টেকটিউনসকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা

টিউন বিভাগ সমগ্র
প্রকাশিত

আমি নেট চালানোর পর থেকেই টেকটিউনসে প্রতিনিয়ত আসতাম।প্রতি দিন একবার হলেও আমি টেকটিউনসে আসতাম।কারণ এইখান থেকে আমি আজ পর্যন্ত অনেক অনেক সেবা পেয়েছি তা বলে শেষ করতে পারবো না।এই সাইট খুবই দরকারি আমাদের বর্তমান প্রজন্মের জন্য।আমি যখন এইখানে ঢুকতাম তখন রেজিস্ট্রেশন  বলতে কিছু বুঝতাম না একদিন আমি অনেক বড় একটায় সমস্যায় পরে গেলাম যে টিউন করেছে তারটা আমি কোন কিছুতেই বুঝতে পারি নেই।তখন দেখলাম সেখানে অনেকজন কমেন্ট করছে তখন আমারও সাধ জাগলো আমিও কমেন্ট করব কিন্তু বলল লগইন করতে তখন গেলাম লগইন করতে যেয়ে দেখি রেজিস্ট্রেশন করতে বলে সেইদিন হাজার ট্রাই করেও পারলাম না রেজিস্ট্রেশন করতে মন খারাপ হয়ে গেল পরের দিনের জন্য আবার করতে গেলাম হলো না।একেবারে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হলো আমার।তারপর অনেকদিন পর আমি ট্রাই করতে গেলাম দেখি রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছেন সেটা দেখে অনেক মন খারাপ হয়ে গেল।মনে অনেক কষ্ট পেলাম কয়েকদিন আসা বন্ধ করে দিলাম।কিন্তু এইভাবে আর কতদিন চলবে আবার  ফিরে আসলাম টেকটিউনসে।সবার লিখা দেখতাম,যেইগুলা ভালো লাগত কপি করে মাইক্রোসফট অফিসের ওয়ার্ডে সংরক্ষণ করতাম।এভাবে চলতে থাকতো।আর প্রায় প্রায় টেকটিউনস ফেসবুক পেজে ম্যাসেজ দিতাম রেজিস্ট্রেশন চালু করতে না পারলে অন্তত যেন ফেসবুক দিয়ে কমেন্ট করা যায় সে ব্যবস্থার কথা বলতে লাগলাম।প্রায় প্রায় একই ধরেনর ম্যাসেজ দিতাম।অবশেষে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের রেজিস্ট্রেশন  করতে পারলাম।

সেই জন্য আমার পক্ষ থেকে টেকটিউনসকে অনেক অনেক শুভেচ্ছা।এছাড়া যারা দীর্ঘদিন ধরে টেকটিউনসে টিউন করে যাচ্ছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ।ইন শা আল্লাহ এই সাইট বাংলাদেশের অ্যালেক্সা র‍্যাংকিং এর ১ নাম্বারে চলে আসবে।

আমি খুব কমই কিছু জানি। আমার জন্য দোয়া করবেন যাতে নতুন কিছু বের করে আপনাদের দিতে পারি।আর সবশেষে টেকটিউনসকে একটা অনুরোধ করলাম ফেসবুক দিয়েও যাতে কমেন্ট করা যায় সেই ব্যবস্থা করুন।আর লিখা সোজা করার Justfy এর অফশন টা এই টিউনারবোর্ডে নাই।

Level 0

আমি মোঃ রাজিব রজ্জব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও আপনার মত আভাগা,অনেক দিনের আসা আজকে পুরন হইছে তাই আজ মনটাও ভালো লাগছে যে পোস্ট না করতে পারলেও আপনাদের পোস্ট এ Commets করতে তো পারবো !!

ঠিক বলেছেন ভাই @সজিব খান

আমি প্রায় ১ বছর ধরে চেস্টা করছিলাম লাভ হয়নি, আজ সাইন আপ করে খুব ভাল লাগছে।

✪ এই কথাটা সব চাইতে ভালো লাগলো ► ইনশাআল্লাহ টেকটিউনস বাংলাদেশের অ্যালেক্সা র‍্যাংকিং এর ১ নাম্বারে চলে আসবে। ► আর সেইদিন ই হবে প্রকৃত বিজয়

ভাই ঠিক বলছেন , সবারই একই অবস্থা !
অনেক সময় কমেন্ট না করতে পেরে খুবই মন খারাপ হইতো এবং আমাদের সমস্যার কথাও আমরা বলতে পারতাম নাহ ৷ যার ফলে মনের মাঝে প্রশ্ন প্রশ্নই রয়ে যেত ৷ কিন্তু আজ সকল কিছুর সমাধানের পথ খুলে গেল টেকটিউনের উসলি্লায় ৷
অশেষ ধন্যবাদ জানাই টেকটিউন পরিবারকে , আমাদের জন্য এমন সুযোগ করে দেওয়ার জন্য 🙂

আমিও প্রায় দুই বছর ধরে টেকটিউন্সে প্রবেশ করি। কিন্তু একাউন্ট খুলতে পারিনি। আজ আমি পেরেছি, তাই খুব খুশি।
ধন্যবাদ, সবাইকে।

ভাই আমি তো টিউন করতে পারতেছিনা। সব ঠিকঠাক করলাম কম পক্ষে 3টি ট্যাগ করতে হবে। এই ট্যাগটা কি? সাহায্য চাই।

Level 0

Awesome tune with great comments…each above word raise from heart..