এবার নিজেই তৈরি করুন টেক্সট টু স্পিচ কনভার্টার

এবার নিজেই তৈরি করে ফেলুন একটি টেক্সট টু স্পিচ কনভার্টার নোটপ্যাডের সাহায্যে খুব সহজেই এবং হ্যাঁ, এই কাজটি করার জন্য আপনাকে প্রোগ্রামিঙ্গের "প"-ও পারার কোন দরকার নেই। এর জন্য আপনাকে শুধুমাত্র যা করতে হবে তা হলঃ

  1. প্রথমে আপনার পিসির নোটপ্যাডটি ওপেন করুন।
  2. এবার তাতে নিচের কোডটুকূ কপি করে পেস্ট করে দিন।  বিদ্রঃ নিচের কোডটিতে আপনি anything এবং msg-এর জায়গায় অন্য যেকোন word ব্যবহার করতে পারেন। তবে, একটি মাত্র শব্দ দিয়েই রিপ্লেস করবেন। যেমন ধরুন, যদি "text" wordটি দ্বারা anything wordটিকে রিপ্লেস করতে চান, তাহলে সবগুলো anything-এর জায়গায়ই text বসাতে হবে। অবশ্য যারা একটুও প্রোগ্রামিং পারেন তারা এই ব্যাপারটা এমনিতেই বুঝেছেন, আমি নিশ্চিত।
  3. Dim msg, anything
    msg=InputBox(“Enter your text:")
    Set anything=CreateObject(“anything.spvoice”)
    anything.Speak msg
  4. এবার নোটপ্যাডে লেখা এই কোডটিকে আপনার পছন্দ মত যেকোন নাম দিয়ে সেভ করে ফেলুন .vbs এক্সটেনসন দিয়ে। মনে করুনঃ myname.vbs নামে।

     

  5. আর এবার সেভ ফাইল টাইপটাকে চেঞ্জ করে টেক্সট এর বদলে all files বানিয়ে দিন।
  6. ব্যাস। হয়ে গেল আপনার কনভার্টার। এবার আপনার তৈরি করা ভিবিএস ফাইলটি ওপেন করুন আর দেখুন ম্যাজিক। ফাইলটির টেক্সট ফিল্ডে যা খুশি তাই লিখুন আর দেখুন আপনার কোড করা ফাইলটিই কীভাবে আপনার লেখা টেক্সটগুলোকে ভয়েসে কনভার্ট করে।

বি দ্রঃ অবশ্যই আপনার কম্পিউটারটিকে মিউট করে রেখে ভাববেন না যে টেক্সটগুলো ভয়েসে কনভার্ট হচ্ছে না 😛

Level 0

আমি ডার্ক নাইট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস