হায়রে আমার টেকটিউন্স!!!!!!!!!!!! এ দুঃখ কারে বোঝাবো?

আমার প্রাণের টেক্ টিউন্স টা খুব স্বার্থপর হয়ে গেছে।আগে সবাই প্রাণখুলে কত কথাই না বলত। আর এখন!!!!!!! কেউ টিউন করলে মন্তব্য করা তো দুরে থাক...... টিউনটা ভালো করে কেউ খুলেও দেখেন না মনে হয় । এভাবে কি চলে? আমি চাই আমার টেকটিউন্স টা আবার প্রাণ ফিরে পাক। তাছাড়া টেকটিউন্স এ অনেক সৃজনশীল টিউনারের উপস্থিতি আগে ছিল অফুরন্ত আর এখন তাঁদের খুব MISS করি।এখন প্রায়ই ছন্নছাড়া কিছু টিউন হয় যা সত্যি দুঃখের এবং সেগুলো বিরক্তির উদ্রেক করে। এতেই মনে হয় টেক্ টিউন্স এর এই অবনতি । হাবিবের গান টা তাই গাইতে ইচ্ছে হয় "দিন গেল তোমারো পথ চাহিয়া..................................সহেনা যাতনা ছন্নছাড়া টেক্ টিউন্সের।

Level 0

আমি অভিজিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনস কে আমার মস্তিষ্কের একটা অংশ মনে করি।কারন এটি জ্ঞানের বিশাল একটা STORAGE। টেকটিউনস যেন হাজার বছর STAYBLE থাকে এটাই আমার প্রাণের আকুল প্রার্থনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সহমত

এখন অবশ্য আপনি সহযোগী পাবেন ইনশা আল্লাহ ।