ধন্যবাদ দিয়ে টেকটিউনস কে ছোট করতে চাইনা।তবুও ধন্যবাদ প্রিয় টেকটিউনস।

আসসালামু আলইকুম।আমার প্রথম টিউনে আপনাদের স্বাগতম।এটা আমার প্রথম টিউন তাই ভুল গুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন।

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?আমি অনেক দিন যাবত টেকটিউনস এর নিয়মিত পাঠক।নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকার কারনে অ্যাকাউন্ট খোলা হয়নি কালকে হঠাৎ নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়ার সুবাধে অ্যাকাউন্ট করি।

অনেক কিছু জেনেছি এই সাইট থেকে।এমন অনেক বিষয় শিখেছি যা হয়ত টেকটিউনস না থাকলে শেখাই হত না।যখনি সময় পেয়েছে তখনি এই সাইটে প্রবেশ করেছে এবং টিউনগুলো মনোযোগ দিয়ে পরেছি।বিজ্ঞান,প্রযুক্তি কম্পিউটার এর নানা ব্যাবহার,অনলাইনে আয়,ভিডিও এডিটিং ইত্যাদি কিছুই জানতাম না শুধু  টেকটিউনস এর মাধ্যমে এসব জানতে পেরেছি।কম্পিউটার প্রগ্রামিং বিষয়ক টিউনগুলো খুবিই চমৎকার সব কিছুই সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।খুটিনাটি সবকিছুই লেখা হয়েছে।লেখার পাশাপাশি মানসম্মত ভিডিও টিউটরিয়াল দেয়া হয়েসে যা দেখে সহজেই সেই বিষয় অনুধাবন করতে পারবে।

আমার অনলাইনে আয় বিষয়ে খুব আগ্রহ ছিল কিন্ত কিভাবে শুরু করব কোথায় অ্যাকাউন্ট করতে হবে কিছুই জানতামনা।অনলাইনে কি কাজ করা যায় কোথাই থেকে এসব কাজ শেখা যাই তাও জানতামনা।টেকটিউনস এর সম্মানিত টিউনারদের টিউন থেকে এসব জানতে পেরেছে।আমার জীবনে টেকটিউনস এর অবদান অপরিসীম।আমি নতুন টিউনার অনেক ভুলত্রুটি হতে পারে ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন।

অনেক কথা বলে ফেললাম আজ আর নয়।টেকটিউনস এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আপনাদেরকে আরও মানসম্মত টিউন উপহার দিতে পারি।

ধন্যবাদ টেকটিউনস পরিবারের সবাইকে।ধন্যবাদ এডমিনকে নিবন্ধন এর সুযোগ করে দেওয়ার জন্য।

 

Level 0

আমি রিপন মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

yahoo I now I am a member of techtune.

ধন্যবাদ টেকটিউনস অবশেষে টিটি’র একজন নিবন্ধিত সদস্য হতে পারলাম।আর এটা আমার প্রথম টিউমেন্ট

অসংখ্য ধন্যবাদ টেকটিউন্স। আমি আজ সকালে রেজিষ্ট্রেশন করতে পেরেছি।

Tnx TT pribar

Tnx Techtunes,my second Family.

৬ বছর ধরে টেক টিউন ব্যবহার করছি…… আন্যদের পোস্ট পরে আগে comment করতে ইচ্ছে করত কিন্তু আইডি না থাকাতে পারতাম না……ধন্যবাদ টেক টিউন কে comment করার সুযোগ করে দেবার জন্য 🙂

আমি গতকাল রাতে রেজিস্ট্রেশন করেছি।

আশা পুরন হল, আমার একার না, অনেকের,
Thanks TT

many many tnx

Level 2

আসলেই টেকটিউনস অনেক অনেক ধন্যবাদ পায় আমাদের কাছে। 😀