740615720

Level 0

প্রবাসী ভাই এর সাথে আমি একমত, ২/১ দিনের জন্য পোষ্টটি ষ্টিকির মর্যাদা দেওয়া হক।
অনেক খারাপ লাগতেছে। চেস্টা করবো আমি সাহায্য করার জন্য।

Level 0

প্রবাসী ভাই এর সাথে আমি একমত, ২/১ দিনের জন্য পোষ্টটি ষ্টিকির মর্যাদা দেওয়া হক। চেস্টা করবো আমি সাহায্য করার জন্য।

Level 0

আসলে, যারা নিশ্চিত জান্নাতে যাবে- তারাও মরতে চায় না ; সবাই বাঁচতে চায় । আমি যদি অমুক হতাম তাহলে অনেক বড় অংকের টাকার ব্যবস্থা করতাম । দু:খিত আমি -কিছুই ব্যবস্থা করতে পারলাম না । আপনার জন্য দো আ করব ইনশাআল্লাহ ! যাহোক একটা কথা সত্যি যে আপনি অনেক ভাগ্যবান- অনেক আগে পেয়েছেন । এটাই বা কজন পায় বলুন ?
তবে কষ্ট না পেলে আপনাকে বলব- কিছু ডাক্তারী রিপোর্ট টিউনটাতে দেবেন। বাঙালী তো, সহজে কেউ বিশ্বাস করতে চায় না যে, কেউ আক্রান্ত

কী জানি ছোট মুখে বড় কথা বলে ফেললাম কি না …ক্ষমা করবেন তেমনটি হলে ।

    Level 0

    ভাই অনেক ভাল বলেছেন। আপনার মতো আমিও একটা বড় কথা বলি… আমার মনে হয় এত কিছুর পরেও বিশ্বাস না করাটা কষ্টকর… সেই বিশ্বাসটা নাহয় আমাদের আপন না-ই হল…!

    Level New

    dekhun vai ami Moshiur Rahaman na……tai amar kase kono proof nei…akhane onek tuner + reader asen jara unake personally chinen……
    asole apni tune ti valo kore bojhen ni / poren ni…….apnar comment dekhe amar kosto lagse….moshur rahaman kosto peten kina jani na……

চেষ্টা করব যেভাবে যতটুকু সম্ভব এই পরোপকারী মানুষকে সাহায্য করতে।আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

    নাইম ভাই, যেকোন জায়গা থেকে ওনার account এ টাকা পাঠানো যাবে?

    হ্যা পাঠানো যাবে। মাহফুজুর রহমান মিলন +8801740615720 [email protected] এই ঠিকানায় আগে যোগাযোগ করে পাঠানোর সিস্টেম জেনে নিতে পারেন।

আমরা সবাই আশা করছি খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে আবার আমাদের সামনে ফিয়ে আসবেন।আসুন সবাই মিলে আল্লাহের কাছে দোয়া প্রার্থনা করি আর যাদের সামর্থ আছে তারা এগিয়ে আসুন।

আসুন যে যার অবস্থান থেকে চেষ্টা করি। মসিউর ভাইয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

পুদিনা পাতা ভাইয়ের ৩নং Point-টা আসলেই কার্যকরী একটা Point…

Level 0

kishui Ashole Bolar Nai…..

http://wapzbd.com

    Level 0

    কিছু বলার নাই ভাল কথা, চুপ করে থাকেন.. নিজের সাইটের এ্যাড দেওয়ার আর টিউন খুজে পেলেন না? সব সময় ছাগলামী…..

    Level 0

    prince vai…ami na hoi shorashori link dilam…apnar nam a j click korle apnar site open hoi shaita deksen??? kew k kisu bolar age vhebe niber 100 bar.coz mokher kotha r bondhuker guli akbar ber hoi gele r ferot ashe na…age nijere thik koren…tarpor kotha boilen…
    what ever..ami ai kotha gula bolte chainai..bt kisu na bole o parlam na..:)

Level 0

ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। আমিন।

Vai apnara je ja paren Mashiur vai ke sahajjo koren. Er ekhane montobbo koren, tahole onnra take sahajjo korte utsahito hoben.

স্যার তারাতারি সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি।

Level 0

আসুন যে যার সমর্থ অনুযায়ি হাত বাড়িয়ে দিই ।

আল্লাহ স্যারকে শিফা দিক, এই দোয়া করি

Level 0

স্যার তারাতারি সুস্থ হয়ে উঠুন এই দোয়াই করি। সেই সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে এই কামনা করি।

জাতীয় দৈনিক এ একটা নিউজ দিতে পারেন। অনেক বেশি উপকার হবে তাতে।

Level 0

চাই ভালো কিছু হোক!

"সারাটি জীবন ভেবে এসেছি, কিভাবে মানুষের ও দেশের উপকার করা যায়। নিজের ব্যাক্তিগত প্রয়োজনে সবার কাছে হাত পাততে, সত্যিই খুব খারাপ লাগছে।" স্যার, আপনি আমাদের কাছে হাত পাতবেন কেন, আমরাই বরং আমাদের প্রত্যেকের হাত বাড়িয়ে দেবো। এর জন্যই তো আমরা মানুষ। মানুষ তো মানুষেরই জন্যে। আর আপনার মত নিবেদিত প্রান মানুষদের বাচিঁয়ে রাখা তো আমাদের সকলের কতর্ব্য। মানবতার কাছে তুচ্ছ অন্য সব কিছু। আমাদের সকলের যৎসামান্য সাহায্যে ও পরম করুণাময়ের আশির্বাদে আপনি নিশ্চয় সুস্থ হয়ে উঠবেন।

আসুন আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি , আমরা টি টি তে প্রায় (৮,০০০) আট হাজার উপরে লোক জড়িত।
আসুন আমরা সবাই যদি ১০০ টাকা ও করে জমা করি , তাহলে প্রায় (৮,০০,০০০) আট লক্ষ টাকা জমা হবে।
আশাকরি আমারা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবো। সবাই কে ধন্যবাদ।

মাহ্ফুজুর রহমান ভাই কি ঢাকায় থাকেন? তাহলে আমি োনার কাছে গিয়ে সামান্য কিছু সাহায্য করতে পারব। মশিউর স্যার সুস্থ হয়ে উঠুক দোয়া করি।

Level 0

ঘরের খেয়ে বাহিরের মোষ তাড়িয়ে ফিরি,
ai likhar mana ki, sala dandabaj

    moradduet ভাই এ কথার অর্থ কি? আমি তো আমার সামর্থ্যের কথা এখানে বলেছি, এজন্য এ ধরনের মন্তব্য খুবই দু:খ জনক। আপনারা আমার লেখা কি মনে নিয়েছেন জানি না, আমি ভাল উদ্দেশ্যে লিখেছি। ভাল থাকেন, ধন্যবাদ।

Level 0

ঘরের খেয়ে বাহিরের মোষ তাড়িয়ে ফিরি::,
ai likhar mana ki, sala dandabaj

    Level 0

    মানে হচ্ছে, অপরের উপকার করে কোন প্রতিদান নেন না। ভালো মানুষ !!

আসুন আমরা সবাই অনার পাশে দ্বারাই। যেযতটুকু পারি সাহায্যে করি।

অবশ্যই চেষ্টা করব আর দোয়া করি মশিউর রহমান স্যার যেন তারাতারি সুস্থ হয়ে উঠেন।

Level 0

sticky…

Level 2

আসুন প্রাণ খুলে আল্লাহ্‌র কাছে এই ভাইয়ের জন্য এবং সকল টিটি ভাইদের জন্য দোয়া করি যেন আমরা সবাই তাকে সাহায্য করতে পারি।(আমিন)

আসুন আমরা সবাই ওনার পাশে দ্বারাই। যে যতটুকু পারি সাহায্যে করি। যে কোন prime bank এর শাখা থেকে ওনার account number এ online transfar দিলেই ওনার account এ জমা হবে ।

স্যার তারাতারি সুস্থ হয়ে উঠুন এই দোয়াই করি। সেই সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে এই কামনা করি।

Level 0

ড. মশিউর রহমান সাহেবের জন্য, টেকটিউনের সবাইর , একজন শিক্ষকেরপ্রতিসন্মান ও ভালবাসা দেখে আপন দেশহেত অনেকদূরে থেকে , খুব ভাল লাগছে।আপনাদের মতামতের সাথে আমিও একমত। আমরা যে যতটুকু পারি সাহায্যে করি। এবং আসুন প্রাণ খুলে আল্লাহ্‌র কাছে দোয়া ওনি যেন তারাতারি সুস্থ হয়ে উঠেন।

Level 0

সবাইকে আমার শূভেছছা,
টেকটিউনস এর ভাই ও ভোন দের নিকট আমার একটি প্রস্ন ,বিজ্ঞানী ড. মশিউর রহমান সাহেব এখন কেমন আছেন ।