অনেক দিনের স্বপ্ন(টেকটিউনস এর এক টি Account) আজকে পূরণ হলো। টেকটিউনস কে ধন্যবাদ। অনেক দিন যাবত এই দিনের অপেক্ষা করছিলাম অবশেষে আজ সফল হলাম। তাই এই দিনটা আজীবন মনে থাকবে। আমি নেট চালানোর পর থেকেই টেকটিউনসে প্রতিনিয়ত আসতাম।
প্রতি দিন একবার হলেও আমি টেকটিউনসে আসতাম।কারণ এইখান থেকে আমি আজ পর্যন্ত অনেক অনেক সেবা পেয়েছি তা বলে শেষ করতে পারবো না ।মাঝে মাঝে এমন কিছু জটিল সমস্যার সম্মুখিন হতাম যা আমার নিজের পক্ষে সমাধান করা সম্ভব হতো না।কিন্তু টেকটিউনস এর সহায়তায় সেই সমস্যা গুলো খুব সহজেই সমাধান করতে পেরেছি।জেনেছি অনেক অজানা তথ্য।
যাকিছু জেনেছি,যাকিছু শিখেছি তার ৮০% ই শিখেছি টেকটিউনস থেকে।তাই আবারও ধন্যবাদ টেকটিউনকে আমার মত মানুষকে প্রযুক্তির আলো দেওয়ার জন্য। টেকটিউনস এর এ যাত্রা অব্যহত থাকুক।।আমি হয়তো কিছুই জানিনা ,তবুও শিখার নেশাটা সব সময় বন্ধু হয়ে আমার পাশে থাকে।আমার অনলাইনে আয় বিষয়ে খুব আগ্রহ ছিল কিন্ত কিভাবে শুরু করব কোথায় অ্যাকাউন্ট করতে হবে কিছুই জানতামনা।
অনলাইনে কি কাজ করা যায় কোথাই থেকে এসব কাজ শেখা যাই তাও জানতামনা। টেকটিউনস এর সম্মানিত টিউনারদের টিউন থেকে এসব জানতে পেরেছে।আমার জীবনে টেকটিউনস এর অবদান অপরিসীম।আমি নতুন টিউনার অনেক ভুলত্রুটি হতে পারে ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন।
অনেক কথা বলে ফেললাম আজ আর নয়। টেকটিউনস এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আপনাদেরকে আরও মানসম্মত টিউন উপহার দিতে পারি।
ধন্যবাদ টেকটিউনস পরিবারের সবাইকে।ধন্যবাদ এডমিনকে নিবন্ধন এর সুযোগ করে দেওয়ার জন্য।
আমি রফি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মনের কথাটাই লিখেছেন, আমিও অশেষ ধন্যবাদ জানাই টেকটিউনস কে ।