সিপ্যানেল ফ্রী হোস্টিং চালু করব মতামত প্রয়োজন।

প্রিয় টিউনারগণ সালাম নিবেন।
টেকটিউনসে নিয়মিত ভিজিট করি কিন্তু অলসতার জন্য পোস্ট ও মন্তব্য করা হয় না। তার উপরে তেমন কিছুতে পারদর্শীও নই। এখানে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছেন তাদের থেকে জ্ঞান নেয়ার জন্য এখানে আসি। যারা অন্যের জন্য নিজেদের সময়কে ব্যয় করে টিউটরিয়াল, টিপস, ট্রিকস টিউন পোস্ট করেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যাই হোক কাজের কথায় আসি। আমি চিন্তা ভাবনা করছি ফ্রী সিপ্যানেল হোস্টিং চালু করব তাই আপনাদের মতামতের জন্য পোস্ট করা। অনেক আগে থেকেই ফ্রী হোস্টিং দিয়ে থাকি, প্রায় ৪০০ এর মতো ফ্রী হোস্টিং ক্লায়েন্ট আছে। তবে এখন যে ফ্রী হোস্টিং দিচ্ছি তা কাস্টমাইজ সিপ্যানেল এবং এতে অনেক লিমিটেশন রয়েছে। http://www.000webhost.com এর মতো প্যানেল। যারা http://www.000webhost.com ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন কি ধরণের প্যানেল। হোস্টিং মার্কেটের সবচেয়ে জনপ্রিয় হোস্টিং প্যানেল হচ্ছে সিপ্যানেল । যারা পেইড হোস্টিং দিয়ে থাকেন প্রায় সব কোম্পানিই সিপ্যানেল ব্যবহারে করে থাকে। এখানের অনেকেই আছেন হয়ত যারা সিপ্যানেল অনেক পছন্দ করেন। আমি চাচ্ছি ফ্রী সিপ্যানেল চালু করতে। পেইড হোস্টিং যে সুবিধা থাকে সব সুবিধা এতে থাকবে কোন রেস্ট্রিকশন থাকবে না। তবে প্রাথমিক অবস্থায় ২০০ এমবি ডিস্ক স্পেস আর ২০০০ এমবি ব্যান্ডউইথ দেয়ার চিন্তা ভাবনা করছি। পরবর্তীতে কারো যদি দরকার পড়ে কিছু স্পেস বাড়িয়ে দিবো। তবে যাদের পেইড ডোমেইন আছে তাদের সাইট হোস্ট করতে চাচ্ছি। শর্ত হিসেবে তাদের সাইটে আমার সাইটের লিংক রাখতে হবে। আরেকটি চিন্তা হচ্ছে স্টুডেন্টদের জন্য কিছু করা। যেমন অনেকেই আছে কিছু আয় করতে পারলে তার জন্য সুবিধা হতো। তাই আমি চিন্তা করছি তাদেরকে ফ্রী রিসেলার হোস্টিং দিবো। এখনো ফ্রী রিসেলারের স্পেস কেমন হবে তা ঠিক করিনি। আপনাদের মতামত আশাকরছি। মতামত পাওয়ার পর ফাইনাল সিদ্ধান্ত নিবো।

গুছিয়ে লিখতে পারিনি তাই বলে সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবার কাছ থেকে গঠনমুলক মতামত চাচ্ছি সেটা পজিটিভ হউক আর নেগিটিভ হউক।

আপডেট:

২০০ এমবি শেয়ার্ড প্লান এবং ছাত্রদের জন্য রিসেলার প্লান(যারা আয় করতে ইচ্ছুক) চালু করা হলো।
অর্ডার করতে ভিজিট করুন: http://www.socheaphost.com/order
কেউ প্রিমিয়াম হোস্টিং এ আপগ্রেড করতে চাইলে প্যাকেজের দাম পরিশোধ করে প্রিমিয়াম হোস্টিং আপগ্রেড করতে পারবেন।
অথবা স্পেস বেশি লাগলে পেইড আপগ্রেডের ব্যবস্থা আছে।
পেইড প্লান গুলো দেখতে পারেন:
http://www.socheaphost.com থেকে।

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার অফারগুলো খুবই আকর্ষনীয়। বিশেষ করে ছাত্রদের জন্য আপনার ভাবনাটা। আপনার জন্য শুভ কামনা রইল। এগিয়ে যান সাথে আছি সাথে থাকব ইনশাআল্লাহ। ধন্যবাদ

    ধন্যবাদ আপনাকে।

বিদেশি অনেক হোস্টিং কম্পানি আছে যারা ফ্রী সিপ্যানেল হোস্টিং দেয়। আমাদের দেশের কোন হেস্টিং কম্পানিগুলো ফ্রী হোস্টিং দিয়ে বেশিদিন টিকতে পারেনা কারন আমরা ফ্রী কিছুপেলে তার বারোটা না বাজানো পর্যন্ত আমাদের শান্তি লাগেনা 😀 । DHmart আপনি শুরু করেন ভবিষতে আমারও এই রকম ফ্রী হোস্টিং দেয়ার ইচ্ছা আছে।

    আপনার সাথে সহমত প্রকাশ করছি।

    আপনার সাথে একমত। এইতো কিছুক্ষণ আগে বাংলাদেশী এক abuser এর একাউন্ট ডিলিট করলাম।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

ওয়ে ওয়ে, খুবই ভাল উদ্দোগ ভাইজান।
ফ্রিরিসেলারের লিস্টে মনে হয় আমি থাকছি। 😀

    আপাতত ২০০ এমবি সিপ্যানেল শেয়ার্ড হোস্টিং এবং ২ জিবি রিসেলার হোস্টিং অফার চালু করলাম। রিসেলার একাউন্ট খুবই সীমিত ৫-১০ দিবো।
    http://www.socheaphost.com/order

    এখানে শেয়ার্ড এবং রিসেলার প্লান গুলো পাবেন এবং অর্ডার করতে পারবেন। রিসেলার প্লান পেতে হলে আপনাকে অবশ্যই ছাত্র হতে হবে।

সত্যিই খুবই ভাল এবং প্রসংশনীয় উদ্যোগ। এগিয়ে যান সঙ্গে আছি।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Level 0

থ্যাংকু বশ

    আপনাকেও ধন্যবাদ।

    ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভাল উদ্যোগ,
এগিয়ে যান শুভ কামনা রইল আপনার জন্য।

Comments are closed.