ওয়েব ডিজাইনারের জীবনকে সহজ করতে ১৪টি ঝাকানাকা টুলস

ওয়েব ডিজাইনারের জীবনকে সহজ করতে বেশকিছু টুল

1.Typetester

Typetester এর মাধ্যমে সহজেইআপনার ফন্টেরআকার, রঙ, ব্যাকগ্রাউন্ডের রঙ ইত্যাদি পরিবর্তন করে কিরকম দেখায় তা যাচাই করতে পারবেন।

2. pForm

সহজে নান্দনিক পিএইচপির ফরমতৈরী করে দিবেআপনাকে।

3. ColourLovers

সাইটের রং পছন্দের দায় নিবেএই সাইট

4. Firebug

CSS, HTML, and JavaScriptএর কোড লখতে এবং ভুল সংশোধন করতেদারুনভাবে কাজ করেএটি

5. Em Calculator

ফন্ট সাইজের em ভ্যালু বের করে দিবেএটি।

6. Browser Shots

বিভিন্ন ব্রউজারেআপনার সাইটটি কেমন দেখাবে? তাবলে দেবে Browser Shots

7. Icon Finder

আইকনের দায়ভার দিয়ে দিন একে

8. MeasureIt

ফায়ারফক্স প্লাগইন, বলে দেবে স্ক্রিনের পিক্সেলের পরিমান

9.Pingdom

যে কোন সাইটের HTML, images, CSS, JavaScripts, RSS, Flash ফাইল and frames/iframes এর সাইজ বলে দেবে। ডাউনলোডও করতে পারবেন

10. Test Everything

১০০ টিরও বেশি ভেলিডেশন টেস্ট করতে  Test Everythingএর জুরি নাই।

Test Everything lets you run your website though approx. 100 different validators and testers, all from the comfort of one application. This can save an enormous amount of time during the testing phase of your site development.

11. CSS Sprite Generator

ছবি মার্জ করতে ব্যবহার করুন CSS Sprite Generator

12. Domainr

সুন্দর ডোমেইননেম খুজতে পটু Domainr

13. Font Burner

ইউজারের কম্পিউটারে ফন্টটি থাকুকআর না থাকুক ।ওদের দেয়া কোড ব্যবহারে ১০০০ এর বেশী ফন্ট আপনার সাইটে সেট করতে পারবেন।

14. Smush.It

ভাল মানেরইমেজইডিটিঙের কাজটি করবে Smush.It

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাক্সস! সরি ধন্যবাদ 🙂

যারা wab সাইট মোটা মোটি ভাবে তৈরি করতে পারেন তাদের জন্য মনেহয় খুব ভালো একটি টিউনস। তবে আমার জন্য নয়।

জটিলzzzzzzzzz…………..

ধন্যবাদ মেহেদী হাসান,আদনান বারি, তারেকবিডি ভাই।

টিউটো ভাই আপনি আমার মনের দুঃখ বুঝলেন না ? আমি wab সাইট HTML ব্যবহার করে তৈরি করতে পারিনা। আমি হাবিবুর ভাই এর একটি টিউনস থেকে মাত্র 3 মিনিটে একটি wab সাইট তৈরি করেছি www. http://krazzyboy.page.tl/তা আবার পূণ ভাবে নয়। কারন আমি টুলস গুলোর সঠিক ব্যবহার জানি না। তাই আমার একটি আবেদন কি ভাবে HTML ব্যবহার করে মোটা মোটি ভাবে একটি wab সাইট তৈরি করা যায় এবং কোন কোন সাইটে ডোমেইন অথবা সাবডোমেইন ফ্রি প্রদান করে। তা জানালে আমার মত আনেকিই উপকৃত হত। তাই আপনার ই-মেইল ঠিকানাটা অথবা মোবাইল নাম্বার টা দিবেন আশা করি। আর আমার ই-মেইল : [email protected]

ধন্যবাদ , আদনান বারি ভাই। আমাকে info(at)tutorialbd(dot)com ঠিকানায় মেইল করতে পারেন। http://hostcell.net এ ফ্রি ওয়েব সাইট বানাতে পারেন। রেজিস্ট্রশনের ধাপগুলো একটু বড় হলেও টাকায় কেনা হোস্টং এর মতো অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
আমার মনে হয় HTML এর বাংলা কিছু বই পাওয়া যায়। তা দিয়েও শুরু করতে পারেন।

Level 0

THANKS FOR SHARING…

ফাটাফাটি টিউন!!!!