এভাবেই ঝরে যাবে একটি ডাক্তার…………???

এভাবেই কি আমরা পরাজিত হবো? হেরে যাবো বিবেকের কাছে? একজন ভবিষ্যতের ডাক্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আমাদের চোখের সামনে? শাফিউল আহমেদ রিফাত, মির্জাপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট ('০৭ - '১৩) ও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ২য় বর্ষের মেধাবী এই ছাত্র।

 

শাফিউল আহমেদ রিফাত, মেধাবী মুখটি  জটিল ও দূরারোগ্য 'Chronic Kidney Disease (CKD)- Stage 5' আক্রান্ত হয়ে বর্তমানে বারিধারার ইউনাইটেড হাসপাতালের HDU তে শয্যাশায়ী। সহজ ভাষায় বলতে গেলে তার দুটো কিডনীই নষ্ট হয়ে গেছে (Renal Shutdown) এবং এর একমাত্র চিকিৎসা হল জরুরীভিত্তিতে 'কিডনী ট্রান্সপ্ল্যান্ট' করা। আর সিঙ্গাপুরে ট্রান্সপ্ল্যান্টের খরচ বাবদ প্রায় ৬৫,০০০০০ (পঁয়ষট্টি লক্ষ) টাকার প্রয়োজন। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা রিফাতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাবার পক্ষে প্রায় অসম্ভব যিনি ইতোমধ্যেই ছেলের চিকিৎসার পেছনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন।

এই পৃথিবীতে আমরা সবাই একা। কিন্তু একসাথে যখন আমরা হাতে হাত রাখি, তখন কি আমরা একা ? অবশ্যই না। একবার চিন্তা করে দেখুন, আমাদের এই বন্ধুটির জায়গায় আপনি, আমি কিংবা আমাদের বড় বা ছোট ভাই কিংবা বোন ও তো হতে পারতো! তাহলে কি হতো?

তাই সামান্য কিছু অর্থের অভাবে একটা অদম্য মেধাবী, ভবিষ্যতের ডাক্তারের মুখের হাসি কখোনোই থেমে যেতে পারেনা; এ বিশ্বাস আমাদের সবার। এই যুদ্ধটা শুধু রিফাতের একার না, এই যুদ্ধ আমাদের সবার। এই যুদ্ধ সামান্য কিছু অর্থের সাথে মানবতার যুদ্ধ। তাই বিশ্বাস, এই যুদ্ধে আমরা জিতবই ইনশাআল্লাহ । জিততে আমাদের হবেই, তাই আসুন, যে যার অবস্থান ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই। যদি সাহায্য করতে না পারি তবে মহান সৃষ্টিকর্তার কাছে মন থেকে একটু দোয়া করি।  একটা কথা আমাদের সকলকেই মনে রাখা উচিত " বাংলাদেশে ৩,২৯৭ জনের জন্য রয়েছেন একজন ডাক্তার!" , সুতরাং আমাদের নিজেদের জন্য রিফাতকে সাহায্য করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে রিফাতকে ৩২৯৭ জন মানুষের সেবা করার জন্য।

রিফাতকে সাহায্য পাঠানোর জন্য,

ট্রাস্ট ব্যাংক লিমিটেড, একাউন্ট নং - ৭০০২ ০৩১১০৪৭০২৮, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ক্যান্টনমেন্ট, ঢাকা।

বিকাশ নাম্বারঃ ০১৭৭৩ ৮১০৩৫৭

ফেসবুক ইভেন্ট লিংক:  https://www.facebook.com/events/860056167365889/

রিফাতের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/shafiul.ahmed.79

 

"আমি টেকটিউনস কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, টাকা পয়সা লেনদেন বিষয়ক এমন টিউন করার জন্য, বিপদে পড়ে নিজের বন্ধুর জন্য এমন টিউন লিখতে বাধ্য হয়েছি।"

Level 2

আমি মীর রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Not a man , just an Existence


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস