আব্দুল হাদি প্রতিদিনই সাভার থেকে ৭০ কেজি দুধ এনে ধানমন্ডির বাসায় বাসায় দিয়ে যায় সে ৪০ টাকা করে দুধ কিনলেও ঢাকায় এনে ৮০ টাকায় বিক্রি করে!
দিনে ৩'শত টাকা খরচ বাদ দিলেও তার মাসে ৭৫ হাজার টাকার মত থাকে।
তারেক সাহেব ১.৫ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে নিউ মার্কেটের দোতলায় একটি দোকানের সামনে বসার অনুমতি নিয়েছিলেন প্রায় ২১ বছর আগে, মাসে ভাড়া দিতে হয় ১০ হাজার টাকা। তিনি সেখানে বসে প্যান্ট শার্ট ছোট করা সহ টুকটাক সেলাইয়ের কাজ করেন।
এই ২১ বছর দর্জির কাজ করে সায়দাবাদ একটি ৫ তলা বাড়ি, রায়ের বাগ ৩ তলা বাড়ি, মালিবাগ হোসাফ টাওয়ারে দুইটা দোকান কিনেছেন
বাড়ি ভাড়া ও দোকান ভাড়া থেকে উনার মাসিক আয় ২.৫ লক্ষ টাকা!
যখন জিজ্ঞেস করলাম, "দর্জির কাজ করে কত পান?"
উনি হেসে বললেন, "কখনো ৭০, কখনো ৮০, কখনো ৬০-ও হয়, তবে ৬০ হাজার খুব কমই হয়"
কিংবা মল চত্বরের ইগলুর আইসক্রিম বিক্রেতার কথাই ধরিনা কেনো
আইসক্রিম খেতে গিয়ে জানলাম তার বাড়িও আমার জেলায়, আইসক্রিম বিক্রি করেই তিনি মোহাম্মদপুর ছয় তলা বাড়ি করেছেন, মাসে লাখ দেড়েক টাকা ভাড়াও আসে।
এসব মানুষ তারা যাদেরকে উঠতে বসতে আমরা ঘৃণার চোখে দেখি, নিয়মিত ধমকও দেই।
কিন্তু, ২৫ বছর পড়াশুনা করেও তাদের সমান বেতনের চাকরি ম্যানেজ করতে পারিনা।
এসব লোক যেখানে পড়াশুনা না করেই উদ্যোক্তা হয়ে গেছে আমরা সেখানে পড়াশুনা করে অন্যের গোলামী করার সুযোগও পাইনা।
ট্রাডিশনাল বিজনেসকে ঘৃণা করে ইনোভেটিব কিছু করতে চেয়ে আমাদের অবস্থা এমন হয়েছে যে, আমরা কোন স্টার্টআপই দাঁড় করাতে পারিনা।
দিনশেষে আমাদের চাকরি খুঁজতে হয় আকিজ সাহেব কিংবা কাউছ মিয়ার জর্দার ফার্মে।
-- আমরা জর্দার ম্যানেজার হয়েই প্রাউড ফিল করি!
অথচ এই স্টার্ট আপ গুলো যদি তরুণ শিক্ষিতরা শুরু করতো, দেন?
হাদি মিয়ার ক্ষমতা নাই ৭০ কেজির উপরে বিক্রি করার কিন্তু আমরা পারতাম এমন একশ হাদি মিয়া দিয়ে বিজনেসটা বড় করতে কিংবা একশত তারিককে ম্যানেজ করতে, কারন আমাদের ম্যানেজারিয়াল অ্যাবিলিটি তাদের চেয়ে বেশি।
আমরা সেটা না করে মাল্টিন্যাশনালে জব করে গাধার মত খেটে হাজার পঞ্চাশেক টাকা পেয়েই খুশি।
নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কি করতে চান? এখনই সময় পরিবর্তনের - সময়টা হয়তো পরে আর নাউ পেতে পারেন।
সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমাদের পোস্টটি পড়ার জন্য। নতুন নতুন বিজনেস আইডিয়া ও মার্কেটিং কৌশল রিলেটেড আরো তথ্য ও আর্টিকেল পেতে আমাদের ফেইসবুক পেজ এ ভিসিট করুন।
FB Link : https://www.facebook.com/bizzidea/
Team : Bangladesh Ideas Park - Bangladesh
আমি বিজনেস আইডিয়াস পার্ক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশ আমাদের দেশ । আমরা বাঙালি, বাংলা আমাদের গর্ব । আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ । উন্নয়নশীল একটি দেশে উদ্যোক্তাদের খুব প্রয়োজন কারণ এই উঠতি উদ্যোক্তারাই একদিন বড় বড় কর্ম যজ্ঞ তৈরি করবে। কিন্তু আমাদের উদ্যোক্তারা চরম ভাবে অবহেলিত, তারা না পায় কোন সহযোগিতা না পাই শেখার কোনো জায়গা ।...
Thanks your valuable post