আমার ওয়েব সাইট!!!

টিউন বিভাগ সমগ্র
প্রকাশিত

বেশ কয়েক মাস আগে একটা ডোমেইন কিনি ঝোকের মাথায়, তারপর থেকে পড়ে আছে, কাজই করা হচ্ছে না। মানুষের কাজ করে বেড়াই ঠিকই, কিন্তু নিজের সাইটের কাজ করা হয়ে উঠছিল না। শুধু একটা ব্লগ করে রাখছিলাম, কিন্তু হোম পেইজে তার আবার লিংক দেইনাই। হোম পেইজে শুধু "আন্ডার কন্সট্রাকশন" দিয়া ফালায় রাখছিলাম।

গতকাল সকালে আমার বেষ্ট ফ্রেন্ডের ঝাড়ি খেতে হল এই কারণে। তার বড় বোন নাকি আমার ওয়েবসাইট কাকে দেখাতে যেয়ে বোকা বানছেন। কারণ তিনি আমার ব্লগের এড্রেস জানতেন না।

যাই হোক এই বেষ্ট ফ্রেন্ডের ঝাড়ি খেয়ে কাজে হাত দিলাম রাত ১০:২৭ মি. তে। কাজ যতক্ষণে শেষ হয়েছে ততক্ষণে ফজরের আযান শুরু হয়ে গিয়েছে। যাই হোক শুধু হোম পেইজ করা হয়েছে এর মধ্যে। তবে সাইটটা এমন ভাবে করছি যাতে অন্য পেইজ গুলা সহজেই তৈরী করে বসায় দেওয়া যায়। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

এখন আমার এই পোষ্টের উদ্দেশ্য হল সাইটের ডিজাইনটা কেমন হচ্ছে তা জানা। এ জন্য আপনাদের মন্তব্য আশা করছি।

ভাল লাগুক, খারাপ লাগুক আর সমস্যা যাই পান না কেন, দয়া করে জানাবেন।

আর একটা কথা, এই সাইটে শুধুমাত্র ব্লগ লিংক এবং কন্টাক্ট লিংক কাজ করবে, অন্য গুলি এখনও তৈরী করা হয় নাই। এইদিকে আবার কন্টাক্ট লিংক কাজ করলেও কোন কমেন্ট করা যাবে না। তাই আপনারা যদি কমেন্ট করতে চান, তাহলে এখানেই করতে হবে। সবাইকে অনুরোধ করছি আমার এই সাইটটা ভিজিট করতে এবং মন্তব্য দিতে। আগাম ধন্যবাদ রইল। আমার সাইট
http://www.shafiul.com/

Level 0

আমি shafiulalamchowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউন শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….