এড়িয়ে যাবেন না প্লিজ। এটা আপনার দায়িত্ব

ক্রিকইনফো থেকে একটা পোল খুলেছে।

"ক্রিকেট ইন কালার, হোয়াট'স ইউর ফ্যাভারিট টীম কিট"
আমাদের দলের ২০১৫ সালের বিশ্বকাপ জার্সিও আছে তালিকায়। আমরা চাইলেই পারি ভোট দিয়ে আমাদের জার্সিকে এক নাম্বারে নিয়ে যেতে। সবার সহযোগিতা দরকার

 

 

Cricket in colour - What's your favourite team kit?ফ

 

যেভাবে আপনি ভোট দিবেন।

প্রথমে আপনি এখানে দেওয়া লিঙ্কে যাবেন এবং ছবিতে দেখানো আংশতে ক্লিক করে আপনার মুল্যবান ভোটটি দিবেন। এছাড়াও আপনার একাধিক ব্রাঊজারে থেকে ভিজিট করে একাধিক ভোট দিতে পারবেন।  লিঙ্ক এখানে

 

বিঃদ্রঃ মাফ করবেন এটা টেক রিলেটেড না। তবু টিউনি করতে হল।

 

বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা "দ্য টাইগার" নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে। বাংলাদেশ আইসিসি'র টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত। তারা দশম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্ণামেন্টে চার ম্যাচের দু'টিতে তারা হেরে যায় এবং দু'টিতে জয়লাভ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে তারা তাদের সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্বকাপে তারা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে পরাজিত করে।

১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে। ২০১৫ সালের ১৫ জুলাই পর্যন্ত তারা মোট ৮৯টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ৭টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু'টো জিতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জুন, ২০১৫ সালে বাংলাদেশ আইসিসি টেস্টে ৯ম, ওডিআইয়ে ৭ম এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেটিংয়ে ১০ম স্থানে অবস্থান করছে Source here

Level 2

আমি সজীব প্রাণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। আগেই করেছিলাম। এই রকম দেশপ্রেম মূলক পোস্ট করা দোষ না।

amaderta hobena.. ai rokom clown er moto jersey ar kono desher nai.. rongchonga clown er dress jeno..ato faltu jersey ar kono desher ase?? keneyar dress erche shundor…india,NZ eder dress dekhen koto shundor..

thanks for share

এখন 14k+ হইছে ।

ধন্যবাদ 🙂 শেয়ার করার জন্য।