ছালাম দিয়ে শুরু করলাম । এটি আমার প্রথম টিউন । কোনো ধরনের ভুল ত্রুটি হলে দয়াকরে নিজ গুনে সাহায্য করবেন ।
গ্রাম বাংলার এখন আর আগের মত ব্যপক হারে ধাঁধার ব্যবহার হয় না । এক কালে দল বেঁধে ধান ভানতে, পিঠা বানাতে, বর ও কনের জন্য হলুদ কিংবা মেহেদী বাটতে গিয়ে ধাঁধার জমজমাট আসর বসত । হারিয়ে যাচ্ছে সেই গ্রামীণ ধাঁধা। বর্ণনার কৌশলে এতে রহস্যময় রস বরষণ করা হয় । রুপক, সংকেত, উপমা, তুলনা, অতিশয় উক্তি ইত্যাদির সাহায্যে রহস্যময় প্রশ্ন রচনা করা হত । প্রশ্ন আছে বলেই এর এক একটি উত্তরও আছে, সংকেত ভেদ করে এর উত্তরটি বের করা হয়, প্রশ্ন ও উত্তর মিলে ধাঁধা পূর্নতা লাভ করে, ধাঁধা চর্চায় কিংবা আসরে দুটি পক্ষ থাকতে হয় । ধাঁধার মধ্য দিয়ে কেবল পরিনত শিল্প মন কিংবা রস বোধের পরিচয় প্রকাশ পায় তাই নয়, এর মধ্য দিয়ে সূক্ষ্ণ হাস্য রসের ইঙ্গিত পাওয়া যায়, বুদ্ধির অনুশীলন এর চরম লক্ষ্য নয় বরং নির্মল হাস্যরস সৃস্টি এর সামঞ্জস্যের কল্পনা করে প্রকৃ্ত মীমাংসাটি সুচতুর বর্ননা ব্দারা গোপন করে দওয়া হয় ।
চলুন আমরা এবার এরকম কয়েকটি ধাঁধার মুখমুখি হই ।
১. সবার আগে গলে, ময়ে ছুঁইলে মরে ?
২. বত্রিশ জোয়ানের ঘরে এক জোয়ান নাচে, না না করিলে আরও জোরে নাচে ?
৩. জোয়ান কালে কালা, বুড়া কালে ধলা, কও চাই আক্কেল করি, কন রুপসীর চলাকলা ।
৪. মাড়িয়া দুনি, ঠাঙার গাই, যত দুই তত পাই ।
এ ছাড়া কোন কোন ধাঁধার ভাষা অশ্লীল হলেও উত্তর শ্লীল । যেমনঃ
৫. এদ্দুরি ওগ্যা হোলা, তার নুনুগা খাড়া ।
৬. আইছি কাজে কইনা লাজে, কাজ আছে দুই ঠ্যাং এর মাঝে ।
উত্তরঃ
১. লবন ।
২. জিভ ।
৩. মাথার চুল ।
৪. খেজুর গাছ ।
৫. বদনা ।
৬. গরু / ছাগলের দুধ দোহন ।
আজ এই পর্যন্তই... এতক্ষন কষ্টকরে পরার জন্য আন্তরিক ধণ্যবাদ। দয়াকরে আর এক্টুকস্ট করে কমেন্ট করতে ভুলবেন না যেন ।
আমি ScrollBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WHAT IS THIS