বিটকয়েন নামের অনলাইন ভিত্তিক কৃত্রিম মুদ্রায় লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়েছে, ইন্টারনেট তথ্যানুযায়ী বিটকয়েন বিবিধ বিনিময় প্লাটফর্মে কেনা বেচা হচ্ছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ বিটকয়েন বা বিটকয়েনের ন্যায় বা অন্য কোনো কৃত্রিম মুদ্রায় লেনদেন বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের কোনো সংস্থা দ্বারা স্বীকৃত নয়।
এ অবস্থায়, সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়ানোর লক্ষ্যে বিটকয়েনের মত কৃত্রিম মুদ্রায় লেনদেন বা এসব লেনদেনে সহায়তা প্রদান ও এর প্রচার হতে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
প্রথম jotilnews24.com এ প্রকাশিত ।
আমি কাওসার মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানানোর জন্য ধন্যবাদ