পর্যটন শিল্প নিয়ে এগিয়ে যেতে হবে বহুদূর

টিউন বিভাগ সমগ্র
প্রকাশিত

চির সবুজের দেশ কিংবা লাল-সবুজের দেশ এই আমার প্রিয় বাংলাদেশ। যে দেশে রয়েছে প্রত্মতাত্বিক নির্দশন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, মসজিদ, পাহাড় এবং প্রাকৃতি অরণ্য সহ নানা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান, যা আমাদের পর্যটন শিল্প। যা শুধু বাংলাদেশের ভ্রমন প্রিয় মানুষকেই মুগ্ধ করে না, বরংচ পৃথিবীর অনেক প্রান্তের মানুষকে ও মুগ্ধ করে। আর সেই টানে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

Priyo Bangladesh

 

ছবি- প্রিয়.কম

এদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, গ্রাম বিভিন্ন স্বতন্ত্র গুণে বিশেষায়িত। যেমনটি হল, চট্টগ্রাম বিভাগে পতেঙ্গা সৈকত, ফয়েজ লেক, কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিনস দ্বীপ, পার্বত্য জেলা। খুলনায় সুন্দরবন আর ষাট গম্বুজ মসজিদ সহ নানা দর্শণীয় স্থান।

তবে মাঝে মাঝে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা নিয়ে বিদেশী-দেশী পর্যটকরা উদ্বিগ্ন থাকেন। তাছাড়া বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনুন্নোত থাকায় পর্যটন শিল্প ঠিক মত এগিয়ে যেতে পারছে না। তাছাড়া সরকারের ভুমিকা ও মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। বেসরকারী- সরকারী উদ্যোগের অভাব সহ বিভিন্ন স্থানের ছিনতাই সহ নানা রকম নিরাপত্তাহীনতা তো রয়েছেই। সরকার ইচ্ছা করলেই সম্ভাবনার সবটুকুকে কাজে লাগিয়ে এই শিল্পকে আরো উন্নত করতে পারে। কেননা সম্ভবনার দ্বার কেউ উন্মুক্ত করে দিবে না, নিজেদেরকে-ই স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসতে হবে। পর্যটন শিল্পের বিকাশ ঘটলে বাংলাদেশের কর্মসংস্থান ঘটবে, দারিদ্র বিমোচনের পথ সোপান হবে বলে আমার ধারণা, কেননা এই পর্যটন শিল্প হল বহুমাত্রিক শিল্প। এ বহুমাত্রিকতার জন্য বিভিন্ন পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা তৈরি হতে পারে। আমার বিশ্বাস, সরকারী অনুদান ও সংশ্লিষ্ট পর্যায়ের সমন্বয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা, সঠিক পরিকল্পপনা, বিশেষায়িত স্থানগুলো দেশে-বিদেশে আকষর্ণীয় করে উপস্থাপনের মাধ্যমেই এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

আমাদের সম্মলিত প্রচেষ্টাই পারে সৌন্দের্যের লীলাভুমি বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিতে। আপনি চাইলেই অংশগ্রহন করতে পারেন “ভ্রমণ নিয়ে লিখে ঘুরে আসুন কক্সবাজার!” প্রচারণায়।

আসুন না আমার সবাই একত্রিত হয়ে প্রিয় সোনার বাংলাদেশকে বিশ্বের কাছে নান্দনিকভাবে উপস্থাপন করি। যাতে এই প্রাকৃতিক ঐতিহ্যে ঘেরা দেশটি উন্নত বিশ্বে একটি রোল মডেল হয়ে দাড়ায়।

আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস