মাছরাঙ্গা টিভির একটি রিপোর্ট নিয়ে তোলপাল মিডিয়া
clic here to view the report
জিপিএ ফাইভ ওয়ালাদের জ্ঞানের অগভীরতা নিয়ে হাস্য রসে ফেসবুক উপচে পড়ছে। কি ভয়ংকর একটা পঙ্গু প্রতিবন্ধি প্রজন্মের হাতে দেশ চলে যাচ্ছে, সেটা কি কেউ ভাবছেন? না ঠেকাতে পারবেন ? আজকে ওরা বলছে "নেপালের রাজধানী নেপচুন।" সেদিন কিন্তু বাংলাদেশের রাজধানী আক্ষরিক অর্থেই "শনি" বানিয়ে ছাড়বে। কারণ এরাই কালানুক্রমে সেদিন হবে দেশের হর্তাকর্তা।
.
ওদের বিন্দুমাত্র দোষ নেই। দোষ সিস্টেমের। দোষ আমাদের। যারা আমরা এর প্রতিকার না করে, বিজ্ঞ সেজে দাঁত কেলিয়ে আমাদের ভবিষ্যৎ দেখে উপহাস করছি। হাসছি। লজ্জা তো আমাদেরই হওয়া উচিৎ। লজ্জা তো ঐ গলাছিলা টাকলা ক্ষীণদৃষ্টি মন্ত্রীর হওয়ার কথা।
.
১৪ই ডিসেম্বর কয়জন বুদ্ধিজীবিকে হত্যা করে আলবদর জাতির যে ক্ষতি করেছে। তারচেয়ে হাজারগূণ বেশী ক্ষতি করা হচ্ছে এই বুদ্ধি প্রতিবন্ধি, জিপিএ ফাইভ ফরমালিনযুক্ত, অপশিক্ষিত বোঝা তৈরী করে।
রিপোর্ট টি দেখখতে এখানে ক্লিক করুন
জিপিএ ফাইভ ওয়ালাদের জ্ঞানের অগভীরতা নিয়ে হাস্য রসে ফেসবুক উপচে পড়ছে। কি ভয়ংকর একটা পঙ্গু প্রতিবন্ধি প্রজন্মের হাতে দেশ চলে যাচ্ছে, সেটা কি কেউ ভাবছেন? না ঠেকাতে পারবেন ? আজকে ওরা বলছে "নেপালের রাজধানী নেপচুন।" সেদিন কিন্তু বাংলাদেশের রাজধানী আক্ষরিক অর্থেই "শনি" বানিয়ে ছাড়বে। কারণ এরাই কালানুক্রমে সেদিন হবে দেশের হর্তাকর্তা।
.
ওদের বিন্দুমাত্র দোষ নেই। দোষ সিস্টেমের। দোষ আমাদের। যারা আমরা এর প্রতিকার না করে, বিজ্ঞ সেজে দাঁত কেলিয়ে আমাদের ভবিষ্যৎ দেখে উপহাস করছি। হাসছি। লজ্জা তো আমাদেরই হওয়া উচিৎ। লজ্জা তো ঐ গলাছিলা টাকলা ক্ষীণদৃষ্টি মন্ত্রীর হওয়ার কথা।
১৪ই ডিসেম্বর কয়জন বুদ্ধিজীবিকে হত্যা করে আলবদর জাতির যে ক্ষতি করেছে। তারচেয়ে হাজারগূণ বেশী ক্ষতি করা হচ্ছে এই বুদ্ধি প্রতিবন্ধি, জিপিএ ফাইভ ফরমালিনযুক্ত, অপশিক্ষিত বোঝা তৈরী করে।
click here to view the report on youtube
আমি abdullah almamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশের মেধাবিদের কোন মূল্য নাই 🙁