গত দুইমাসে অনেক ক্যাটাগরিতে বিভিন্ন মানুষকে আমার নিজের প্রতিষ্ঠানে চাকুরি দিয়েছি। এখনও চলছে। নিচের ক্যাটাগরিতে লোক নেওয়া হয়েছে এবং হচ্ছে:
হোটেলের বাবুর্চি, হোটেলের ম্যাশিয়ার, গাড়ির ড্রাইভার, পিয়ন, অ্যাকাউন্টেন্ট, রিসিপশনিষ্ট, অ্যাডমিন, ট্রেইনার (গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন), হার্ডওয়্যার নেটওয়ার্কিং, ডাটা এন্ট্রি অপারেটর,
আগে তিন মাস ধরেই অনেক লোকের চাকুরির ব্যবস্থা করে দেওয়া সুযোগ আছে আমার। আগামী দুই মাসে অন্যান্য টিউনের পাশাপাশি এ মুহুর্তে ১৮০০জন ডাটা এ্রন্ট্রির জন্য লোক নিচ্ছি। সরকারী একটা প্রজেক্টের জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টা জেলাতে অফিস বানাতে হচ্ছে। সেই সব জেলাগুলোতেও আগামী ৩মাস জুড়ে ২০০জন ট্রেইনার (গ্রাফিক, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং) নিয়োগ দিতে হবে।
এতগুলো ক্যাটাগরির কোনটাতেই যদি আপনি চাকুরির জন্য আবেদন করার যোগ্য না হোন, কিন্তু খুব বেশি চাকুরি আপনার জন্য জরুরী। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা নিয়ে আবারও ভাবতে হবে। খালি চাকুরির পিছনে ছুটলেই হবেনা, দক্ষতা অর্জন করেই নিজেকে প্রস্তুত করতে হবে। চাকুরি নাকি আপনারা খুজে পাচ্ছেননা, আমরা যারা চাকুরি দেই তারা যোগ্য লোক খুজে পাইনা, এটাই রিয়েল ফ্যাক্ট।
আপনি নিজেও যদি চাকুরি খুজে থাকেন, তাহলে আমার পেজটিতে (https://www.facebook.com/ekram07/ ) এসে নক দিতে পারেন। যখন আমার লোক লাগে আমি পেজে টিউন দেই। আমি চাকুরির ব্যবস্থা করে দিলাম, দেখি আপনি লোক দিতে পারেন কিনা?
সরকারী অনেকগুলো চাকুরিতে মামা চাচার প্রয়োজন রয়েছে, অস্বীকার করা যাবেনা বিষয়টি। কিন্তু বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরির ক্ষেত্রে বিষয়টি কতটুকু সত্য আসুন সেটি নিয়ে আলোচনা করবো। জীবনে প্রচুর লোকের আমার হাত দিয়ে চাকুরি হয়েছে, সেই এক্সপেরিয়েন্স থেকেই কিছু তথ্য শেয়ার করবো।
সবসময়ে মাথাতে রাখবেন, বর্তমান যুগ খুবই স্কীলড এবং মাল্টিস্কীলড ব্যক্তিদের জন্য। এ যুগে এসে আপনি সারাজীবন আড্ডা দিয়ে, ঘুমিয়ে, সিনেমা দেখে সময় কাটাবেন, পরে চাকুরির বাজারে গেলে সেটার পুরস্কারতো অবশ্যই পেতে হবেই। তখন নিজের দোষ ঢাকতে অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে অজুহাত (মামা-চাচা নাই দেখে চাকুরি হচ্ছেনা কিংবা ঘুষ দিতে পারছিনা দেখে চাকুরি হচ্ছেনা) তৈরি করবেন, তাতে কারওরি কোন ক্ষতি হবেনা, বরং নিজের জীবন থেকে আরও মূল্যবান কিছু সময়কেই শুধু নষ্ট করবেন।
একটা ঘটনা বলি। আমার একবার অফিসে মেয়ে রিসিপশোনিষ্ট প্রয়োজন হয়েছিল। বিডি জবসে অ্যাড দিয়ে ১২০০সিভি পেয়েছিলাম। সেখানের অনেক জন মেয়েকেই পেয়েছি মাল্টি স্কীলড। ৮৮ জন পেয়েছি, যারা অ্যাকাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি এক্সট্রা-কারিকুলামে অনেক দক্ষ। কম্পিউটারে কয়েকটা পোগ্রামেই স্কীল, ইংরেজিতেও ভাল দক্ষ। আরও অনেক অনেক স্কীল তাদের সিভিতে যুক্ত। আমার কাছে যখন এত স্কীল পার্সনকে সিলেক্ট করার অপশন থাকে, তখন স্বাভাবিকভাবেই আমি একই বেতন দিয়ে একজন কম স্কীল পার্সনকে নিবো না।
সবশেষে আবারও বলছি, আমরা যারা মানুষকে চাকুরি দেই তারা বাজারে দক্ষ লোক খুজে পাইনা। আবার আপনারা যারা চাকুরি খুজছেন, তারা চাকুরি খুজে পাচ্ছেননা। এ মাঝখানের গ্যাপ একটি। সেটা হচ্ছে্ আপনাদের স্কীলড হওয়ার দিকে মনোযোগই নেই, অথচ টাকা ইনকামের টেনশন অনেক বেশি। স্কীলড হোন, টাকা আপনার পিছু ছুটবে। টাকা পিছনে ছুটলে স্কীলড হওয়া যায়না।
আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/
কিছু কথা অনেক সুন্দর লাগছে ভাই!