এটা একটা সচেতনা মুলক টিউন।টিউনটা দেবার পিছনে কিছু কারন আছে, আমি নিজে এই বিব্রতকর অবস্তায় পরেছি, তাই এই টিউনটা দেয়া, যাতে আপনি সচেতন হন। কাজের কথায় আসি। আজ কাল টেলিটক আগামি নামে একটা সিম দিচ্ছে স্টুডেন্ট দের, এটা আমরা অনেকেই জানি। কিন্তু এটা জানি না, হয়তো আপনার প্রবেশ পত্র দিয়ে অন্য একজন সিম টি নিয়ে নিয়েছে। এটা কি ভাবে সম্ভব ? সম্ভব, আপনার একটা ভুল এর কারনে এরকম হতে পারে। ভুলটা কি ? আপনি যখন কোঁথাও অ্যাপ্লাই করেন তখন যদি আপনি আপনার কাগজ গুলোর এসক্যান করার পর ওই গুলা ওই সব পিসি থেকে ডিলিট করে না দেন।তা হলে ওই কাগজ গুলো ওই পিসি তেই থেকে যায়। আর ওই কাগজ গুলো ব্যবহার করে অন্য একজন আপনার সিম টা তুলে নিয়ে যাবে। এটা আমিও জানতাম না, আজ একটা সিম আর রেজিস্ট্রেশান করার সময় দেখি অন্য একজন ওই কাগজ দিয়া একটা সিম নিয়ে নিয়েছে। বুঝি না, মোবাইল ফোন কোম্পানি গুলো এই সব কি সুরু করছে . আপনি সাবধান হয়ে যান,,,,হয়তো আমার মতো আপনারও সিম অন্য একজন ব্যবহার করছে আর আপনি জানেন না। এটা আপনার জন্য কতো বড় সমস্যা দার করাতে পারে একবার চিন্তা করে নিয়েন। হয়তো একদিন দেখবেন একটা উকিল নোটিশ আপনার রুম এর সামনে পরে আছে। টাইম থাকতে সাবধান হন। আর নিজেকে নিরাপদ রাখুন, ভালো থাকুন।
আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai sim nibo kivabe and kotha theke ?