shodan অন্য ধরনের search engine

Google  তো আমরা সবাই ব্যবহার করি।Google search engine আমাদের কে কেবল আমাদের search এর উপর ভিত্তি করে সুনিদির্ষ্ট কিছু website প্রদর্শন করে।অবশ্য সব search engine ই মূলত এই কাজটি ই করে থাকে।কিন্তু কেমন হয় যদি search engine আমাদের কে internet এর সাথে connected সব device গুলো কে খুজে বের করে দেয়?বিষয়টা বুঝিয়ে বলি।মনে করেন আপনি আপনার বাসায় অথবা office আপনি IP Camera  লাগিয়েছেন।IP camera কাজ করে IP Address er উপর ভিত্তি করে। আপনি যদি আপনার IP camera এর  IP Address PC তে type করে Enter দেন তাহলে আপনি আপনার camera এর সাথে connect হতে পারবেন।অবশ্য username এবং password দেয়া লাগবে।যাই হোক,এখন আপনি কিন্তু আপনার IP Camera কখনো google এ Search করে পাবেন না।এই ধরনের এক অভিনব Search Engine তৈরী করার কথা চিন্তা করে John Matherly নামের এক ব্যক্তি।তিনি 2009 সালে তার এই অভিনব Search engine Release দেন।তিনি এর নাম দেন shodan।এই search engine এর বৈশিষ্ট্য হলো এটি আপনাকে Internet এর সাথে connected সকল বস্তু এর IP Address show করবে।বিদেশে বর্তমানে প্রায় সব কিছু এখন Internet এর উপর ভিত্তি করে কাজ করে যেমনঃ- TV,AC,Heater,Webcam,Traffic light ইত্যাদি।আপনি এই search engine ব্যবহার করে বিভিন্ন দেশের Internet এর সাথে সংযুক্ত  সকল Device এর IP Address দেখতে পারবেন।আপনার যদি Hacking সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি এই গুলো হ্যাক ও করতে পারেন।

Search Engine Address: https://www.shodan.io/

আপনি এইখানে গিয়ে Register করে search bar এ যেকোনো কিছু লিখে search দিতে পারেন।যেমনঃ webcam,AC ইত্যাদি।

 

Level 0

আমি ফয়সাল ফরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস