আস্সালামুআলাইকুম।প্রথমেই টেকটিউনস এবং টেকটিউনারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।গত দেড় বছর আগে আমি আমার এক বন্ধুর মাধ্যমে টেকটিউনস এআসি।উদ্দেশ্য ছিল ফ্রিনেট এর সন্ধান কিন্তু প্রথম দেখাতেই বলতে গেলে টেকটিউনসের প্রেমে পড়ে যাই।টিটির প্রত্যেকটা ক্যাটাগরি ঘুরে দেখতে দেখতে ওয়েব ডিজাইনিং এর নেশা জাগে ।
কিন্তু তখন টিটিতে নতুন একাউন্ট খোলা বন্ধ ছিল তাই আমার কোনো একাউন্ট ছিল 🙄 না ফলে কোনো টিউন বুঝতে অসুবিধা হলেও করার কিছু
ছিলনা।তখন কিছু খোজাখোজি করে http://www.w3schools.com এবং http://www.webcochbd.com এর সন্ধান পাই।ওয়েব সাইট গুলোর
টিউটেরিয়াল পড়ে বেসিক HTML CSS শিখে wapka দিয়ে একটি ওয়েব সাইট বানাই ।
কিন্তু তাতে মন বড়ল না , তারপর টিটি র ওয়ার্ডপ্রেস এর টিউন গুলোদেখে নিজে একটি ডোমেন নিয়ে একটি Softwere download সাইট বানাই http://www.topsofthome.com।আমি এ পর্যন্ত প্রযুক্তি বিষয়ে যা শিখছিতার সিংহ ভাগই টিটির অবদান ।তাই টিটির কাছে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মতে টিটি যতদিন বেচে থাকবে বাংলাদেশ প্রযুক্তিতে ততদিনে অনেকদূর এগিয়ে যাবে।আমি টিটির দীর্ঘায়ু কামনা করি ।
ধন্যবাদ সবাইকে ।
আমি সোহান আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tomar moto amio ekjon