সচেতনা মুলক টিউন ইচ্ছা হলে একবার দেখে নিবেন


এটা একটা সচেতনা মুলক টিউন।টিউনটা দেবার পিছনে কিছু কারন আছে, আমি নিজে এই বিব্রতকর অবস্তায় পরেছি, তাই এই টিউনটা দেয়া, যাতে আপনি সচেতন হন। কাজের কথায় আসি। আজ কাল টেলিটক আগামি নামে একটা সিম দিচ্ছে স্টুডেন্ট দের, এটা আমরা অনেকেই জানি। কিন্তু এটা জানি না, হয়তো আপনার প্রবেশ পত্র দিয়ে অন্য একজন সিম টি নিয়ে নিয়েছে। এটা কি ভাবে সম্ভব ? সম্ভব, আপনার একটা ভুল এর কারনে এরকম হতে পারে। ভুলটা কি ? আপনি যখন কোঁথাও অ্যাপ্লাই করেন তখন যদি আপনি আপনার কাগজ গুলোর এসক্যান করার পর ওই গুলা ওই সব পিসি থেকে ডিলিট করে না দেন।তা হলে ওই কাগজ গুলো ওই পিসি তেই থেকে যায়। আর ওই কাগজ গুলো ব্যবহার করে অন্য একজন আপনার সিম টা তুলে নিয়ে যাবে। এটা আমিও জানতাম না, আজ একটা সিম আর রেজিস্ট্রেশান করার সময় দেখি অন্য একজন ওই কাগজ দিয়া একটা সিম নিয়ে নিয়েছে। বুঝি না, মোবাইল ফোন কোম্পানি গুলো এই সব কি সুরু করছে  .   আপনি সাবধান হয়ে যান,,,,হয়তো আমার মতো আপনারও সিম অন্য একজন ব্যবহার করছে আর আপনি জানেন না। এটা আপনার জন্য কতো বড় সমস্যা দার করাতে পারে একবার চিন্তা করে নিয়েন। হয়তো একদিন দেখবেন একটা উকিল নোটিশ আপনার রুম এর সামনে পরে আছে। টাইম থাকতে সাবধান হন। আর নিজেকে নিরাপদ রাখুন, ভালো থাকুন।

Level 0

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai sim nibo kivabe and kotha theke ?

ধন্যবাদ

Level 2

মিয়া আপনি একটা পাগল >

কি দরকার স্ক্যান করার ?
টেলিটক কি আপনার বাড়ীতে গিয়ে সিম দিয়ে আসবে ?
নিজের কাজ নিজে করেন অন্য কারো কাছে যাওয়ার কি দরকার ?
আগে সব কিছূ ঠিক করে সর্ব শেষ ফটোকপি জমা দিলেই কেউ কিছুই করতে পারেনা ।
ছোট একটা কাজ নিজ দায়িত্ব নিয়ে করতে পারেননা মিয়া ?

কি ভাবে এপ্লাস পান ?

স্পিলিং অনেক ভাল আপনার
আর নিজের দোষ টেলিটককে ক্যান ? (বুঝি না, মোবাইল ফোন কোম্পানি গুলো এই সব কি সুরু করছে)

    Level New

    ভাই kalamfaim, আপনার মনে হয় বুঝতে একটু ভূল হয়েছে, উনি মনে হয় বুঝাতে চেয়েছেন যে, আমরা বিভিন্ন সময়ে নানা দরকারে আমাদের একাডেমিক কাগজপত্র গুলো দোকানে বা অন্য কোথাও স্ক্যান করাতে যাই। অনেকের হয়তো বাসায় নিজস্ব স্ক্যানার নাই, স্ক্যান যে শুধু টেলিটক এর সিম এর জন্য করতে হয় তা মনে হয় নয়। মনে করুন আপনি কোন কলেজে ভর্তির জন্য আবেদন করতে চান, আপনার সেখানে স্ক্যান কপি প্রয়োজন হতে পারে। আর হ্যাঁ , ওনার স্পেলিং নিয়ে এভাবে না বললেও হয়তো পারতেন, অনেকেরই বাংলা লিখনি তে (কম্পিউটারে) একটু সমস্যা হয়ে থাকে, আপনি নিজেও কিন্তু বানান ভূল করেছেন ভাই, এবং এই কমেন্টে আমারও বানান ভূল হতে পারে, আমাদের সবারই হতে পারে।( স্পিলিং অনেক ভাল আপনার ) আমার মনে হয় ওটা স্পেলিং হবে। যা হোক আপনার ভূল ধরা আমার মূখ্য উদ্দেশ্য নয়, আপনাকে শুধু এটুকু বলতে চাই যে কঠিন কথাটি একটু সহজভাবেও বলা যায়। কারন ব্যবহারেই বংশের পরিচয়, তাই নয় কি??

      sajal vi thanks ……. apni bujcen ….

        চিন্তা করিও না বাছা, ভালকে গ্রহন করিও-খারাপকে আদৌ নয়।
        ভাই মাহবুব হাসান, ভাল ভেবে, ভাল বেসে কইলাম- খারাপ কিছু মনে নিয়েন না।

      Level 2

      1> টেলিটক এর জন্য স্ক্যান করতে হয় কোথায় পাইছেন ?
      2> বাংলাদেশের কোন কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য স্ক্যান কপি দরকার হয় ?
      3> ওনার স্পিলিং নিয়ে বলা আমার এক মাত্র উদ্দেশ্য নয় ওনার সচেতন মূলক টিউনে নিজেই অসচেতন ভাবে লিখে ।
      *** টেলিটক সকল ছাত্র/ছাত্রী দের আগামী সিম দেয় ?
      *** রেজিস্ট্রেশন কার্ড এ কি দেয়া থাকে সে এপ্লাস পাইছে ?
      *** প্রথম কাজ কি স্ক্যান করা ? 1> এস.এম.এস 2> রেজিস্ট্রেশন ফরম পূরন 3> প্রিন্ট 4> ফটোকপি
      *** নিজের দোষ টেলিটককে ক্যান ? (বুঝি না, মোবাইল ফোন কোম্পানি গুলো এই সব কি সুরু করছে)

      4> হা ভাই ঠিকই কইছেন আপনার বানান ও ভূল ( অনেকেরই বাংলা লিখনি তে ) এটা হবে লিখনী

      বিঃদ্রঃ আপনার ভূল ধরা আমার কোন উদ্দেশ্য নয় ।
      আর হা আমি ব্যাক্তি গত ভাবে এরকম স্পিলিং ব্যবহার করি
      উদাহরনঃ আমি সিন্ড,মুন্থ,স্পিলিং > তার মানে সি ‍উচ্চারন বেশি করি তাই এরকম লিখা হয় ব্যক্তি গত ভাবে
      কোনরক আবার ভাইবেননা যে অফিসিয়াল ভাবে ব্যবহার করি এটা আমার ভাল লাগে।

        kalamfaim তুমি আসলেই পড়াশুনা করেছ কি না , এটা নিয়ে আমার confusion আছে । তোর তো সাধারন জ্ঞান ই নাই । তুই কোন কাগচ মেইল করতে অথবা আপলোড করতে চাইলে কি করবি ? বাল দিয়া ডুকাবি ? তুই কি গাজা খাশ নাকি ? দেখে তো তাই মনে হয় । এখানে আসলে গাজা খেয়ে আসবি না ।