আসসালামুয়ালাইকুম।
এখন আপনাদের জন্য দারুন একটা নিউজ বলবো। হেডলাইন দেখেই মনে হয় বুঝতে পারছেন।
তো শুরু করা যাক।
মানুষ পাবে অমরত্ব, থাকবে চিরযৌবন- এমনটি ভাবতে কার না ভালো লাগে? কিন্তু সত্যিই যদি এমনটি হয়? একটি বড়ি খেলেই যদি মানুষ হয়ে যায় অনন্ত যৌবনা? তখন? তখন তো আর না মেনে উপায় নেই।
মানুষকে সেই বিশ্বাস দিতে গবেষণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন, মানুষকে চিরযৌবন দিতে তারা শিগগিরই নিয়ে আসছেন এক মহৌষধ। এ ওষুধ মানুষের অকালবার্ধক্যকে ঠেকাবে, সেই সঙ্গে আয়ুও বাড়িয়ে দেবে ১০ বছরের বেশি।
বিজ্ঞানীরা বলেন, এ বিশেষ গবেষণার জন্য তারা হাচিসন গ্লিফোর্ড প্রোজেরিয়া সিনড্রোমে (এইচজিপিএস) আক্রান্ত শিশুদের ত্বকের কোষ নিয়েছিলেন। এটি একটি বিরল রোগ। এতে আক্রান্ত শিশুরা দ্রুত বুড়িয়ে যায়। মোটামুটি ১২ বছর বয়সে সাধারণত তাদের মৃত্যু হয়।
বিজ্ঞানীরা ‘র্যাপামাইসিন’ নামের এক ধরনের ওষুধ ব্যবহার করে ওই শিশুদের কোষকে সারিয়ে তুলেছেন। বিজ্ঞানীরা এ ওষুধকে বলছেন ‘চিরযৌবনের ওষুধ’।
মানুষের অঙ্গ প্রতিস্থাপনের সময় এ র্যাপামাইসিন ব্যবহার করা হয় শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার জন্য। ইস্টার আইল্যান্ডের মাটিতে পাওয়া এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এটি তৈরি করা হয়েছে।
সংগৃহীত...।
আমি বাংলার বাঘ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছুই না
এটা কোন টিউন হলো?