MacGyver এর কথা মনে আছে? চলুন MacGyver দেখি।

MacGyver এর কথা মনে আছে কার কার? প্রতি সপ্তাহে দেখার জন্যে পরা শেষ করে ফেলতাম তারাতারি। ৯ টা বাজলেই দৌরে গিয়ে BTV ছেড়ে নিয়ে বসতাম MacGyver দেখার জন্যে। আমার যদি ভুল না হয় তবে আমার বয়েসের সবার (প্রায়) একি দশাই ছিল। অনেকদিন ধরে সংগ্রহ করলাম MacGyver এর সবগুলো পর্ব। ভাবলাম শেয়ার করা যায় সবার সাথে। তাই এই টিউন।

এটি ১টি non-profit সাইট। কোন ad নেই। শুধুই সখের বশে তৈরি করা। শেয়ার করার উদ্দেশ্যও একি।

লাইক আর শেয়ার দিতে ভুলিয়েন না প্লীজ।
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/a2zmacgyver

সবগুলো পর্ব পাবেন এখানেঃ a2zMacGyver

প্রশ্নঃ TT টিউন এ ভিডেও এম্বিড করা যায় না?

 

আমার পূর্বের টিউনঃ

ড্রপবক্সে অনলাইনেই এডিট করুন আপনার মাইক্রোসফট অফিস ফাইলস

 

 

নিচের অংশ না পরলেও চলবে। ২০০ শব্দ বানানোর জন্যে copy/paste করে দিলাম একি কথা।

MacGyver এর কথা মনে আছে কার কার? প্রতি সপ্তাহে দেখার জন্যে পরা শেষ করে ফেলতাম তারাতারি। ৯ টা বাজলেই দৌরে গিয়ে BTV ছেড়ে নিয়ে বসতাম MacGyver দেখার জন্যে। আমার যদি ভুল না হয় তবে আমার বয়েসের সবার (প্রায়) একি দশাই ছিল। অনেকদিন ধরে সংগ্রহ করলাম MacGyver এর সবগুলো পর্ব। ভাবলাম শেয়ার করা যায় সবার সাথে। তাই এই টিউন।

এটি ১টি non-profit সাইট। কোন ad নেই। শুধুই সখের বশে তৈরি করা। শেয়ার করার উদ্দেশ্যও একি।

MacGyver এর কথা মনে আছে কার কার? প্রতি সপ্তাহে দেখার জন্যে পরা শেষ করে ফেলতাম তারাতারি। ৯ টা বাজলেই দৌরে গিয়ে BTV ছেড়ে নিয়ে বসতাম MacGyver দেখার জন্যে। আমার যদি ভুল না হয় তবে আমার বয়েসের সবার (প্রায়) একি দশাই ছিল। অনেকদিন ধরে সংগ্রহ করলাম MacGyver এর সবগুলো পর্ব। ভাবলাম শেয়ার করা যায় সবার সাথে। তাই এই টিউন।

এটি ১টি non-profit সাইট। কোন ad নেই। শুধুই সখের বশে তৈরি করা। শেয়ার করার উদ্দেশ্যও একি।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১৯৮৯ সাল,আমি তখন ক্লাস থ্রিতে পড়ি,শুরু হল MacGyver।প্রতি বুধবার রাত ৮ঃ৩০ টায়।উৎস কেবলই বিটিভি।শেষ হল ১৯৯৩ সালে,আমি পড়ি ক্লাস সেভেনে।আজ আমার বয়স ৩৩ বৎসর।কিন্তু এখনও ভুলিনি সেই স্মৃতি।ডলি সায়ন্তনি এই সিরিজ নিয়ে ১৯৯০ সালে একটি গান পর্যন্ত গেয়েছিলেন এবং ওই গানটা ওই সময়ে চরম হিট হয়েছিলো।

    ভাই গানটার কথা মনে আছে? youtube এ খুজে দেখি

ভাল লাগল আপনার টিউন এবং আপনার শেয়ার কৃত non-profit সাইট। তবে কি !!! Techtunes এর এডমিন আর মোডারেটর রা যদি Non Profit চিন্তা ভাবনা করত তবে অনেকদূর যেতে পারত 😀

ভাই বাংলায় নাকি???????/

    Level 0

    না ভাই! ইংলিশ। কিন্তু সহজ ইংলিশ।

Level 2

thanks bro.abar fire pete chay sei sukhokor dinguli but star jolsa ar zee bangla mone hoy ta ar konodin hote dibe na.

ডাউনলোড করবো কিভাবে ? বিস্তারিত বলে দিলে উপকার হতো।

Level 0

টেলিফোন ধরিনা
কবিতা পড়িনা
রাত জেগে দেখিনা ভিসিআর
শয়নে-স্বপনে আছে শুধু
ম্যাকগাইভার
হ্যালো ম্যাকগাইভার।
ছোট ছোট চোখ দুটো ফুর্তিতে ভাষা
ঠিক ওখানে আমার যত ভালোবাসা।
আশায় শুধু থাকি আসবে কবে বুধবার। (বাকি লাইনগুলো মনে পড়লো না)

গায়িকা – ডলি সায়ন্তিনি

অ্যালবাম – সীমান্তে দাড়িয়ে আছি

অ্যালবাম – ১৯৯০

১৯৯০ সালে আমি ক্লাস ফোরে গভঃ ল্যাবরেটরি স্কুলে পড়ি।এরশাদ বিরোধী তুমুল আন্দোলনের মাঝেই এই তুমুল জনপ্রিয় অ্যালবামটি বের হল।মানুষ একটু বিনোদনের সুযোগ পেলো।আজও মনে আছে সেই দিনগুলোর প্রতিটি মুহূর্তের কথা।

    Dhonnobad Sabuj vai 🙂 . Khuje dekhi net a pai ki na 😀

Level 0

অ্যালবাম রিলিজ ডেট – ১৯৯০।

Level 2

সেই দিনগুলোর কথা কিছু কিছু মনে আছে।