আমি আসিফ করিম সাদ্দাম এবং একজন নতুন টিউনার। এটা আমার প্রথম টিউন।
আমি আপনাদের যা শেখাবো তা হল কিভাবে ল্যাপটপ থেকে ল্যাপটপ-এ বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অ্যান্ড্রয়েড-এ স্ক্রিন কাস্ট করতে হয় বা প্রজেকশন স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায়।
*** ল্যাপটপ থেকে ল্যাপটপ-এ স্ক্রিন প্রজেক্ট করতে চাইলে প্রথমেই আপনাকে ডাউনলোড করতে হবে কানেক্টি-ফাই বা অন্য কোনো ওয়াই ফাই হটস্পট তৈরি করার সফটওয়্যার।ডাউনলোড করুন কানেক্টি-ফাই-এর অফিসিয়াল ডাউনলোড লিংক থেকে। লিংক -- http://www.connectify.me/download/
তারপর ডাউনলোড করুন মিরর ওপি। যদি স্ক্রিন প্রজেক্ট করতে চান ডাউনলোড করুন মিরর ওপি সেন্ডার। আর যদি ল্যাপটপ কে প্রজেকশন স্ক্রিন হিসেবে ব্যবহার করতে তাহলে ডাউনলোড করুনন মিরর ওপি রিসিভার।
মিরর ওপি সেন্ডার ডাউনলোড লিংক -- http://www.mirrorop.com/product_Windows_Sender.html
মিরর ওপি রিসিভার ডাউনলোড লিংক -- http://www.mirrorop.com/product_Windows_Receiver.html
তারপর কানেক্টি-ফাই দিয়ে হটস্পট তৈরি করে অন্য ল্যাপটপ দিয়ে কানেক্ট করুন। এখন মিরর ওপি সেন্ডার ইন্সটল দিন। যে ল্যাপটপে হটস্পট তৈরি করা আছে। তারপর অন্য ল্যাপটপে মিরর ওপি রিসিভার ইন্সটল দিন। দিয়ে সেন্ডার দিয়ে সেন্ড করেন এবং অন্য ল্যাপটপের রিসিভার দিয়ে রিসিভ করেন। এভাবে স্ক্রিন এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে স্ক্রিন প্রজেক্ট করতে থাকেন।
এভাবে স্ক্রিন প্রজেক্ট করলে অন্য ল্যাপটপ দিয়ে কাজ করলে দেখবেন আরেক ল্যাপটপে কাজ হচ্ছে। অর্থাৎ আপনি যে ল্যাপটপ দিয়েই কাজ করবেন দেখবেন দুই ল্যাপটপ-এই কাজ হচ্ছে।
আজ আর লিখতে মন চাইছে না তাই পরে অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড থেকে ল্যাপটপ বা ল্যাপটপ থেকে অ্যান্ড্রয়েডে স্ক্রিন প্রজেকশন নিয়ে টিউন করবো।
কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন। আমার ফেসবুক আইডি --- facebook.com/bd.asifkarimsaddam
আমি আসিফ করিম সাদ্দাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you… it is great post.. i am admin at seembook.com