ওয়ার্ল্ডকাপ ক্রিকেট ২০১১ এর ফ্রী এসএমএস এলার্ট!

কাজটা অবশ্য মেহেদী আকরাম ভাই সবসময় করে থাকেন। তবে এবার অনেক অপেক্ষা করেও তার কোন সাড়শব্দ পেলাম না। তাই নিজেই এটা তৈরী করতে বাধ্য হলাম। তৈরী যখন করেই ফেলেছি তাই সবার সাথে শেয়ার করলাম। মেহেদী ভাইয়ের ভালভাবে না পারলেও মোটামোটি চাহিদা মেটানোর চেষ্টা করব। তাহলে শুরু করুনঃ

যেভাবে এক্টিভ করবেনঃ

Note: ব্যবহৃত ছবিগুলো বড় করে দেখতে তাতে ক্লিক করুন।

প্রথমে এখানে ক্লিক করুন।

কাজ শেষ। এবার আপনি প্রত্যেক ম্যাচের দশ মিনিট আগে একটি এবং ম্যাচ শেষে ফলাফল সহ একটি এসএমএস পাবেন। এটি বাংলাদেশের সকল বড় মোবাইল অপারেটর সাপোর্ট করে।
আমার ব্যাক্তিগত ব্লগেও প্রকাশিত।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক করে সাজানোর অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। একটা ছবির উপর আরেকটা উঠে যাচ্ছে। কর্তৃপক্ষের নজরে পড়লে ঠিক করে দেয়ার অনুরুধ রইল।

    মেহেদী ভাইকে অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ………কাজ হয়েছে।

    এতক্ষন ধরে আর কেউ কমেন্ট করলনা। আপনিই করলেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ উপকারি টিউন

Level New

ধন্যবাদ

Donnobad

Level New

অশেষ ধন্যবাদ।

    টিউনটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ

শুধু শুধু কষ্ট করলেন। আমিতো অনেক আগেই http://sabbd.com/index.php/smsalert/ এবং http://sports.sabbd.com/ এ দিয়ে রেখেছি। তাছাড়া cricinfoতেও দেয়া আছে।

    জ্বীনা। শুধু শুধু কষ্ট করিনি। আপনার ঐখানে গিয়ে কে খুজবে। বানিয়েছেন যখন তখন টেকটিউনসে শেয়ার করতেন।

    শেয়ার করতে চাইছিলাম, কিন্তু টিউন করার অভ্যাস নাই। আরেক জনকে বলেছিলাম সে টিউন করে দিবে বলে আর করে দেয় নাই। আর শুধু শুধু কষ্ট করেছেন বলেছি কারন, ক্যালেন্ডারটি নিজে না বানিয়ে cricinfo থেকে নামিয়ে আপনার ক্যালেন্ডারে এড করে এই টিউনটি করতে পারতেন,সেটা বলেছি। তাতে আপনার কষ্ট একটু কম হত।

টিউনকি এতই খারাপ?

আপনাকে ধন্যবাদ…………………..।

কষ্ট করে বানানোর জন্য এবং শেয়ার করা জন্য টেটিতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ আতাউর রহমান ভাই মন্তব্যের জন্য। আপনাদের কাজে লাগলেই কষ্ট স্বার্থক। তা আপনারতো দেশে আসার কথা ছিল। এখন কোথায়?

খুব ভালো লাগলো………………..ধন্যবাদ

ভাই আমি এলার্ট এনাবল করলাম ফোনেও ভেরিফিকেশন অইল। কিন্তু আজকের খেলার এলার্ট তো আইলনা। আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ, কিন্তু এটা ফ্রী তো?

আপনাকে অসংখ্য ধন্যবাদ।