ইন্টারনেটে বিনামূল্যে যে ১৫টি জিনিস করতে পারেন আপনি।

ইন্টারনেট এমন এক মাধ্যম যেখানে এক ছাদের নিচে সব কিছুই মেলে। কিছু পরিষেবার জন্য যেমন পয়সা খরচ করতে হয়, তেমনই বেশ কিছু পরিষেবা ইন্টারনেটে পাওয়া যায় যার জন্য কোনাে খরচ করতে হয় না। তেমনই কয়েকটি পরিষেবা -
১. ড্রাম বাজাতে ভালোবাসেন?
তাহলে আপনি ভিজিট করতেই পারেন Patatap। যেখানে আপনি বিভিন্নরকম জ্যাম সেশনের ভিসুয়ালস পাবেন।
২. পড়াশোনার জন্য
হাজারো অপশনের মধ্যে থেকে আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে চান, বেছে নিন বিষয়টুকু। বাকি কাজটা সেরে ফেলবে Coursera নিজেই। এদের সমৃদ্ধ জ্ঞানভাণ্ডারকে কাজে লাগান সম্পূর্ণ বিনামূল্যে।
৩. কমিকস পড়তে চান?
দমফাটা সমস্ত কমিকস মিলবে এক ক্লিকেই। ভিজিট করুন Dr. Mc Ninja বা comic prospector।
৪. ছবি এডিট করতে হলে
সাইন আপ করার ঝামেলা নেই। আপনার প্রিয় বন্ধুর ছবি এডিট করতে Pixlr-এর জুড়ি মেলা ভার।
৫. হাই কোয়ালিটি গেমস খেলতে হলে
মোবাইল বা কম্পিউটারে আনলিমিটেড ডেটা প্ল্যান থাকলে হাই কোয়ালিটির গেমস খেলুন- BigPoint এ
৬. ১ জিবির ইমেল পাঠাতে
কাউকে বড় কোনাে ফাইল ইমেল করতে হলে ব্যবহার করুন Pando
৭. রান্না করে কাউকে ইমপ্রেস করতে চান
রকমারি রেসিপির খোঁজ পাবেন এই ঠিকানায়- VideoJug
৮. বডি ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে
গোয়েন্দা হওয়ার দরকার নেই। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মিথ্যা ধরতে চাইলে Blifaloo সেরা অস্ত্র।
৯. টেকনিক্যাল সাপোর্ট চান
কম্পিউটার বিগড়েছে? বা ওয়েবসাইট সংক্রান্ত কোনাে তথ্য-প্রযুক্তিগত সাহায্য চান? সঙ্গে রয়েছে Techguy।
১০. ওয়াই-ফাইয়ের হদিশ পেতে
শহরের বাইরে বেড়াতে গিয়েছেন? কোন শহরে কোথায় কোথায় বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা মিলবে জানতে হলে লগ ইন করুন WifiFreeSpot ওয়েবসাইটে।
১১. বেনামে ইমেল করতে
আপনি ইমেলটি করার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আপনার ইমেল আইডিই ভ্যানিশ হয়ে যাবে। এমনই কেরামতি 10MinuteMail-এর।
১২. ভাষা শিখতে চান?
পয়সা খরচ করে কোর্স করবেন কেন? বাড়িতে বসেই যে কোনো ভাষা শিখতে লগ ইন করুন Duolingo-র ওয়েবসাইটে।
১৩. ডকুমেন্টারি দেখতে ভালোবাসেন?
হাজারো অদেখা ডকুমেন্টারি দেখতে পাবেন এই ওয়েবসাইটে। তাও একেবারে নিখরচে- DocumentaryHeaven
১৪. তাসের খেলা শিখতে চাইলে
পার্টিতে কাউকে পটাতে হলে ছোট্ট একটা তাসের ম্যাজিকই কিন্তু আপনাকে জেমস বন্ড করে তুলতে পারে। আর মজাদার এই সব খেলা শিখতে চাইলে- GoodTricks আপনাকে উপায় বাতলাবে।
১৫. বাদ বাকি সব মিলবে-
উপরের কোনােটিই যদি আপনার কাজের না হয় তাহলে Torrent-ই আপনার শেষ ভরসা। বেআইনিভাবে যা ডাউনলোড করতে চান, এক ক্লিকেই কেল্লাফতে।

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাইপারলিঙ্ক করে দিলে আরও ভাল হত

Level 0

link dile valo hoto

ইমেল পাঠাতে
কাউকে বড় ফাইল ইমেল করতে হলে ব্যবহার করুন http://inboxok.com/email/2gb-file-send-free-online/

ভাই গুগলে জাস্ট লিখে সার্চ দেন ১ম যেটা শো করবে অইটাই লিঙ্ক।হাপারলিঙ্ক অনেক সময়সাপেক্ষ।ইনশাআল্লাহ আগামী টিউন থেকে লিঙ্ক এড থাকবে।

superb tune!!! 😀