কেউ এড়িয়ে যাবেন না প্লিজ, একবারের জন্য পেজ টি দেখুন

আমার আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট ছিলো, পরে ঐ মোবাইল নাম্বার দিয়ে নতুন আর একটি অ্যাকাউন্ট তৈরি করি, যার ফলস্বরূপ আগের অ্যাকাউন্ট টিতে লগইন করতে পারছি না। আগের অ্যাকাউন্ট টি ছিল ব্যক্তিগত আর পরের টি ব্যবসায়িক, যে কারনে আমার দুটি অ্যাকাউন্ট ই প্রয়োজন আর এই দুটির মধ্যে যদি আমাকে কোনো একটি বেছে নিতে হয় তবে আমাকে আগের অ্যাকাউন্ট টি বেছে নিতে হবে।

টিটির সমস্ত ভিজিটর দের প্রতি আমার অনুরোধ, যদি কারো কাছে এর সমাধান জানা থাকে তবে এড়িয়ে যাবেন প্লিজ, টিউমেন্ট করে অথবা আমাকে মেইল ([email protected]) করে সাহায্য করবেন।

 

 

 

 

আমার আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট ছিলো, পরে ঐ মোবাইল নাম্বার দিয়ে নতুন আর একটি অ্যাকাউন্ট তৈরি করি, যার ফলস্বরূপ আগের অ্যাকাউন্ট টিতে লগইন করতে পারছি না। আগের অ্যাকাউন্ট টি ছিল ব্যক্তিগত আর পরের টি ব্যবসায়িক, যে কারনে আমার দুটি অ্যাকাউন্ট ই প্রয়োজন আর এই দুটির মধ্যে যদি আমাকে কোনো একটি বেছে নিতে হয় তবে আমাকে আগের অ্যাকাউন্ট টি বেছে নিতে হবে।

টিটির সমস্ত ভিজিটর দের প্রতি আমার অনুরোধ, যদি কারো কাছে এর সমাধান জানা থাকে তবে এড়িয়ে যাবেন প্লিজ, টিউমেন্ট করে অথবা আমাকে মেইল ([email protected]) করে সাহায্য করবেন।

আমার আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট ছিলো, পরে ঐ মোবাইল নাম্বার দিয়ে নতুন আর একটি অ্যাকাউন্ট তৈরি করি, যার ফলস্বরূপ আগের অ্যাকাউন্ট টিতে লগইন করতে পারছি না। আগের অ্যাকাউন্ট টি ছিল ব্যক্তিগত আর পরের টি ব্যবসায়িক, যে কারনে আমার দুটি অ্যাকাউন্ট ই প্রয়োজন আর এই দুটির মধ্যে যদি আমাকে কোনো একটি বেছে নিতে হয় তবে আমাকে আগের অ্যাকাউন্ট টি বেছে নিতে হবে।

টিটির সমস্ত ভিজিটর দের প্রতি আমার অনুরোধ, যদি কারো কাছে এর সমাধান জানা থাকে তবে এড়িয়ে যাবেন প্লিজ, টিউমেন্ট করে অথবা আমাকে মেইল ([email protected]) করে সাহায্য করবেন।

Level 0

আমি ভারতীয় বাঙ্গালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 608 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার আগের fb acount এর user name দিয়ে login করুন

    প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য, আমি আপনাকে মেইল করছি

আপনার পুরান I’d এর User Name কি? Example Fb.co/SkLiko420

Level 0

আপনি অপেরা, উসি, ক্রোম ব্রাউজার দিয়ে আপনার বন্ধুর মোবাইল এ লগইন করে আপনার আইডিতে যে নাম দিয়েছিলেন তা দিয়ে সার্চ দেন।নিশ্চই আপনি আপনার প্রোফাইল পিকচার দেখলেই চিনতে পারবেন তারপর আপনার প্রোফাইল এ প্রবেশ করেন, প্রবেশের পর ব্রাউজার এর উপরে দেখতে পাবেন যেমনঃ-(https://www.facebook.com/monzil.tpi) এখানে facebook.com/ এর পরে যে নাম বা সংখ্যা দেওয়া আছে সেটা কপি বা কোথাও লিখে রাখেন। আপনার ফোন বা কম্পিউটার থেকে লগইন এর সময় ইমেইল অথবা ফোন নাম্বার এর যায়গায় সেই নাম্বার/নাম টা লিখে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন দেখবেন কাজ হয়ে গেছে।………………………………..

পেরেছেন ভাইয়া ?