পুরো নামঃ উইলবার এডিসন স্মিথ (জনপ্রিয় আফ্রিকান ঔপন্যাসিক)
জন্ম: ৯ জানুয়ারি, ১৯৩৩
তার জন্মউত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তার উপন্যাসগুলোর এর মধ্যে টাইটা সিরিজ অন্যতম, যেটা প্রাচীন মিশর সিরিজ নামে পরিচিত। প্রাচীন মিশরে, এক দাস টাইটা, রানী লসট্রিস, লর্ড ট্যানাস, হিকসদের আক্রমন, মিশরে প্রথম ঘোড়ার রথ, বিশাল এক গোষ্ঠী নিয়ে রানী লসট্রিসের দেশ ত্যাগ, আবার প্রত্যবর্তন, রানীর মৃত্যু, টাইটাকে অনুসন্ধান, রানী লসট্রিসের সমাধি আবিস্কার এসব নিয়ে উইলবার স্মিথ এর লেখা ৫ টি বই।
১- River God
২- The Seventh Scroll
৩- Warlock
৪- The Quest
৫- Desert God
Not yet added in my collection
টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও কখনও লেখা হয়নি। কোনপ্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আশা করি পরবর্তীতে আরও কিছু বই আপনাদের উপহার দিতে পারব। আপনাদের যদি কোন বইয়ের প্রয়োজন থাকে তবে আমাকে জানাতে পারেন, আমার কাছে থাকলে অবশ্যই শেয়ার করব।
টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও কখনও লেখা হয়নি। কোনপ্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আশা করি পরবর্তীতে আরও কিছু বই আপনাদের উপহার দিতে পারব। আপনাদের যদি কোন বইয়ের প্রয়োজন থাকে তবে আমাকে জানাতে পারেন, আমার কাছে থাকলে অবশ্যই শেয়ার করব।
ধন্যবাদ সবাইকে।
আমি ইমরান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
book gula ki bangla na English